জ্যোতিষশাস্ত্রে সূর্যকেও গ্রহ রূপে গণ্য করা হয়। অন্যান্য গ্রহের মতোই এর আচরণ, সেই অনুযায়ী সূর্যকে গ্রহের তকমা দেওয়া হয়। বাকি গ্রহের মতো সূর্যও নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। সূর্য কমবেশি এক একটি রাশিতে এক মাস থাকে। ১৬ ডিসেম্বর সূর্য রাশি পরিবর্তন করে বৃশ্চিক থেকে মীন রাশিতে প্রবেশ করবে। এর ফলে প্রত্যেক রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন আসতে পারে। বিশেষ ফল লাভ করবেন পাঁচ রাশির জাতক-জাতিকারা। তালিকায় কারা রয়েছেন দেখে নিন।
আরও পড়ুন:
কোন পাঁচ রাশি শুভ ফল পাবে?
মেষ: রাশিচক্রের প্রথম রাশি মেষের জাতক-জাতিকারা সূর্যের রাশি পরিবর্তনের ফলে লাভবান হবেন। দাম্পত্যজীবনে সুখের অন্ত থাকবে না। সময়ের কাজ সময়ে শেষ করতে পারবেন। সব দিক থেকে শুভ ফল পাবেন। সৃজনশীল চিন্তাভাবনা বৃদ্ধি পাবে। আর্থিক পরিস্থিতিরও উন্নতি ঘটবে।
সিংহ: সূর্যের রাশি সিংহের জাতক-জাতিকাদের জীবনে উন্নতির ঝড় বইবে। নেতৃত্বদানের সুযোগ পেতে পারেন। পদোন্নতির সুযোগ দেখা যাচ্ছে। বহু দিনের কোনও ইচ্ছা এই সময় পূরণ হতে পারে। জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হলেও নিজের বুদ্ধির দ্বারা সেটি থেকে মুক্তি পাবেন। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখতে পাবেন।
আরও পড়ুন:
কন্যা: সূর্যের রাশি পরিবর্তনে কন্যা রাশির জাতক-জাতিকারাও শুভ ফল পাবেন। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরা মনের মতো সুযোগ পেতে পারেন। পেশাক্ষেত্রে উন্নতি দেখা যাবে। বছরের শেষটা মনে ভরপুর আনন্দ থাকবে। আগে করা কোনও বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ করবেন। সহকর্মীদের থেকে যে কোনও কাজে সাহায্য পাবেন।
ধনু: ধনু রাশিতেই প্রবেশ করবে ধনু। এর ফলে এই রাশির ব্যক্তিরা দারুণ ফল পাবেন। কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। নেতৃত্ব দেওয়ার ক্ষমতারও উন্নতি হবে। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। সব দিক থেকেই ধনু রাশির ব্যক্তিরা ভাল ফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে। হঠাৎ অর্থপ্রাপ্তিরও যোগ রয়েছে।
আরও পড়ুন:
কুম্ভ: সূর্যের রাশি পরিবর্তন কুম্ভ রাশির জীবনে সুখের সময় বয়ে আনবে। বছরের শেষটা এই রাশির মনের মতো হবে। ভাই-বোনের সঙ্গে সম্পর্কের বন্ধন মজবুত হবে। কর্মক্ষেত্রে সকলে আপনার কাজের প্রশংসা করবেন। আয় বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন মানুষের সঙ্গে সম্পর্ক গঠিত হবে। এর ফলে ব্যবসার অগ্রগতি হবে।