Advertisement
E-Paper

নতুন বছরে পা দেওয়ার আগে বাড়ি থেকে দূর করুন ছয় ‘অশুভ’ জিনিস, আপনার জন্য ২০২৬ হয়ে উঠবে সেরা

আমরা আমাদের ঘরে কী রাখছি না রাখছি তার উপর নির্ভর করে বাড়িতে কোন প্রকার শক্তি থাকবে। আমাদের কিছু সামান্য ভুলের জন্য বাস্তুতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। আর বাড়িতে নেগেটিভ শক্তি থাকা মানে তার প্রভাব জীবনের উপর পড়বেই।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৩০
Six things one shall remove from home before stepping into the year 2026

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

নববর্ষ মানেই জীবনে নতুন কিছু করার তাগিদ। নতুন বছরের প্রথম দিকে প্রায় সকলের মনেই জীবন বদলে ফেলার অদম্য উৎসাহ কাজ করে। যা কিছু অপ্রিয় বা অযাচিত, সেগুলিকে পুরনো বছরে ফেলে রেখে নতুন বছরে সব ভালকে নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা সকলের মনেই থাকে। কিন্তু সেই ইচ্ছা জানুয়ারির প্রথম এক-দু’সপ্তাহ কাটতে না কাটতেই ফিকে হয়ে যায়। কারণ, তখন আমরা বুঝতে পারি যে কেবল সালটাই বদলেছে, জীবন আগের মতোই আছে। কিন্তু বিশেষ কিছু উপায় মানলে জীবনে সুপরিবর্তন আনা সম্ভব। আমরা আমাদের ঘরে কী রাখছি না রাখছি তার উপর নির্ভর করে বাড়িতে কোন প্রকার শক্তি থাকবে। আমাদের সামান্য কিছু ভুলের জন্য বাস্তুতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। আর বাড়িতে নেগেটিভ শক্তি থাকা মানে তার প্রভাব জীবনের উপর পড়বেই। তাই ২০২৬ শুরু হওয়ার আগে বাড়ি থেকে কয়েকটি জিনিস অবশ্যই সরান। না হলে চেয়েও ভাগ্য বদলাতে পারবেন না।

নতুন বছর শুরু হওয়ার আগে কোন জিনিসগুলি বাড়ি থেকে সরাতে হবে?

ভাঙা জিনিস: যে কোনও ভাঙা জিনিস বাড়িতে জমিয়ে রাখা শুভ নয়। এতে বাস্তু তথা ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। ভাঙা জিনিস বাড়িতে জমিয়ে রাখলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন ও বাড়ি থেকে বিদায় নেন। তাই নতুন বছর শুরুর আগে বাড়ি থেকে সমস্ত অপ্রয়োজনীয় ও ভাঙা বস্তু সরিয়ে ফেলতে হবে।

পুরনো খবরের কাগজ ও পত্রিকা: অনেকেই বাড়িতে পুরনো খবর কাগজ ও পত্রিকা জমিয়ে রাখেন। তবে শাস্ত্র জানাচ্ছে এই কাজ করা একদম উচিত নয়। বিশেষ কোনও পত্রিকা তা-ও জমিয়ে রাখতে পারেন, তবে খবরের কাগজের ক্ষেত্রে এটি করা যাবে না। সেগুলির উপরে জমা ধুলোর আস্তরণ বাস্তুর নেগেটিভ শক্তির পরিমাণ বাড়িয়ে তুলবে। তাই এগুলি বাড়িতে জমিয়ে না রেখে সেগুলি বার করে দিন।

মেয়াদ শেষ হওয়া খাবার ও ওষুধ: মেয়াদ শেষ হয়ে যাওয়া খাদ্যদ্রব্য এবং ওষুধ বাড়িতে জমিয়ে রাখা উচিত নয়। সেগুলি যদি কেউ ভুল করে খেয়ে নেন তা হলে যেমন স্বাস্থ্যহানি হতে পারে, তেমনই এগুলি বাস্তুরও ক্ষতি করে বলে বিশ্বাস করা হয়। তাই এই সকল জিনিস বাড়িতে জমিয়ে না রেখে সেগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব বর্জন করুন।

বাতিল পোশাক: প্রায় সব মানুষেরই স্বভাব রয়েছে বাতিল করা জামাকাপড় বাড়িতে জমিয়ে রাখার। তবে শাস্ত্র জানাচ্ছে এই কাজ করা বাস্তুর জন্য মারাত্মক ক্ষতিকারক। এতে বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ যেমন বৃদ্ধি পায়, তেমনই যাঁদের জামা জমিয়ে রাখা হয়েছে, তাঁদেরও ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। তাই বাতিল করে দেওয়া জামাকাপড় কোনও মতেই বাড়িতে জমিয়ে রাখা যাবে না।

মৃত গাছ: শাস্ত্রমতে, বাড়িতে থাকা গাছ মরে যাওয়ার নেপথ্যে থাকতে পারে নেগেটিভ শক্তি। কিন্তু সেই মৃত গাছকে বাড়িতে রেখে দিলে নেগেটিভ শক্তির পরিমাণ বাড়ে বই কমে না। সেই কারণে নতুন বছর শুরুর আগে বাড়ি থেকে সমস্ত মৃত গাছকে বার করে দিতে হবে।

খারাপ বৈদ্যুতিন যন্ত্র: খারাপ হয়ে যাওয়া বৈদ্যুতিন যন্ত্রকে বাড়িতে জমিয়ে না রেখে সেগুলিকে তৎক্ষণাৎ বাড়ি থেকে বার করে দিন। না হলে ভাগ্যের অমানিশা কখনও কাটবে না। এমনকি খারাপ হয়ে যাওয়া ঘড়িও বাড়িতে জমিয়ে রাখা যাবে না। নতুন বছর শুরুর আগে এই কাজটি অবশ্যই করুন।

Astrology Astrological Tips Astrological Prediction New Year
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy