সাধারণ মানুষদের কাছে স্বপ্ন যতই অর্থহীন হোক, আদতে যে কোনও স্বপ্নেরই গভীর অর্থ থাকে। সব স্বপ্ন দেখেই যে আমাদের আনন্দ হয় তা নয়। কিছু স্বপ্ন এমনও হয় যা মনে শঙ্কার জন্ম দেয়, নানা প্রশ্ন জাগায়। তবে স্বপ্ন যা-ই হোক, তার কিছু না কিছু অর্থ থাকে। স্বপ্নে আমরা কী দেখব তাতে আমাদের কোনও হাত নেই। শাস্ত্রমতে যে কোনও স্বপ্নেরই বিশেষ গুরুত্ব রয়েছে। স্বপ্নের মাধ্যমে অনেক সময় দেবতারা আমাদের উপর আশীর্বাদ বর্ষণ করেন বলেও বিশ্বাস করা হয়। কয়েকটি জিনিস রয়েছে যা স্বপ্নে দেখার অর্থ হল আমাদের বাড়িতে মা লক্ষ্মীর আগমন ঘটবে। আমাদের কাজে তুষ্ট হয়ে দেবী স্বপ্নের মাধ্যমে আমাদের কাছে সেই বার্তা পাঠান।
আরও পড়ুন:
দেবতার মূর্তি: স্বপ্নে দেবতার মূর্তি দেখা অত্যন্ত শুভ। এর অর্থ দেবী লক্ষ্মী আপনার কোনও কাজে তুষ্ট হয়েছেন। সেই কারণে শীঘ্রই আপনি প্রচুর অর্থ লাভ করতে পারেন। আর হাতে অর্থ আসা মানেই বাড়িতে লক্ষ্মী আসা।
জ্বলন্ত প্রদীপ: জ্বলন্ত প্রদীপের স্বপ্নে দেখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর অর্থ সৌভাগ্য শীঘ্রই আপনার বাড়ির দরজায় কড়া নাড়তে চলেছে। স্বয়ং মা লক্ষ্মী নিজের সঙ্গে করে আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসছেন। জীবনের সমস্ত অভাব, দুঃখ ঘুচে গিয়ে খুশির সময় শুরু হবে। পুরনো সমস্যা থেকে মুক্তি পাবেন। অর্থভাগ্যের দারুণ উন্নতি ঘটবে।
আরও পড়ুন:
নৃত্যরত মহিলা: স্বপ্নে কোনও নৃত্যরত মহিলাকে দেখে উদ্ভট লাগলেও এই স্বপ্ন দেখা আসলে শুভ। এই স্বপ্ন আপনার ঘরে মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয়। এটি দেখার অর্থ হল শীঘ্রই আপনার প্রচুর অর্থলাভ হতে পারে এবং কোনও শুভ সংবাদ পেতে পারেন।
সারস পাখি: সারস পাখির স্বপ্ন দেখাও শুভ মনে করা হয়। এই স্বপ্নও মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত। ঘন ঘন এই স্বপ্ন দেখলে বুঝতে হবে নিকট ভবিষ্যতে আপনি কোনও সুখবর পেতে পারেন।
আরও পড়ুন:
পদ্মফুল: পদ্মফুল মা লক্ষ্মীর প্রতীক। স্বপ্নে পদ্মফুল দেখলে বুঝবেন মা লক্ষ্মী আপনার মনের কথা শুনেছেন। তিনি আপনার কাজে প্রসন্ন হয়েছেন। শীঘ্রই আপনি কোনও আশাতীত ভাল ফল পেতে পারেন। জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে।
খেতে কাজ করতে দেখা: নিজেকে খেতে কাজ করতে দেখার স্বপ্নের কথা শুনে হাসি পেলেও, এই স্বপ্নের সঙ্গে লক্ষ্মীদেবী সম্পর্কিত। এটি জীবনে সমৃদ্ধির ইঙ্গিত দেয়। এই স্বপ্ন দেখলে হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনাও বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়।