৫ ডিসেম্বর বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে। যে কোনও গ্রহের রাশি পরিবর্তনে সমস্ত রাশির উপরই শুভ বা অশুভ, কোনও না কোনও প্রভাব পড়ে। ধীর গতির গ্রহের ক্ষেত্রে প্রাপ্ত ফল দীর্ঘস্থায়ী হয়। বৃহস্পতি ধীর গতির গ্রহদের একটি, সুতরাং বৃহস্পতির রাশি পরিবর্তনে প্রাপ্ত ফলও দীর্ঘস্থায়ী হবে। যদিও বৃহস্পতি এক এক রাশিতে কমবেশি এক বছর অবস্থান করে, কিন্তু গতি পরিবর্তনের কারণে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে আগামী ১ জুন ২০২৬ পর্যন্ত। বৃহস্পতি শুভ গ্রহ। দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দৃষ্টি বেশির ভাগ ক্ষেত্রে শুভ ফলই দান করে।
আরও পড়ুন:
বৃহস্পতির রাশি পরিবর্তনে কোন কোন রাশির উপর বিশেষ প্রভাব পড়বে বা কোন কোন রাশি বিশেষ সুফল পাবেন দেখে নিন:
মিথুন রাশি: বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক-জাতিকাদের শান্তি বৃদ্ধি পাবে। এই রাশির ব্যক্তিদের সন্তানের জন্য শুভ সময়, সন্তানের কৃতকর্মে গৌরব বৃদ্ধি পাবে। বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। দাম্পত্যসুখ বৃদ্ধি পাবে। ধর্মীয় কাজে আকর্ষণ বৃদ্ধি পাবে।
সিংহ রাশি: সিংহ রাশির জাতিক-জাতিকা, যাঁরা ব্যবসা-বাণিজ্যে যুক্ত, তাঁদের জন্য এই সময়টা খুবই শুভ হতে চলেছে। সঙ্গী বা সঙ্গিনীর সফলতা বৃদ্ধি পাবে এবং দাম্পত্যক্ষেত্রে শুভ ফল লাভ করবেন। সন্তানের সফলতা বৃদ্ধি পাবে। আয়ের ক্ষেত্রে সমস্যা কমবে ও আয় বৃদ্ধি পাবে।
আরও পড়ুন:
তুলা রাশি: বৃহস্পতির রাশি পরিবর্তনে তুলা রাশির ব্যক্তিরা শারীরিক ক্ষেত্রে শুভ ফল পাবেন। সন্তানের জন্য মানসিক অশান্তি কমবে। সন্তানের জন্য শুভ সময়, সফলতা আনবে। সন্তানের সফলতায় গৌরব বৃদ্ধি পাবে। ধর্মীয় আকর্ষণ এবং ধর্মীয় স্থানে ভ্রমণের ইচ্ছা বৃদ্ধি পাবে। ধর্মীয় কাজে ব্যয় হতে পারে।
মকর রাশি: মকর রাশির ব্যক্তিদের প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সফলতা আসবে। সুনামপ্রাপ্তির ক্ষেত্রে শুভ যোগ দেখা যাচ্ছে।
আরও পড়ুন:
কুম্ভ রাশি: বৃহস্পতির রাশি পরিবর্তনে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মানসিক শান্তি বৃদ্ধি পাবে। বিশেষত সন্তানের কার্যকলাপ সংক্রান্ত দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে। সন্তানের সফলতায় গৌরব বৃদ্ধি পাবে। আয় এবং ধর্মীয় কাজে আকর্ষণ বৃদ্ধি পাবে।
গোচরকালীন বৃহস্পতির অবস্থান অনুযায়ী ভবিষ্যদ্বানী, জন্মকালীন অন্যান্য গ্রহের অবস্থান এবং দশা-অন্তঃদশা অনুযায়ী ফলের পরিবর্তন হতে পারে।