বাড়িতে তুলসীগাছ রাখা অত্যন্ত শুভ। এ কথা আমরা কমবেশি সকলেই জানি। হিন্দু ধর্ম তথা জ্যোতিষশাস্ত্রে তুলসীগাছের মাহাত্ম্য বিশেষ। এই গাছ বাড়িতে রাখলে নেগেটিভ শক্তি দূর হয়। বাড়িতে পজ়িটিভ শক্তির সঞ্চার ঘটে। দিনের শুরুটা তুলসীগাছে জলদানের মাধ্যমে করা গেলে সারা দিনটি খুব ভাল কাটে বলে বিশ্বাস করা হয়। তুলসীগাছ শুকিয়ে গেলে মনে করা হয় বাড়িতে কোনও নেগেটিভ শক্তি প্রবেশ করেছে। সেই কারণে গাছটি শুকিয়ে যায়। তেমনই তুলসীগাছে বিশেষ কিছু পরিবর্তন দেখা গেলে বুঝবেন আপনার শুভ সময় আসন্ন। সেগুলো কী কী জেনে নিন।
আরও পড়ুন:
শুভ সময় শুরু হলে তুলসীগাছে কোন কোন পরিবর্তন দেখা যায়?
কচি পাতা: তুলসীগাছে নতুন পাতা বা কচি পাতা দেখতে পেলে বুঝবেন আপনার ভাল সময় শুরু হতে চলেছে। তুলসীগাছে নতুন পাতা ধরা খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয়। এর অর্থ বোঝায় আপনার বাড়িতে শ্রীবিষ্ণু ও লক্ষ্মীদেবী আশীর্বাদ বর্ষণ করেছেন। সেই কারণে তুলসীগাছে নতুন পাতা দেখা যাচ্ছে। বাড়িতে শান্তির পরিবেশ বিরাজ করবে সেটিও টের পাবেন।
তুলসীমঞ্জরী: তুলসীগাছে মঞ্জরী ধরাও অত্যন্ত শুভ। এটিও দেবী লক্ষ্মীর আপনার উপর সন্তুষ্ট হওয়ার ইঙ্গিত। গাছে হঠাৎ তুলসীমঞ্জরী হতে দেখলে বুঝবেন অপ্রত্যাশিত সম্পদ লাভ হতে পারে। এটি অর্থপ্রাপ্তির ইঙ্গিতবাহী।
আরও পড়ুন:
-
পায়ে সোনা পরা কি অশুভ? এর ফলে ভাগ্যে কি খারাপ প্রভাব পড়তে পারে? শরীরের কোন কোন অংশে হলুদ ধাতু পরা যায়?
-
দুই অতি সাধারণ জিনিস মানিপ্ল্যান্টে বেঁধে দিলেই ঘটবে চমক, অর্থসমস্যা বিদায় নেবে, সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে
-
২০২৬-এ অক্টোবরের মাঝামাঝি দুর্গাপুজো, জানুয়ারিতেই বিদ্যার দেবীর বন্দনা! অন্যান্য উৎসবের দিনগুলি কবে?
গাছের বৃদ্ধি: এক সপ্তাহ হল তুলসীগাছ পুঁতেছেন, এর মধ্যেই যদি সেটি স্বতঃস্ফূর্ত ভাবে বৃদ্ধি পেতে থাকে, নতুন নতুন ডালপালা গজাতে দেখা যায়, তা হলে বুঝবেন বাড়িতে শুভ শক্তির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে তুলসীগাছ সুস্থতার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। জীবনে নানা ক্ষেত্রে নতুন সুযোগ পাওয়ার ইঙ্গিত বোঝায় এটি। সমৃদ্ধি লাভও হতে পারে।
গাছের সতেজতা: তুলসীগাছ সতেজ থাকাও খুব ভাল ব্যাপার। এর মানে দেবীর আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গেই রয়েছে। যে কোনও কাজে আপনি সফলতা লাভ করতে পারবেন। কারণ, লক্ষ্মীদেবী আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবেন।