আর্থিক স্থিতি, মানসিক প্রশান্তি এবং সৌভাগ্য-সমৃদ্ধির প্রতীক হল মানিপ্ল্যান্ট। ঘর হোক বা অফিস, মানিপ্ল্যান্ট যেখানেই রাখা হোক না কেন, ভাল ফল পাওয়া যায়। নেগেটিভ শক্তিকে দূরে সরিয়ে পজ়িটিভ শক্তি বয়ে আনতে সাহায্য করে এই গাছ। জ্যোতিষশাস্ত্রে এই গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে মানিপ্ল্যান্ট বাড়িতে রাখলে বিশেষ কয়েকটি নিয়ম অবশ্যই মানতে হবে। এরই সঙ্গে মানিপ্ল্যান্টে একটি উপায় করতে পারলে খুবই উপকার পাওয়া যায়।
আরও পড়ুন:
দেখে নেব নিয়ম:
মনে করা হয়, মানিপ্ল্যান্টে নির্দিষ্ট একটা জিনিস সঠিক নিয়ম মেনে বাঁধলে বা রাখলে বাড়িতে সুখ-সমৃদ্ধি দ্বিগুণ বৃদ্ধি পেতে থাকে। সৌভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘোরে ও ভাগ্য বদলে যায়।
কী বাঁধবেন?
১) বাড়ির উত্তর বা দক্ষিণ-পূর্ব দিক মানিপ্ল্যান্ট রাখার জন্য শ্রেষ্ঠ। একটা কড়ি লাল কাপড়ে মুড়ে লাল সুতো দিয়ে বেঁধে, মানিপ্ল্যান্টে ঝুলিয়ে দিতে হবে। তবে লাল কাপড় এবং সুতোটি যেন অবশ্যই নতুন হয় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে। ব্যবহৃত কাপড় ও সুতো এই কাজে ব্যবহার করা যাবে না। আমরা হাতের কব্জিতে যে সুতো বাঁধি, সেই সুতো দিয়ে বাঁধতে পারলে সবচেয়ে ভাল হয়।
২) মানিপ্ল্যান্টে কয়েন রাখাও খুবই শুভ বলে মানা হয়। কয়েনটা গাছের ডালে বেঁধে দিতে পারেন অথবা গাছের নীচে পুঁতে দেওয়া যেতে পারে। তবে কয়েনটি অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া উচিত।
আরও পড়ুন:
ফলাফল:
এই কাজ দু’টি করলে সংসারে শ্রীবৃদ্ধি ঘটে এবং মানসিক দিকেও উন্নতি আসে। সাংসারিক টানাপড়েনের হাত থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। এই কাজ শুক্রবার করা অত্যন্ত শুভ, তবে অন্যান্য দিনেও করা যায়।