Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কটকে ব্যাট করাটা কঠিন, মানছেন সাকিব

দলের বোলারদের পারফরম্যান্সে বেশ খুশি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার কটকে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৪১-এ বেঁধে রাখার পর নাইটদের এই বাঁ হাতি স্পিনার বললেন, “আমাদের বোলাররা গত কয়েকটা ম্যাচেই দুর্দান্ত বল করে আসছে। বোলাররাই ব্যাটসম্যানদের কাজটা আরও সহজ করে দিচ্ছে।”

সাকিবের বলে সিমন্স বোল্ড।

সাকিবের বলে সিমন্স বোল্ড।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ মে ২০১৪ ০৩:২৭
Share: Save:

দলের বোলারদের পারফরম্যান্সে বেশ খুশি বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বুধবার কটকে মুম্বই ইন্ডিয়ান্সকে ১৪১-এ বেঁধে রাখার পর নাইটদের এই বাঁ হাতি স্পিনার বললেন, “আমাদের বোলাররা গত কয়েকটা ম্যাচেই দুর্দান্ত বল করে আসছে। বোলাররাই ব্যাটসম্যানদের কাজটা আরও সহজ করে দিচ্ছে।”

যদিও কটকের বরাবাটি স্টেডিয়ামের উইকেটকে খুব একটা বেশি নম্বর দেননি তিনি। দুই ইনিংসের মাঝে বলেন, “এই উইকেটে ভাল ব্যাট করা খুব একটা সহজ নয়। উইকেটটা শুধু যে ধীরগতির, তা নয়, বাউন্সও নেই। বল নেমে যাচ্ছে। তবে আমাদের ব্যাটসম্যানরা, বিশেষ করে দুই ওপেনার যে ফর্মে আছে, তাতে ওদের অসুবিধা হওয়ার কথা নয়।” কেকআর ইনিংস শুরুর আগে বলা সাকিবের কথাটা সত্যি প্রমাণ করলেন নাইটদের ব্যাটসম্যানেরা। সহজে ম্যাচ জিতে নিয়ে। আর সাকিব আরও বলেছেন, “আমাদের বোলাররা ভাল বল করেছে আজ। ভাল বোলিংয়ের জন্যই ম্যাচটা সহজ হয়ে গেল আজ।”

কটকের ছবি। রোহিত শর্মার সহজ ক্যাচ ফেলছেন ইউসুফ পাঠান।

সাকিব নিজেও এ দিন চার ওভারে ২১ রান দিয়ে ওপেনার লেন্ডল সিমন্সকে ফেরৎ পাঠান। মর্কেল ৩৫ রানে দু’টি উইকেট পান। নারিন ও চাওলা একটি করে। মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান অম্বাতি রায়ডুও উইকেট নিয়ে অভিযোগ করে বলেন, “এই উইকেটে বল ভীষণ নীচে নেমে যাচ্ছে। বেশিরভাগ বলই ব্যাটে আসছে না। তাই স্ট্রোক খেলা বেশ কষ্টকর। সে জন্যই আমাদের বেশি রান উঠল না।”

ছবি: বিসিসিআই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ipltag
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE