Advertisement
E-Paper

খাবার নিয়ে ক্ষিপ্ত ভারত গাব্বা ছাড়ল ডিনার বয়কট করে

২০১৪-র গাব্বা রাউন্ড ওয়ান দেখেছিল। ২০ জানুয়ারি, ২০১৫-র গাব্বা রাউন্ড টু দেখল। এক মাস আগে ব্রিসবেনের বাইরে থেকে লাঞ্চ খেয়ে এসে উইকেট নিতে হয়েছিল ইশান্ত শর্মাকে। লাঞ্চে নিরামিষ খাবার না পাওয়ায় উত্তেজিত টিম ডিরেক্টর রবি শাস্ত্রী সে দিন স্টেডিয়ামের বাইরে সিঁড়িতে বসে লাঞ্চ সেরেছিলেন ইশান্ত-রায়নার সঙ্গে। এক মাস পরে মাঠে ডিনারটাই বয়কট করে দিল ভারতীয় টিম! বারবার বলা সত্ত্বেও ঠিকঠাক ভারতীয় খাবারের বন্দোবস্ত না থাকায়। ম্যাচ শেষে ড্রেসিংরুমের ডিনার না ছুঁয়েই হোটেলে ফিরে গেলেন ধোনিরা!

রাজর্ষি গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৫ ০২:১৯
এ বার হার ইংল্যান্ডের সঙ্গে। টেস্টের ফর্ম যেন পিছনে ফেলে এসেছেন কোহলি। মঙ্গলবার ব্রিসবেনে। ছবি: রয়টার্স

এ বার হার ইংল্যান্ডের সঙ্গে। টেস্টের ফর্ম যেন পিছনে ফেলে এসেছেন কোহলি। মঙ্গলবার ব্রিসবেনে। ছবি: রয়টার্স

২০১৪-র গাব্বা রাউন্ড ওয়ান দেখেছিল।

২০ জানুয়ারি, ২০১৫-র গাব্বা রাউন্ড টু দেখল।

এক মাস আগে ব্রিসবেনের বাইরে থেকে লাঞ্চ খেয়ে এসে উইকেট নিতে হয়েছিল ইশান্ত শর্মাকে। লাঞ্চে নিরামিষ খাবার না পাওয়ায় উত্তেজিত টিম ডিরেক্টর রবি শাস্ত্রী সে দিন স্টেডিয়ামের বাইরে সিঁড়িতে বসে লাঞ্চ সেরেছিলেন ইশান্ত-রায়নার সঙ্গে।

এক মাস পরে মাঠে ডিনারটাই বয়কট করে দিল ভারতীয় টিম! বারবার বলা সত্ত্বেও ঠিকঠাক ভারতীয় খাবারের বন্দোবস্ত না থাকায়। ম্যাচ শেষে ড্রেসিংরুমের ডিনার না ছুঁয়েই হোটেলে ফিরে গেলেন ধোনিরা!

ব্রিসবেনে ফোন করে জানা গেল, মঙ্গলবার সকাল বারোটা নাগাদ মাঠে ঢুকে ভারতীয় টিম দেখে, যে লাঞ্চ তাঁদের জন্য রাখা আছে, তাতে কারি জাতীয় কিছু নেই। ভাত, রুটি, স্যান্ডউইচ সবই রাখা কিন্তু আনুষাঙ্গিক সবই শুকনো। চিকেন আছে, কিন্তু রোস্টেড। টিমের নিরামিষাশীদের আয়োজন আরও তথৈবচ। কপির একটা শুকনো তরকারি ব্যস। দুপুরে কোনও উপায় ছিল না বলে যা রাখা ছিল, সে সব সামান্য খেয়ে মাঠে নেমে পড়ে টিম। ভারতীয় টিমের সঙ্গে যাওয়া ম্যানেজার বিশ্বরূপ দে ক্রিকেট অস্ট্রেলিয়ার লিয়াজঁ অফিসারকে বলেও আসেন যে, ডিনারে কারি-জাতীয় কিছুর আয়োজন রাখতে। বলা হয়, ভারতীয় খাবারের ধরন আলাদা। ভাত বা রুটির সঙ্গে কারি জাতীয় কিছু না থাকলে খেতে অসুবিধে হয়। আপনারা কিছু বন্দোবস্ত করুন। শোনা গেল, তখনকার মতো ‘দেখছি’ বলে ব্যাপারটাকে থামানো হলেও শেষ পর্যন্ত কোনও পরিবর্তন হয়নি। ডিনারের মেনু ওই একই ছিল। যা দেখে রীতিমতো ক্ষেপে যান ভারতীয় ক্রিকেটাররা।

ওয়ান ডে ম্যাচের নিয়ম অনুযায়ী, দিন-রাতের ম্যাচ হলে লাঞ্চের সঙ্গে ডিনারের আয়োজন রাখা হয় স্টেডিয়ামে। কিন্তু ভারতীয় টিম ম্যাচ শেষে ডিনার না করেই বেরিয়ে আসে। আরও বলা হল, আজ নয়, টেস্টে ইশান্তদের সঙ্গে ওই কাণ্ডের পর এ বার আগাম ব্রিসবেনের সংযোগ কর্তাকে বলে দেওয়া হয়েছিল, ঠিকঠাক ভারতীয় খাবারের ব্যবস্থা রাখতে। মেলবোর্নে গত ওয়ান ডে-র সময়ও বলা হয়েছিল। তার পরেও এই অবস্থা। আরও অভিযোগ, মঙ্গলবার খাবারের এই হাল দেখে ভারতীয় টিমের পক্ষ থেকে নাকি আবেদন করা হয়, বাইরে ভারতীয় রেস্তোরাঁ থেকে খাবার আনতে দেওয়া হোক। খরচপাতি টিমই করবে। কিন্তু সোজা বলে দেওয়া হয়, গাব্বায় মাঠের বাইরে থেকে খাবার আনার অনুমতি নেই। টেস্টেও যা ঘটেছিল।

লিয়াজঁ অফিসারকে ডিনারের সময় প্রশ্ন করেও নাকি লাভ হয়নি। তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, টেস্টের সময় একই কাণ্ড ঘটার পর আবার এ জিনিস কেন হল? তিনি নাকি বলে দেন, ভারতীয় খাবার তৈরি করার মতো উপযুক্ত শেফ তাদের নেই।

যার পরই নাকি ভারতীয় টিম ঠিক করে প্রতিবাদ হিসেবে মাঠের ডিনার তারা বয়কট করবে। ডিনার করবে হোটেলে ফিরে। আর সেটাই হল শেষ পর্যন্ত।

ব্রিসবেনের স্কোরবোর্ড

ভারত

রাহানে ক টেলর বো ফিন ৩৩
ধবন ক বাটলার বো অ্যান্ডারসন ১
রায়ডু ক বাটলার বো ফিন ২৩
বিরাট ক বাটলার বো ফিন ৪
রায়না স্টাম্প বাটলার বো আলি ১
ধোনি ক বাটলার বো ফিন ৩৪
বিনি ক মর্গ্যান বো অ্যান্ডারসন ৪৪
অক্ষর বো ফিন ০
ভুবনেশ্বর বো অ্যান্ডারসন ৫
শামি ক আলি বো অ্যান্ডারসন ১
উমেশ ন.আ ০
অতিরিক্ত
৩৯.৩ ওভারে মোট ১৫৩
পতন: ১, ৫৭, ৬৪, ৬৫, ৬৭, ১৩৭, ১৩৭, ১৪৩, ১৫৩।
বোলিং: অ্যান্ডারসন ৮.৩-২-১৮-৪, ওকস ৭-০-৩৫-০, ব্রড ৭-০-৩৩-০, ফিন ৮-০-৩৩-৫, আলি ৯-০-৩১-১।

ইংল্যান্ড

বেল ন.আ ৮৮
আলি ক কোহলি বো বিনি ৮
টেলর ন.আ ৫৬
অতিরিক্ত
২৭.৩ ওভারে মোট ১৫৬-১
পতন: ২৫
বোলিং: বিনি ৭-০-৩৪-১, ভুূনেশ্বর ২-০-১৮-০, উমেশ ৬-০-৪২-০, শামি ৪-০-২৩-০, অক্ষর ৭.৩-০-৩২-০, রায়না ১-০-৭-০।

tri-series india england kohli rajarshi gangopadhyay
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy