Advertisement
১৯ মে ২০২৪

গোল করেও প্রশ্নের মুখে এলএম টেন

কোপা দেল রে কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে তাঁর গোলই জয় এনে দিল লুই এনরিকের বার্সেলোনাকে। কিন্তু গত মরসুমের লা লিগা চ্যাম্পিয়ন আটলেটিকো অন্তিম লগ্নে পেনাল্টি থেকে বার্সাকে তিন পয়েন্ট এনে দেওয়া সেই লিওনেল মেসিকে নিয়েই উঠল প্রশ্ন। তবে এই প্রশ্ন আর্জেন্তিনার অধিনায়কের পারফরম্যান্সের জন্য নয়।

আবার পুরনো রোগ মেসির। খেলতে খেলতে বমি। ছবি: এএফপি

আবার পুরনো রোগ মেসির। খেলতে খেলতে বমি। ছবি: এএফপি

সংবাদ সংস্থা
বার্সেলোনা শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৫ ০৩:৫২
Share: Save:

কোপা দেল রে কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে তাঁর গোলই জয় এনে দিল লুই এনরিকের বার্সেলোনাকে। কিন্তু গত মরসুমের লা লিগা চ্যাম্পিয়ন আটলেটিকো অন্তিম লগ্নে পেনাল্টি থেকে বার্সাকে তিন পয়েন্ট এনে দেওয়া সেই লিওনেল মেসিকে নিয়েই উঠল প্রশ্ন। তবে এই প্রশ্ন আর্জেন্তিনার অধিনায়কের পারফরম্যান্সের জন্য নয়। প্রশ্ন তাঁর শারীরিক অবস্থা ঘিরেই। কারণ, বুধবার ম্যাচের মাঝপথেই দেখা যায় মাঠে বমি করছেন মেসি। এর আগেও দু’একবার এই সমস্যায় ভুগেছেন বার্সার এই গোলমেশিন। ফের নতুন বছরে এই সমস্যা দেখা দেওয়ায় প্রশ্ন উঠছে, তা হলে কি মেসি পুরোপুরি সুস্থ নন? যদিও বার্সেলোনার তরফে এই প্রশ্ন পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়েছে। স্প্যানিশ ক্লাবটির মেডিক্যাল বিভাগের তরফে জানানো হয়েছে, ক্রনিক সাইনুসাইটিসের জন্যই মেসির এই সমস্যা। তার জন্য ভয়ের কিছু নেই। যাবতীয় পরীক্ষা শুরু হয়েছে। দ্রুতই বার্সার মহানায়ক সুস্থ হয়ে উঠবেন। দিয়েগো সিমিওনের দলের বিরুদ্ধে এ দিন মেসি, নেইমার, সুয়ারেজকে প্রথম দলে রেখেই শুরু করেছিলেন এনরিকে। কিন্তু দিয়োগো গডিনদের শক্ত রক্ষণের সামনে সে ভাবে ম্যাচের দখল নিজেদের পকেটে পুরে নিতে পারেনি বার্সা। খেলা শেষ হওয়ার নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে পেনাল্টি থেকে মেসির গোলে ১-০ এগিয়ে যাওয়ার পর হাঁফ ছেড়ে বাঁচেন বার্সা সমর্থকরা। আগামী বুধবার আটলেটিকোর ঘরের মাঠ ভিসেন্তে কালদেরনে ফিরতি ম্যাচ খেলবেন মেসি-নেইমাররা। ম্যাচ হারলেও হুঙ্কার থামেনি আটলেটিকো ফুটবলারদের। সিমিওনের রক্ষণের স্তম্ভ দিয়েগো গডিন যেমন বলেই দিয়েছেন, “হারের মানে এই নয় যে আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছি। আগামী বুধবার ফিরতি ম্যাচে সেটা প্রমাণ করার পালা।” যদিও গডিনের পাল্টা দিয়েছেন বার্সা কোচ লুই এনরিকেও। তাঁর কথায়, “আটলেটিকোর ঘরের মাঠে আমরা পরের সপ্তাহে জিততেই যাব। ওদের সাম্প্রতিক পারফরম্যান্স বা কোচ- ফুটবলারদের সম্পর্কে সবকিছুই জানি। তবে ম্যাচটা ৫০-৫০। যে কেউ জিততে পারে। বার্সা তাকিয়ে কোপা দেল রে সেমিফাইনালে খেলার জন্য।”

জিতলেও এ দিন মেসি ও সুয়ারেজের টাফ ফুটবল সমালোচিত প্রবল ভাবেই। আটলেটিকোর বিরুদ্ধে ম্যাচ গড়াবার কিছুক্ষণ পর থেকেই সুয়ারেজকে বারবার দেখা যায়, ফাঁকা জায়গা না পেয়ে আটলেটিকো রক্ষণের সঙ্গে হাতাহাতিতে ব্যস্ত। দ্বিতীয়ার্ধে গডিনের সঙ্গে সংঘর্ষের পর রেফারি হলুদ কার্ড দেখান চলতি মরসুমে বার্সার জার্সি গায়ে ১৬ ম্যাচে ৫ গোল করা সুয়ারেজকে। কম যাননি মেসিও। আটলেটিকোর ব্রাজিলীয় ডিফেন্ডার মিরান্দাকে অবৈধ ভাবে বাঁধা দিতে গেলে রেফারি সতর্ক করে দেন মেসিকে। যদিও বার্সার মহানায়ককে কোনও কার্ড দেখাননি রেফারি। যা নিয়ে ক্ষুব্ধ আটলেটিকো সমর্থকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

messi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE