Advertisement
E-Paper

চার বোলারের স্ট্র্যাটেজি বুমেরাং হয়ে যেতে পারে

এই টেস্টে খাতায় কলমে ভারতের বোলার চার জন হলেও উইকেট তোলার উপযোগীর সংখ্যাটা আসলে তিন। রবীন্দ্র জাডেজাকে টেস্টের প্রথম দিন বেশির ভাগ সময়ই রান আটকানোর কাজে দেখা গিয়েছে। কেউ কেউ বলতে পারেন ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মার জায়গায় অশ্বিন থাকলে ভাল হত। আসলে ভারত ১-০ এগিয়ে থাকার পাশাপাশি দুই ব্যাটসম্যানের ফর্ম নিয়ে চিন্তায় আছে। শিখর ধবন এবং বিরাট কোহলি। ফলে ব্যাটিংটা মজবুত করার একটা চিন্তা এসেই যায়। তবে আমার এখনও বিশ্বাস এটা রক্ষণাত্মক চাল। যেটা পরে বুমেরাং হয়ে যেতে পারে ভারতের পক্ষে।

রবি শাস্ত্রী

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৪ ০২:৫৪

এই টেস্টে খাতায় কলমে ভারতের বোলার চার জন হলেও উইকেট তোলার উপযোগীর সংখ্যাটা আসলে তিন। রবীন্দ্র জাডেজাকে টেস্টের প্রথম দিন বেশির ভাগ সময়ই রান আটকানোর কাজে দেখা গিয়েছে। কেউ কেউ বলতে পারেন ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মার জায়গায় অশ্বিন থাকলে ভাল হত। আসলে ভারত ১-০ এগিয়ে থাকার পাশাপাশি দুই ব্যাটসম্যানের ফর্ম নিয়ে চিন্তায় আছে। শিখর ধবন এবং বিরাট কোহলি। ফলে ব্যাটিংটা মজবুত করার একটা চিন্তা এসেই যায়। তবে আমার এখনও বিশ্বাস এটা রক্ষণাত্মক চাল। যেটা পরে বুমেরাং হয়ে যেতে পারে ভারতের পক্ষে।

ইংল্যান্ড প্রথম দিকে প্রচুর সময় উইকেটে কাটিয়েও দ্রুত রান তুলতে পারেনি। পরে অবশ্য বেল (১৬৭) এবং বাটলারের (৮৫) দুরন্ত ব্যাটিংয়ের ফলে চা বিরতির কিছু পরে ৫৬৯-৭ রানে ডিক্লেয়ার করে দিল। লর্ডসের অভিজ্ঞতার পর এই ইংল্যান্ডকে অনেক বেশি সংঘবদ্ধ দেখাচ্ছে। কুক চারিত্রিত দৃঢ়তা দেখিয়েছে আর গ্যারি ব্যালান্স রান করেছে। মনে হয় এই টেস্টে আরও নাটক অপেক্ষা করছে। এই টেস্টের গিয়ার এ বার পাল্টানো শুরু হয়েছে যেটা হওয়া উচিত।

ভারতের দিক থেকে আবার ইশান্তের না থাকাটাই শুধু নয়, ভুবির একশো ভাগ সুস্থ না থাকাও ভুগিয়েছে। এক জন পেনসিলের মতো চেহারার সুইং বোলারের ক্ষেত্রে অবশ্য ব্যাপারটা অস্বাভাবিক নয়। যে কিনা অনেক ওভার বোলিং করেছে। তা ছাড়া এই সিরিজে ব্যাটিংয়ের জন্য ক্রিজেও প্রচুর সময় থাকতে হয়েছে। লম্বা সিরিজে ঘুরিয়ে ফিরিয়ে বোলারদের মাঠে নামানোটা বড় ব্যাপার। ভারতকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।

পঙ্কজ সিংহ প্রথম ইনিংসে কোনও উইকেট না পেলেও অভিষেক ম্যাচে প্রথম দিনই কিন্তু দুটো উইকেট তুলে নিতে পারত। ছেলেটা ভাল বল করলেও তার কোনও পুরস্কার পেল না। বাউন্স আর সুইং পাচ্ছিল। তার সঙ্গে ভাল লাইন আর লেংথটাও রেখেছিল। মহম্মদ শামিও কিছু এমন বল করেছে যাতে ব্যাট ঠেকানো যায় না। তবে ভাগ্য ওর সঙ্গে ছিল না।

ভারতের সামনে এখন লক্ষ্যটা স্পষ্ট। রোজ বোলে সিরিজে এগিয়ে থাকার সুবিধাটা ধরে রাখা। যেটা ভারতীয় ব্যাটসম্যানদের উপর এখন নির্ভর করবে।

ইংল্যান্ড প্রথম ইনিংস
(আগের দিন ২৪৭-২)

ব্যালান্স ক ধোনি বো ইশান্ত ১৫৬
বেল ক পঙ্কজ বো ভুবনেশ্বর ১৬৭
রুট ক ধোনি বো ভুবনেশ্বর ৩
আলি ক রাহানে বো ভুবনেশ্বর ১২
বাটলার বো জাডেজা ৮৫
ওকস ন. আ. ৭
অতিরিক্ত ১৮
মোট ৫৬৯-৭ (ডিঃ)
পতন: ৩৫৫, ৩৭৮, ৪২০, ৫২৬, ৫৬৯
বোলিং: ভুবনেশ্বর ৩৭-১০-১০১-৩, শামি ৩৩-৪-১২৩-১, পঙ্কজ ৩৭-৮-১৪৬-০, রোহিত ৯-০-২৬-১, জাডেজা ৪৫.৪-১০-১৫৩-২, ধবন ২-০-৪-০

ভারত প্রথম ইনিংস

বিজয় ব্যাটিং ১১
ধবন ক কুক বো অ্যান্ডারসন ৬
পূজারা ব্যাটিং ৪
অতিরিক্ত
মোট ২৫-১
বোলিং: অ্যান্ডারসন ৭-৩-১৪-১, ব্রড ৪-২-৪-০, জোর্ডান ২-১-৩-০, ওকস ১-১-০-০।

4 bowler strategy boomerang ravi sastri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy