Advertisement
১৮ মে ২০২৪

ছয় ট্রফি জেতার শপথ রোনাল্ডোর

প্রাক্ মরসুমে হারের হ্যাটট্রিক হয়ে গিয়েছে। আর কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে ইউরোপীয় মরসুম। যার উদ্বোধনী ম্যাচে উয়েফা সুপার কাপে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হিসাবে খেলতে চলেছে রিয়াল মাদ্রিদ। যে ম্যাচের আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পুরো ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন রিয়াল ভক্তরা। রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি বলে দিচ্ছেন, “রোনাল্ডোকে ছেড়ে খেলতে অভ্যস্ত নয় রিয়াল। এই মুহূর্তে সেই সমস্যাটাই হচ্ছে। আশা করছি সুপার কাপে ওকে প্রথম থেকেই পাব।”

রিয়ালের প্র্যাকটিসে রোনাল্ডো। ছবি: এএফপি

রিয়ালের প্র্যাকটিসে রোনাল্ডো। ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৪ ০৩:৩৬
Share: Save:

প্রাক্ মরসুমে হারের হ্যাটট্রিক হয়ে গিয়েছে। আর কয়েক দিনের মধ্যেই শুরু হচ্ছে ইউরোপীয় মরসুম। যার উদ্বোধনী ম্যাচে উয়েফা সুপার কাপে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হিসাবে খেলতে চলেছে রিয়াল মাদ্রিদ। যে ম্যাচের আগেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পুরো ফিট হয়ে উঠবেন বলে আশা করছেন রিয়াল ভক্তরা। রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তি বলে দিচ্ছেন, “রোনাল্ডোকে ছেড়ে খেলতে অভ্যস্ত নয় রিয়াল। এই মুহূর্তে সেই সমস্যাটাই হচ্ছে। আশা করছি সুপার কাপে ওকে প্রথম থেকেই পাব।”

চোটের সমস্যা থাকলেও যুক্তরাষ্ট্রের প্রস্তুতি ম্যাচে প্রাক্তন ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে কিছুটা সময় খেলেন সিআর সেভেন। কিন্তু ম্যাচ জেতাতে পারেননি। প্রশ্নচিহ্ন রয়ে যায় মহাতারকার ফিটনেস নিয়েও। রোনাল্ডো কিন্তু মরিয়া হয়ে উঠেছেন সুপার কাপ থেকেই মাঠে নামতে। এবং মরসুম শুরুর আগেই নিজের স্বপ্নের কথাও বলে দিয়েছেন, “এই মরসুমে ছ’টা ট্রফি জিততে চাই।”

শুধু মাত্র রোনাল্ডো নন। সেভিয়ার বিরুদ্ধে হয়তো রিয়াল জার্সিতে অভিষেক হবে বিশ্বকাপ মাতিয়ে আসা দুই তরুণ তারকার। হামেস রদ্রিগেজ ও টনি ক্রুজ। “ক্রুজ, রদ্রিগেজরা এখন ভাল ভাবেই মানিয়ে নিচ্ছে দলের সঙ্গে। ওরা অনুশীলনে সব কিছু উজার করে দিচ্ছে। ওরা থাকতেই পারে প্রথম দলে,” বলেছেন আন্সেলোত্তি।

লুই ফান গল-এর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে হারার পরে প্রশ্ন ওঠে, রিয়াল কতটা তৈরি নতুন মরসুমের জন্য। যে প্রসঙ্গে রিয়ালের ইতালীয় কোচ বলেন, “ম্যান ইউর কাছে হেরে খুব খারাপ লাগছে। কিন্তু আমার বিশ্বাস সেভিয়ার বিরুদ্ধে আরও উন্নতি করবে দল। আমরা ট্রফি জেতার জন্যই খেলব।” এ দিন বেল-রোনাল্ডো সহ গোটা রিয়াল দল অনুশীলন করে। যেখানে রোনাল্ডোকে নিয়ে অন্য ঝড় শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটা কী? অনুশীলন চলাকালীন সিআর সেভেন তাঁর শর্টস এমন ভাবে গুটিয়ে তোলেন, যে মনে হতে থাকে তিনি অন্তর্বাস পরে প্র্যাকটিসে নেমেছেন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রশ্ন উঠতে থাকে, নিজে অন্তর্বাস কোম্পানি খুলেছেন বলে কি প্র্যাকটিসে তার বিজ্ঞাপন শুরু করে দিলেন রোনাল্ডো?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

football ronaldo
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE