Advertisement
১৯ মে ২০২৪

জয়ের মেজাজ মাটি মেসি, দি’মারিয়ার

দু’জনেই ম্যাচ জিতেছেন। এক জন লা লিগায়, আর একজন প্রিমিয়ার লিগে। কিন্তু জয়ের মেজাজ ধরে রাখতে পারলেন না কেউই-- লিওনেল মেসি ও অ্যাঞ্জেল দি মারিয়া। ভিয়ারিয়ালের বিরুদ্ধে লা লিগায় দুরন্ত জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই লিওনেল মেসিকে নিয়ে জল্পনা তুঙ্গে। সোমবার ‘ব্যক্তিগত কারণে’ প্র্যাকটিসে আসেননি বার্সার রাজপুত্র। সত্যিই ব্যক্তিগত কারণ না কোচ লুই এনরিকের সঙ্গে নতুন কোনও ঝামেলা বাঁধল বার্সার রাজপুত্রের? ক’দিন আগেই যে বিতর্কে তোলপাড় পড়ে গিয়েছিল বিশ্বফুটবলে। প্রশ্ন উঠে যায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৫ ০১:৩৮
Share: Save:

দু’জনেই ম্যাচ জিতেছেন। এক জন লা লিগায়, আর একজন প্রিমিয়ার লিগে। কিন্তু জয়ের মেজাজ ধরে রাখতে পারলেন না কেউই-- লিওনেল মেসি ও অ্যাঞ্জেল দি মারিয়া।

ভিয়ারিয়ালের বিরুদ্ধে লা লিগায় দুরন্ত জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই লিওনেল মেসিকে নিয়ে জল্পনা তুঙ্গে। সোমবার ‘ব্যক্তিগত কারণে’ প্র্যাকটিসে আসেননি বার্সার রাজপুত্র। সত্যিই ব্যক্তিগত কারণ না কোচ লুই এনরিকের সঙ্গে নতুন কোনও ঝামেলা বাঁধল বার্সার রাজপুত্রের? ক’দিন আগেই যে বিতর্কে তোলপাড় পড়ে গিয়েছিল বিশ্বফুটবলে। প্রশ্ন উঠে যায়।

মরসুমের গোড়া থেকেই দুরন্ত ফর্মে থাকা এলএম টেনকে রবিবারই ফের বার্সার ত্রাতার ভূমিকায় দেখা যায়। দু’বার পিছিয়ে পড়লেও ঘরের মাঠে আর্জেন্তিনার ক্যাপ্টেনের জয়সূচক গোলেই ৩-২ ভিয়ারিয়ালকে হারায় বার্সা। কিন্তু ভিয়ারিয়াল বধের মেজাজ মাটি হয়ে যাচ্ছে মেসিকে নিয়ে একের পর এক জল্পনায়। স্প্যানিশ মিডিয়ার একাংশ অবশ্য দাবি করেছে কোচ-মহাতারকা ঝামেলা নয়, ২১ দিনের মধ্যে সাতটা ম্যাচে ৯০ মিনিট মাঠে থাকার ক্লান্তি ভোগাচ্ছে মেসিকে। তাই এ দিন বিশ্রাম নিয়েছেন।

একই অবস্থা মেসির আর্জেন্তিনীয় সতীর্থেরও। শনিবার লেস্টার সিটির বিরুদ্ধে জেতার ক’য়েক ঘণ্টা পরই চে শায়ারে দি মারিয়ার বাড়িতে হানা দেয় চোরের দল। পরিবার নিয়ে তখন বাড়িতেই ছিলেন ম্যান ইউ তারকা। চোরেরা দরজা ভেঙে বাড়িতে ঢোকার চেষ্টাও করে। কিন্তু বাড়ির মজবুত নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ক্ষতির হাত থেকে বেঁচে যান আর্জেন্তিনীয় তারকা ও তাঁর পরিবার। সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠতেই চম্পট দেয় চোরের দল। ঘটনার প্রভাব এতটাই যে দি মারিয়ার এজেন্ট জানিয়েছেন এখনও তিনি আতঙ্ক কাটিয়ে উঠতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

messi angelo d'maria laleaga premiere league
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE