Advertisement
E-Paper

টাইব্রেকার-ফাঁড়া কাটাতে মনোবিদের দ্বারস্থ রুনিরা

১৯৯০, ১৯৯৮ ও ২০০৬ এই তিন বছরের মধ্যে মিল কোথায়? এই তিন বছরই টাইব্রেকারে হেরে ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় ইংল্যান্ডকে। ফুটবলবিশ্বে একটা ব্যাপার প্রায় প্রবাদপ্রতিম হয়ে গিয়েছে। তা হল, টাইব্রেকারই ইংল্যান্ডের অভিশাপ। এই তালিকায় যাতে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ না যোগ হয়, তার আগাম প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছেন ইংল্যান্ড কোচ রয় হজসন। কী করে? পুরো টুর্নামেন্ট জুড়েই পেশাদার মনোবিদ ডা: স্টিভ পিটার্সের দ্বারস্থ হতে চলেছেন হজসন। ব্রাজিল বিশ্বকাপে দলের সঙ্গেই থাকতে চলেছেন পিটার্স।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৪ ০৫:০৩
চাপ কমাতে রুনিদের সঙ্গে থাকবেন স্ত্রী-বান্ধবীরাও।

চাপ কমাতে রুনিদের সঙ্গে থাকবেন স্ত্রী-বান্ধবীরাও।

১৯৯০, ১৯৯৮ ও ২০০৬ এই তিন বছরের মধ্যে মিল কোথায়? এই তিন বছরই টাইব্রেকারে হেরে ফিফা বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় ইংল্যান্ডকে।

ফুটবলবিশ্বে একটা ব্যাপার প্রায় প্রবাদপ্রতিম হয়ে গিয়েছে। তা হল, টাইব্রেকারই ইংল্যান্ডের অভিশাপ। এই তালিকায় যাতে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ না যোগ হয়, তার আগাম প্রস্তুতি কিন্তু শুরু করে দিয়েছেন ইংল্যান্ড কোচ রয় হজসন। কী করে? পুরো টুর্নামেন্ট জুড়েই পেশাদার মনোবিদ ডা: স্টিভ পিটার্সের দ্বারস্থ হতে চলেছেন হজসন। ব্রাজিল বিশ্বকাপে দলের সঙ্গেই থাকতে চলেছেন পিটার্স। যাঁর কাজ হবে প্রতিটা ম্যাচের আগে দলকে মানসিক ভাবে প্রস্তুত করা। মানসিক ভাবে প্রস্তুত করা বলতে ফুটবলাররা কী করে নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখবেন, কী করে প্রতিটা ম্যাচের আগে মাঠা ঠান্ডা রাখবেন, কোনও ফুটবলারের ব্যক্তিগত সমস্যা হলে, ম্যাচের আগে সেটা কী করে সামলাবেন, এ সব দিকে নজর রাখবেন পিটার্স। যাঁর সম্পর্কে হজসন বলেন, “পিটার্স একজন অভিজ্ঞ ডাক্তার। লিভারপুলের সঙ্গে উনি অনেক দিন কাজ করছেন। আমি ভাগ্যবান যে উনি আমার প্রস্তাবটা মেনে নিয়েছেন।”

ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের সরকারি ঘোষণা যা-ই হোক না কেন, ব্রিটিশ প্রচারমাধ্যম অন্য জল্পনায় মেতে। তাদের মতে এই মনোবিদের আসল কাজ হবে টাইব্রেকারের আগে দলকে প্রস্তুত করা। সাম্প্রতিক কালে বহু বার টাইব্রেকার থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড। যদি এই বছরও ইংল্যান্ডের কোনও ম্যাচ টাইব্রেকারে যায়, তবে আগে থেকেই তার প্রস্তুতি সেরে নিতে চান হজসন। এবং শুধু অনুশীলনে ফুটবলারদের পেনাল্টি প্র্যাকটিস করিয়ে নয়। মানসিক ভাবেও তাঁদের শক্তি জোগাতে চান হজসন।

রয় হজসনের (ডান দিকে) টাইব্রেকার-উদ্বেগ কমাতে ব্রাজিল বিশ্বকাপে ইংল্যান্ডের সঙ্গে থাকছেন মনোবিদ স্টিভ পিটার্স (বাঁ দিকে)।

ফুটবল দুনিয়ার অন্যতম প্রবাদ হল, বিশ্বের সব বিখ্যাত ফুটবলারই পেনাল্টি মিস করেছে। কিন্তু ইংল্যান্ডের সেই ফাঁড়া যাতে কাটে, তার আগাম প্রস্তুতি সেরে নিতে চান হজসন। টাইব্রেকারে নামার আগে যাতে ফুটবলাররা ভয় না পায়, যাতে মাথা ঠান্ডা রাখতে পারে, তার উপরেই জোর দেবেন পিটার্স। ক্লাব ফুটবলেও ইতিমধ্যে চালু হয়েছে এই অভিনব প্রথা। চেলসি ও এসি মিলানের মতো ইউরোপের হেভিওয়েট ক্লাবে রয়েছে ‘মাইন্ড রুম।’ যেখানে ফুটবলারদের মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য তাঁদের ম্যাচের রিপ্লে দেখানো হয়।

শুধুমাত্র মনোবিদ নয়। ইংল্যান্ড ফুটবলারদের উৎসাহ দিতে তাঁদের স্ত্রী ও বান্ধবীদেরও ব্রাজিলের টিকিট কাটার অনুমতি দিয়েছেন হজসন। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে পর্তুগালে প্রস্তুতি শিবির করতে চলেছেন হজসন। যার পরেই ইকুয়েডর ও হন্ডুরাসের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে মায়ামি উড়ে যাবে ইংল্যান্ড। যেখানে ফুটবলাররা নিজেদের স্ত্রী ও বান্ধবীদের নিয়ে যেতে পারেন। এমনকী ব্রাজিলেও রুনি, জেরারদের সঙ্গে থাকতে পারবেন তাঁদের সঙ্গিনীরা।

এ দিন আবার ইংল্যান্ডের চূড়ান্ত বিশ্বকাপ দলে কে কে থাকতে পারেন, তারও একটা নীল নকশা তৈরি করে ফেললেন হজসন। স্ট্রাইকারদের মধ্যে ব্রাজিল যেতে পারেন ওয়েন রুনি, ড্যানিয়েল স্টারিজ, রিকি ল্যাম্বার্ট ও ড্যানি ওয়েলবেক। মাঝমাঠে জেরার ছাড়াও জর্ডান হেন্ডারসন, জ্যাক উইলশেয়ার, অ্যাডাম লাল্লানা, মাইকেল ক্যারিক ও অ্যালেক্স অক্সলেড চেম্বারলেন।

fifa world cup england roy hodgson
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy