Advertisement
E-Paper

টুকরো খবর

প্রতিপক্ষ ছিল বেঙ্গালুরু। কিন্তু চিন্নাস্বামীতে দাঁড়িয়ে মচকানো গোড়ালি নিয়ে আসল যুদ্ধটা সুদূর কলকাতায় নাইটদের সঙ্গে লড়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু ২৮ বলে ৪৯ রানের ধমাকা সত্ত্বেও দ্বিতীয় স্থানের লড়াইটা হেরে গেলেন নেট রান রেটে। ইউসুফ পাঠান-ঝড়ে সব হিসাব গোলমাল হয়ে গেল চেন্নাই অধিনায়কের। তবে টানা তিন ম্যাচে হারের হ্যাটট্রিক ভেঙে আজ ফের জয়ে ফিরল চেন্নাই। বেঙ্গালুরুতে বিরাট কোহলিদের ১৫৪ রানের জবাবে আট উইকেটে জিতে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট-সহ চেন্নাই প্লে অফে।

শেষ আপডেট: ২৫ মে ২০১৪ ০৩:৩২

ধোনি ধমাকা, তবু অধরা দুই
সংবাদ সংস্থা • বেঙ্গালুরু


অভিনন্দন। জাতীয় দলের ক্যাপ্টেনের দিকে হাত বাড়িয়ে দিলেন ম্লান কোহলি। শনিবার।

প্রতিপক্ষ ছিল বেঙ্গালুরু। কিন্তু চিন্নাস্বামীতে দাঁড়িয়ে মচকানো গোড়ালি নিয়ে আসল যুদ্ধটা সুদূর কলকাতায় নাইটদের সঙ্গে লড়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু ২৮ বলে ৪৯ রানের ধমাকা সত্ত্বেও দ্বিতীয় স্থানের লড়াইটা হেরে গেলেন নেট রান রেটে। ইউসুফ পাঠান-ঝড়ে সব হিসাব গোলমাল হয়ে গেল চেন্নাই অধিনায়কের। তবে টানা তিন ম্যাচে হারের হ্যাটট্রিক ভেঙে আজ ফের জয়ে ফিরল চেন্নাই। বেঙ্গালুরুতে বিরাট কোহলিদের ১৫৪ রানের জবাবে আট উইকেটে জিতে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট-সহ চেন্নাই প্লে অফে। যুবরাজ সিংহের (২৪ বলে ২৫) সঙ্গে বিরাট কোহলির (৪৯ বলে ৭৩) পার্টনারশিপটা বাদ দিলে বেঙ্গালুরু ব্যাটিং এ দিন ব্যর্থ। বিশেষ করে টানা বারো ম্যাচ ডাগআউটে বসে কাটানো আশিস নেহরাকে নামিয়ে ধোনি যে ফাটকাটা খেলেন, সেটা দারুণ লেগে যায়। কোহলি, এবি ডিভিলিয়ার্স-সহ ৩৩ রানে ৩ উইকেট নিয়ে বেঙ্গালুরুকে ভাঙার কাজটা করে দিয়ে যান নেহরা। সবুজায়নের প্রচারে সবুজ জার্সি পরে নামা বেঙ্গালুরুর বিরুদ্ধে চেন্নাইয়ের ছন্দ শুরুতেই গড়ে দেন ডোয়েন স্মিথ। ১৭ বলে ৩৪ রান করে। ওপেনে করে ফাফ দু’প্লেসি অপরাজিত থাকেন ৫৪ রানে।

বাতিল ক্লাবদের শেষ সুযোগ জুনের শুরুতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

ক্লাব লাইসেন্সিং পরীক্ষায় ফেল করা চার আই লিগ ক্লাব শেষ লাইফ লাইন পাবে জুনের প্রথম সপ্তাহে। ফেডারেশন ওই সময়ই অ্যাপিল কমিটির সভা ডেকেছে। চার্চিল ব্রাদার্স, ইউনাইটেড স্পোটর্স, রাংদাজিদ এবং মহমেডানকে আই লিগ এবং ফেড কাপ খেলা থেকে ছাঁটাই করে দিয়েছে ফেডারেশন। কোনও দলই এএফসি নির্ধারিত লাইসেন্সিং পরীক্ষায় পাস করতে পারেনি। কেন তাদের বাদ দেওয়া হল তা নিয়ে চাপান-উতোর অব্যাহত। ফেডারেশনের নিয়মানুযায়ী সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ক্লাবগুলিকে আবেদন করতে হবে অ্যাপিল কমিটির কাছে। দু’লাখ টাকা ফি দিয়ে। এবং তা করতে হবে ৩০ মে-র মধ্যে। আই লিগের সিইও সুনন্দ ধর বললেন, “জুন মাসের প্রথম সপ্তাহে অ্যাপিল কমিটির সভা ডাকা হচ্ছে। সেখানেই সিদ্ধান্ত হবে, ক্লাবগুলি ফেডারেশন পরিচালিত কোনও টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে কি না। অবশ্য যদি ক্লাবের আবেদন করে।”

আইএফএ-র প্রতিশ্রুতি

রেফারিদের বকেয়া দশ লাখ টাকার একটা অংশ জুনের প্রথম সপ্তাহে দেওয়ার প্রতিশ্রুতি দিল আই এফ এ। শনিবার রেফারিদের সঙ্গে আলোচনায় সচিব উৎপল গঙ্গোপাধ্যায় এই প্রতিশ্রুতি দেন। সিআরএ রেফারিদের মানোন্নয়নের জন্য প্রতি বছর সেমিনার, ক্লাস ও নানা ইভেন্টের আয়োজন করে। সেই খরচ ব্যাক্তিগতভাবে দেওয়ার প্রতিশ্রুতিও দেন উৎপলবাবু।

ভারতের হার

কল্যাণীতে অনূর্ধ্ব ১৬ এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারল ভারতের যুব দল। গৌতম ঘোষের দল হেরে গেল ১-২ গোলে ইন্দোনেশিয়ার ফ্রেঞ্জ ইউনাইটেডের কাছে। প্রথম এগিয়ে গিয়েও দ্বিতীয়ার্ধের শেষ পর পর দু’টি গোল হজম করে ভারত।

চ্যাম্পিয়ন স্নেহাশিস এবং শ্রেয়া

পশ্চিমবঙ্গ টিটি সংস্থা আয়োজিত কল্যাণ-জয়ন্ত মেমোরিয়াল চ্যাম্পিয়নশিপে ছেলেদের বিভাগে জয়ী হল স্নেহাশিস ভট্টাচার্য। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন শ্রেয়া ঘোষ। যুব বিভাগে চ্যাম্পিয়ন সুরজিৎ দাস এবং রুপসা ভট্টাচার্য। অন্যান্য বিভাগে জেতে সৌভিক বন্দ্যোপাধ্যায়, সুরভি পাটওয়ারি, সৌম্যদীপ ঘোষ, প্রাপ্তি সেন, ঋষভ দে, অনন্যা সাঁতরা, অঙ্কিত সেন চৌধুরি ও ঈষিকা ইন্দ্র।

অন্য খেলায়

হুগলির ভান্ডারহাটি যোগা নেচারোপ্যাথি ও স্বাস্থ্যমন্দিরের সারা বাংলা যোগব্যায়াম চ্যাম্পিয়নশিপ আজ রবিবার। বৃন্দাবন নাট্য মঞ্চে।


ইস্টবেঙ্গল তাঁবুতে বিশ্বকাপের বল। শনিবার। ছবি: শঙ্কর নাগ দাস

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy