এক দিকে অবনমনের চিন্তা ভাবাচ্ছে। অন্য দিকে, গোদের ওপর বিষফোঁড়ার মতো এ বার মহমেডানের নতুন সমস্যা স্টপার লুসিয়ানো সাব্রোসার চোট।
ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হারের পর আই লিগ টেবিলের ১২ নম্বরে রয়েছেন পেন-জোসিমাররা। এ বার সঞ্জয় সেনের সমস্যার তালিকায় যুক্ত হলেন লুসিয়ানো।
আগামী শনিবার মহমেডানের প্রতিপক্ষ ডেম্পো। কিন্তু তার আগে লুসিয়ানোর দলে ফেরা প্রশ্নের মুখে। ইস্টবেঙ্গল ম্যাচে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে হয় লুসিয়ানোকে। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী, প্রায় দু’সপ্তাহ লাগবে চোট সারতে। তার আগে অনুশীলনে যোগ দিতে পারবেন না মহমেডানের ব্রাজিলীয় ডিফেন্ডার।
যদিও লুসিয়ানো নিজে বলছেন, “এক সপ্তাহের মধ্যেই আবার নিজেকে ফিট করে তুলতে চাই। চেষ্টা করব দলের প্রয়োজনে মাঠে নামার।”
দলের এক নম্বর ডিফেন্ডারের চোটের খবরে স্বভাবতই হতাশ মহমেডান কোচ সঞ্জয় সেন। বলছেন, “ডাক্তার জানিয়েছেন যে দু’সপ্তাহের আগে মাঠে নামতে পারবে না লুসিয়ানো। ডেম্পোর বিরুদ্ধে হয়তো ওকে বাইরে রেখেই অঙ্ক কষতে হতে পারে।” শুধু মাত্র লুসিয়ানো নয়। চোটের তালিকায় যোগ হলেন জোসিমারও। কিন্তু সাদা-কালোর ব্রাজিলীয় স্ট্রাইকারের চোট অতটা গুরুতর নয়। তিন দিনের মধ্যেই অনুশীলনে যোগ দিতে পারবেন তিনি।