Advertisement
E-Paper

ডনের এক রেকর্ড ভেঙে অন্য রেকর্ডের পিছনে সঙ্গকারা

দু’দিনে দুটো রেকর্ড কুমার সঙ্গকারার। শুক্রবার টপকে গিয়েছিলেন দ্রাবিড়কে। পরের দিনই আরও একটা মাইলস্টোনে পৌঁছে গেলেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে কেরিয়ারের দশম ডাবল সেঞ্চুরি করার পথে ডন ব্র্যাডম্যানের ৬৬ বছরের রেকর্ড ভেঙে দেন শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৪ ০৩:১৪
দশ নম্বর ডাবল সেঞ্চুরি করে। শনিবার গলে। ছবি: রয়টার্স

দশ নম্বর ডাবল সেঞ্চুরি করে। শনিবার গলে। ছবি: রয়টার্স

দু’দিনে দুটো রেকর্ড কুমার সঙ্গকারার। শুক্রবার টপকে গিয়েছিলেন দ্রাবিড়কে। পরের দিনই আরও একটা মাইলস্টোনে পৌঁছে গেলেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে কেরিয়ারের দশম ডাবল সেঞ্চুরি করার পথে ডন ব্র্যাডম্যানের ৬৬ বছরের রেকর্ড ভেঙে দেন শ্রীলঙ্কার তারকা ব্যাটসম্যান।

চতুর্থ দিনের খেলায় ১৯১ রানে পৌঁছনোর পরই সঙ্গা টেস্টের ইতিহাসে সবচেয়ে বেশি (১৩টি) ১৯০ বা তার বেশি স্কোর করার রেকর্ড করে ফেলেন। ভেঙে দেন ব্র্যাডম্যানের ১২টি ১৯০ বা তার বেশি টেস্ট রানের নজির। শেষ পর্যন্ত ২২১ রানে থামলেও ততক্ষণে টেস্টের ডাবল সেঞ্চুরি ক্লাবে ব্রায়ান লারাকে টপকে দু’নম্বরে উঠে এসেছেন সঙ্গা। যে তালিকায় শীর্ষে ব্র্যাডম্যানই। ১২টি শতরান নিয়ে। পরে সঙ্গকারা বলেন, “ডনকে কেউ ছুঁতে পারবে না। আমি যে ডনের থেকে দুটো সেঞ্চুরি দূরে পৌঁছতে পেরেছি তাতে খুব খুশি। হয়তো ডনের কাছাকাছি যাওয়ার এই একটাই উপায় রয়েছে।”

শুক্রবারই ৩৭তম টেস্ট শতরান করে রাহুল দ্রাবিড়কে টপকে গিয়েছিলেন সঙ্গা। তবে এ দিন সকালে অবশ্য জুনেইদ খানের প্রথম বলেই বিপদে পড়ে গিয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান। কিন্তু আব্দুর রহমান ক্যাচ ফস্কান। সেই সুযোগে ৩৬ বছর বয়সি ১২৭ তম টেস্টে ব্যাটিং গড় ৫৯ করে ফেলেন। যা বর্তমান টেস্ট প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ। পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে ওঠা নিয়ে সঙ্গা বলেন, “আমার প্রথম ডাবল সেঞ্চুরিও পাকিস্তানের বিরুদ্ধে লাহৌরে। তার পর থেকে ওদের বিরুদ্ধে রানের একটা তাগিদ থাকে। হয়তো আমি বাঁ-হাতি ব্যাটসম্যান সেটাই কারণ। বা স্পিনাররা আমার বিরুদ্ধে বল করতে একটু সমস্যায় পড়ে।” সঙ্গে যোগ করেন, “ভাগ্যও সঙ্গে দিয়েছে বলতে হবে। আমার ক্যাচ ফস্কানোটা সাহায্য করেছে। অনেক সময় ব্যাটসম্যান হিসেবে একটা বোলিং আক্রমণের বিরুদ্ধে এক রকম ছন্দ এসে যায়। পাকিস্তানের বিরুদ্ধেও হয়তো সেটাই হয়েছে।”

পাকিস্তানের প্রথম ইনিংসে ৪৫১ রানের জবাবে সঙ্গার ব্যাটিংয়ে ভর করে শ্রীলঙ্কা ৫৩৩-৯ তুলে ডিক্লেয়ার্ড করে দেয়। চতুর্থ দিনের শেষে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে স্কোর ৪-১।

galle don bradman record broken kumar sangakara
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy