Advertisement
১৬ মে ২০২৪
আইপিএল যজ্ঞে নেমে পড়লেন শাহরুখ-সচিন

নাইট সংসারে এ বার ধোনির বিশ্বজয়ী দলের মোটিভেটর

এক জন অবসর নেওয়ার পরেও নিজের টিমের ‘আইকন’ হিসেবে থেকে যাচ্ছেন আইপিএল মানচিত্রে। আর এক জন টিম মালিক হিসেবে তাঁর পুরনো ভূমিকা পালন করতে নেমে পড়েছেন নতুন উৎসাহ নিয়ে। সচিন তেন্ডুলকর এবং শাহরুখ খান— সপ্তম আইপিএলে মাঠে নামবেন না কেউই, কিন্তু টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে আইপিএল শিরোনাম তাঁদের ঘিরেই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০১৪ ০৩:২৬
Share: Save:

এক জন অবসর নেওয়ার পরেও নিজের টিমের ‘আইকন’ হিসেবে থেকে যাচ্ছেন আইপিএল মানচিত্রে। আর এক জন টিম মালিক হিসেবে তাঁর পুরনো ভূমিকা পালন করতে নেমে পড়েছেন নতুন উৎসাহ নিয়ে। সচিন তেন্ডুলকর এবং শাহরুখ খান— সপ্তম আইপিএলে মাঠে নামবেন না কেউই, কিন্তু টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে আইপিএল শিরোনাম তাঁদের ঘিরেই।

আইপিএল সেভেনে নতুন সংসার গোছানোর কাজ শুরু করে দিয়েছে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি। পিছিয়ে নেই শাহরুখের কলকাতা নাইট রাইডার্সও। মঙ্গলবারই আবু ধাবি উড়ে গিয়েছেন নাইটরা। এবং টুর্নামেন্ট শুরুর আগে টিমকে তাতানোর জন্য নিয়ে আসা হচ্ছে বিখ্যাত অ্যাডভেঞ্চারার মাইক হর্নকে। সেই হর্ন, যিনি ভারতের ২০১১ বিশ্বকাপজয়ী টিমের মোটিভেটর ছিলেন। দক্ষিণ আফ্রিকান টিমের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর। এ বার তিনি তাঁর জীবনের রোমাঞ্চকর অভিজ্ঞতার কাহিনি শোনাবেন গৌতম গম্ভীরদের। হর্ন-প্রসঙ্গে কেকেআর সিইও বেঙ্কি মাইসোর বলেছেন, “এ বারের টিমটা তুলনায় বেশ নতুন, তাই মাইক হর্নকে নিয়ে এসে টিমটাকে আরও সংঘবদ্ধ করতে চাই। হর্নের তত্ত্বাবধানে টিম বিল্ডিং এক্সারসাইজ, টিম বন্ডিং তো হবেই। উনি সবাইকে মোটিভেটও করতে পারবেন।”

আইপিএল যজ্ঞে শাহরুখ-সচিন। সবিস্তার...

ঠাসা সূচির কারণে হর্ন অবশ্য বেশি দিন নাইটদের সঙ্গে থাকতে পারবেন না। প্রথম ম্যাচের আগে চার থেকে পাঁচ দিন টিমের সঙ্গে কাটাবেন তিনি। বেঙ্কি মাইসোর বলছেন, “বহু অ্যাথলিট এবং স্পোর্টস টিমের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে হর্নের। কয়েক জন প্লেয়ারও ওঁর খুব প্রশংসা করছিল। কেকেআরে হর্নের ভূমিকা নিয়ে আমরা সবাই উত্তেজিত।”

যে উত্তেজনার রেশ ছড়িয়ে পড়েছে প্লেয়ারদের মধ্যেও। উনিশ বছরের ‘চায়নাম্যান’ স্পিনার এবং অন্যতম নতুন নাইট কুলদীপ যাদব যেমন তাঁর প্রথম আইপিএল নিয়ে প্রচণ্ড উচ্ছ্বসিত। কেকেআর যে তাঁর শিরায়-উপশিরায় ঢুকে গিয়েছে, গত কয়েক দিন তাঁর টুইটেই প্রমাণিত। জিম করার একটি ছবিও এ দিন টুইট করেন কুলদীপ। যা দেখে যথেষ্ট প্রভাবিত নাইট মালিক শাহরুখ পাল্টা টুইট করেন, ‘চালিয়ে যাও...আরও দ্রুত হও, আরও লড়াই করো, আরও শক্তিশালী হও।’

স্বয়ং শাহরুখের কাছ থেকে ‘পেপ টক’ পেয়ে উচ্ছ্বসিত কুলদীপ প্রায় সঙ্গে সঙ্গেই উত্তর দেন, ‘অনেক ধন্যবাদ স্যর। আপনার ভালবাসা আর আশীর্বাদ আমাদের প্রমাণ করতে সাহায্য করবে যে, কেকেআরই আমাদের জন্য সেরা পরিবার।’

‘পরিবারের’ বাকি সদস্যরাও ফের একসঙ্গে থাকা নিয়ে যথেষ্ট উত্তেজিত। কেকেআর সিইও বেঙ্কি মাইসোর যেমন বলেছেন, “আবু ধাবি যাচ্ছি কেকেআরের সঙ্গে যোগ দিতে। খুব এক্সাইটেড লাগছে। নতুন মরসুম শুরু করতে চলেছি আমরা। ঈশ্বর চাইলে আমরা ভাল করব।” নাইটদের নতুন ব্যাটিং পরামর্শদাতা এবং বাংলার প্রাক্তন কোচ ডব্লিউ ভি রামনও তাঁর সঙ্গে গলা মিলিয়ে বলছেন, “আরব আমিরশাহি যাচ্ছি। খুব মজা হবে এ বার। সঙ্গে থাকবে দারুণ ক্রিকেট।” নাইট পরিবারের নতুন হাই-প্রোফাইল সদস্য রবিন উত্থাপা আবার মজেছেন নাইট মালিকে। কেকেআরের নতুন জার্সি পরে মণীশ পাণ্ডের সঙ্গে ছবি টুইট করে উত্থাপা বলেছেন, ‘আজ কেকেআরের সঙ্গে প্রথম বার শু্যটিং করলাম। এই পরিবারের উষ্ণতা সত্যি অভিভূত করার মতো। এসআরকে-র সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’ আবু ধাবি যাওয়ার আগে শাহরুখ, নাইট অধিনায়ক গৌতম গম্ভীর, উত্থাপা আর মণীশ শু্যটিং করে ফেললেন নতুন জার্সি পরে।

নাইট পরিবারে যখন নতুন জার্সি ঘিরে উত্তেজনা, মুম্বই ইন্ডিয়ান্স তখন ডুবে পুরনো জার্সির নস্ট্যালজিয়ায়। আরও ভাল করে বললে, পিঠে দশ নম্বর আঁকা বিশেষ একটা জার্সি। আধ ডজন বছর ধরে যে জার্সির মালিক ছিলেন সচিন তেন্ডুলকর। গত বছর ইডেনে ফাইনাল জিতে উঠে সচিন বলে দিয়েছিলেন, টি-টোয়েন্টি থেকে অবসর নিতে চলেছেন। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির পর তাঁর দশ নম্বর জার্সিটা তুলে রাখার ঘোষণা করে দেয় মুম্বই। এ দিন সচিনকে মুম্বই টিমের ‘আইকন’ ঘোষণা করার পাশাপাশি তাঁর জার্সিটাও আবার ফিরিয়ে আনল মুম্বই। তা-ও অভিনব ভাবে। হরভজন সিংহ, প্রজ্ঞান ওঝা-সহ টিমের সবাই হাজির হন ‘তেন্ডুলকর’ লেখা দশ নম্বর জার্সি পরে!

“মুম্বই ইন্ডিয়ান্স আইকন হিসেবে সচিনকে পেয়ে আমরা খুব খুশি। ওর কাছাকাছি থেকে ওর ক্রিকেট-পরামর্শ নেওয়ার সুযোগটা নিশ্চয়ই উপভোগ করবে টিমের তরুণরা। মুম্বই ইন্ডিয়ান্স ভক্তরাও খুব খুশি হবে,” এ দিন এক বিবৃতিতে বলেছেন টিম মালকিন নীতা অম্বানী। ২০০৮ সালে আইপিএলের সূচনা থেকেই মুম্বইয়ের আইকন প্লেয়ার ছিলেন সচিন। এ বার প্লেয়ার নন, তিনি থাকবেন শুধু আইকন হিসেবে। যা নিয়ে নীতা বলেছেন, “টিম গঠনের সময় থেকেই মুম্বই ইন্ডিয়ান্সের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমাদের সঙ্গে থেকেছে সচিন। টিমের অনুপ্রেরণার রসদ জুগিয়েছে। গত বার আইপিএল আর চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি ওকে উৎসর্গ করে ওকে যোগ্য বিদায়-সম্মান দিতে পেরে দারুণ লাগছে।”

সচিন নিজেও পুরনো টিমের সঙ্গে থাকতে পেরে খুশি। “প্রথম দিন থেকে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ছিলাম। সেই সম্পর্কটা রেখে যেতে পারায় আমি উচ্ছ্বসিত। এই মরসুমটা আমার জন্য অন্য রকম একটা অভিজ্ঞতা হতে চলেছে। টিমের প্রতিভাবান তরুণদের সঙ্গে কাজ করতে পারব ভাবলে খুব উত্তেজিত লাগছে,” বলেছেন সচিন। নতুন ভূমিকায় তাঁকে পেয়ে সচিন-ভক্তরাও উত্তেজিত। মুম্বই ইন্ডিয়ান্সের ফেসবুক পেজে সচিনের প্রত্যাবর্তনের খবর ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যে সেই পোস্টে ‘লাইক’-এর সংখ্যা তাঁর মোট ওয়ান ডে রানের হিসেব ছাড়িয়ে গিয়েছে— ১৯,৫১৮!

প্রত্যাবর্তনের স্বপ্ন

আইপিএল সেভেনকে জাতীয় দলে প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে দেখছেন ইরফান পাঠান। সানরাইজার্স হায়দরাবাদের নতুন সদস্য বলেছেন, “আমার লক্ষ্য অবশ্যই ২০১৫ বিশ্বকাপ খেলা। তবে তার আগে অনেক ম্যাচ আছে। জাতীয় দলে নিজের জায়গা ফিরে পাওয়াটা আমার প্রধান লক্ষ্য।” আইপিএল সেভেন নিয়ে ইরফানের বক্তব্য, “ভিভিএস লক্ষ্মণের পরামর্শ পাব আমরা। মনে হয় হায়দরাবাদের জার্নিটা ভাল হবে। আশা করছি আরও উপরের দিকে ব্যাট করার সুযোগ পাব এখানে।” ২৯ বছরের সুইং বোলার আরও বলেছেন, “একটা সময় নিজের শরীরের কথা শুনতাম না। এখন এতগুলো চোটের ধাক্কার পর এখন বুঝেছি রিকভারি সেশন কত জরুরি।”

টিকিট-দুর্নীতি

আইপিএল সেভেন নিয়ে আরব আমিরশাহিতে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে, একটি ওয়েবসাইট নির্দিষ্ট দামের চেয়ে অনেক বেশি অঙ্কে বিক্রি করছে আইপিএল ম্যাচের টিকিট। আশি দিরহামের টিকিট বিক্রি হচ্ছে দেড় হাজার দিরহামে! টিকিট নিয়ে এই দুর্নীতি আটকানোর চেষ্টার মধ্যেই আরবশাহি পর্বের এক লক্ষতম টিকিট বিক্রি হয়ে গেল গত মঙ্গলবার। ১৬ থেকে ৩০ এপ্রিল আমিরশাহির প্রায় সব ম্যাচই হাউসফুল হবে বলে আশা করছে ভারতীয় বোর্ড।

দিল্লির স্পিন-ক্লাস

আট ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে দিল্লি ডেয়ারডেভিলসের স্পিন বিভাগই হয়তো সবচেয়ে দুর্বল। আর তাই শিবিরের প্রথম দিনই দুই স্পিনার রাহুল শর্মা আর শাহবাজ নাদিমকে নিয়ে বিশেষ ক্লাস করলেন কোচ গ্যারি কার্স্টেন। সঙ্গে ছিলেন বোলিং কোচ এরিক সিমন্সও। কার্স্টেন অবশ্য স্পিন বিভাগ নিয়ে বেশ আত্মবিশ্বাসী। “মনে হয় না আমাদের তিন বিশেষজ্ঞ স্পিনারের দরকার আছে। দু’জনই তো যথেষ্ট। জাঁ পল দুমিনি এখন অন্যতম প্রধান স্পিনার,” বলেছেন তিনি। বীরেন্দ্র সহবাগকে দিল্লিতে না রাখার প্রসঙ্গে কার্স্টেন বলেছেন, “জানি না সিদ্ধান্তটা ঠিক না ভুল। আমরা ঠিক করেছিলাম পুরনো দলের কাউকেই রাখা হবে না।” এ দিন দিল্লিতে ডেয়ারডেভিলস প্র্যাক্টিসে ছিলেন লক্ষ্মীরতন শুক্ল-সহ বাংলার অন্যান্য ক্রিকেটাররাও।

বিনোদনের আইপিএল

সপ্তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে তাঁর নতুন ফিল্ম ‘হ্যাপি নিউ ইয়ার’-এর ট্রেলার রিলিজ করতে পারেন শাহরুখ খান। গত বছর আইপিএলের সময়ও তাঁর ‘চেন্নাই এক্সপ্রেস’-এর প্রোমো রিলিজ করেন নাইট মালিক। ১৬ এপ্রিল আইপিএল শুরু হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ipl shah rukh sachin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE