Advertisement
E-Paper

নেইমারই বিশ্বকাপ জেতাবে, বলছেন বড় রোনাল্ডো

বিশ্বকাপ শুরুর দু’দিন আগেই নেইমার-দ্যুতি দেখার প্রত্যাশায় রাত জাগতে শুরু করেছে ব্রাজিল। মাঠে এখনও বল গড়ায়নি। তার আগেই এমন একজন প্রাক্তনের মুগ্ধতার আশীর্বাদ পেয়ে গেলেন ব্রাজিল তারকা যা তাঁর দেশের মাঠে উদ্বুদ্ধ হওয়ার পক্ষে যথেষ্ট।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুন ২০১৪ ০৩:২৩
কোথায় চাপ? প্র্যাকটিসে দিব্যি হাসিখুশি থিয়াগো-নেইমার।

কোথায় চাপ? প্র্যাকটিসে দিব্যি হাসিখুশি থিয়াগো-নেইমার।

বিশ্বকাপ শুরুর দু’দিন আগেই নেইমার-দ্যুতি দেখার প্রত্যাশায় রাত জাগতে শুরু করেছে ব্রাজিল।

মাঠে এখনও বল গড়ায়নি। তার আগেই এমন একজন প্রাক্তনের মুগ্ধতার আশীর্বাদ পেয়ে গেলেন ব্রাজিল তারকা যা তাঁর দেশের মাঠে উদ্বুদ্ধ হওয়ার পক্ষে যথেষ্ট।

“নেইমারকে দেখে আমার নিজের প্রথম বিশ্বকাপ খেলার কথা মনে পড়ছে। অসাধারণ ছেলে। দারুণ ফুটবলার। আমার মনে হচ্ছে এ বারের বিশ্বকাপে ওই এক নম্বর তারকা হবে,” বলে দিয়েছেন ফিফার বিচারে তিন-তিনবার বিশ্বসেরা ফুটবলার রোনাল্ডো। সঙ্গে দু’দুবার কাপ জেতা প্রাক্তনের মন্তব্য, “নেইমার প্রতিদিন আরও আরও ভাল খেলবে। গোল করবে এবং এ বার বিশ্বকাপ জিতবে ব্রাজিলই।”

সাও পাওলোতে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার স্কোলারি ব্রিগেড নামছে কাপ জয়ের লক্ষ্যে। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের নিয়ে বিমান নেমে গিয়েছে সবুজ-হলুদের দেশে। আর সাম্বার দেশের ফুটবল পাগল জনতা ক্ষোভ-বিক্ষোভের মাঝেও নেমে পড়ছে ‘ওয়ান্ডার কিড’ নেইমারের বন্দনায়। মেসি-রোনাল্ডোদের যে চাপ নেই, নিজের দেশে খেলা বলে নেইমারের উপর সেই চাপ অনন্ত। ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা গোলদাতা রোনাল্ডো তাকে গুরুত্ব দিতে নারাজ। “নেইমার খুব ঠান্ডা প্রকৃতির ছেলে। প্রতিদিন ও খেলার উন্নতি করছে। আমি নিশ্চিত এই চাপ ও সামলে নেবে,” বলে দিয়েছেন চাপ নিয়ে ব্রাজিলকে বহু ম্যাচ জেতানোর নায়ক।

বার্সেলোনার জার্সিতে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে ১৩ গোল করেছেন নেইমার। ১১টি গোলের পাস বাড়িয়েছেন। দেশের জার্সি গায়ে কি সেই বিচ্ছুরণ দেখা যাবে তাঁর পা থেকে? রোনাল্ডো যেখানে শেষ করেছেন সেখানেই যেন শুরু করেছেন তাঁর সতীর্থ ফ্রেড। “নেইমার এ বারের ব্রাজিল টিমের আসল তারকা। নেইমার সেই ধরনের তারকা যে, যে-কোনও ম্যাচে পার্থক্য গড়ে দেওয়ার ক্ষমতা রাখে।” শুক্রবার সাও পাওলোতে সার্বিয়ার বিরুদ্ধে জিতেছে ব্রাজিল। একমাত্র গোলদাতা ছিলেন ফ্রেড। স্কোলারির টিমের স্ট্র্যাটেজি-পরিকাঠামোর অন্যতম হোতাও ফ্রেড। নেইমারের সঙ্গে প্রস্তুতি ম্যাচের যাঁর নামে স্টেডিয়ামে স্লোগান দিয়েছে ব্রাজিল জনতা। সেই ফুটবলারের গলাতেও নেইমার বন্দনা। “যে দিন আমাদের সব কিছু ভুল হয়, সে রকম খারাপ দিনেও আমরা সব বল নেইমারকে দেওয়ার চেষ্টা করি। কারণ বল পেলেই ও কাজের কাজটা করে দিতে পারে।”

ফ্যান ফেস্টে খোশমেজাজ রোনাল্ডোরও।

স্কোলারি কোচ হয়ে আসার পর ফ্রেডকে সামনে ব্যবহার করছেন। নেইমারের ঠিক সামনে। গোলও পাচ্ছেন ফ্রেড। “ঈশ্বরকে ধন্যবাদ স্কোলারি আমাকে সেন্টার ফরোয়ার্ড হিসাবে ব্যবহার করছেন। উনি আমার উপর আস্থা রেখেছেন। সামনের দিকে এগোতে বলছেন। বিপক্ষের উপর চাপ তৈরি করে নেইমার আর হাল্কের জন্য জায়গা করে দিতে বলছেন। সেটাই আমি করার চেষ্টা করছি। গোল করারও চেষ্টা করছি। সার্বিয়ার বিরুদ্ধে গোলটা গুরুত্বপূর্ণ। গোলটা না করলে তো আপনারা আমার সাক্ষাৎকার নিতেই আসতেন না,” মজা করে বলেছেন নেইমারের সতীর্থ।

ব্রাজিলের প্রস্তুতি ম্যাচ দেখে সে দেশের সমর্থকরা যতই হতাশ হয়ে পড়ুন তাকে গুরুত্ব দিতে নারাজ ফ্রেড। বলে দিয়েছেন, “ভুলত্রুটি হয়তো কিছু হয়েছে। কিন্তু গত সপ্তাহে দু’টি অনুশীলন ম্যাচ খেলেছি। দু’টোই জিতেছি। বৃহস্পতিবারের ম্যাচ জেতার জন্য এখন প্রস্তুত হচ্ছি। এখন আমরা প্রতিযোগিতায় নামতে যাচ্ছি।”

ব্রাজিল নিয়ে ফ্রেড যেমন আশাবাদী তেমনই নিজের দেশের ফুটবল বিশ্বকাপ ঠিকমতো সংগঠন হবে বলে নিশ্চিত রোনাল্ডো। “বিশ্বের সবচেয়ে বড় ফুটবল ইভেন্ট আমাদের দেশে হচ্ছে। এত দিন বিশ্বের মানুষ আমাদের চিনত ফুটবলের দেশ হিসাবে। এ বার দেখবে আমাদের সংস্কৃতি, সংগঠন। এটা দুর্দান্ত সুযোগ নিজেদের চেনানোর।”

নেইমারের আলোয় ভর করে কাপ জেতার স্বপ্ন দেখার পাশাপাশি নিজেদের দেশে বিশ্বকাপ সংগঠন সুচারুভাবে করাটাও যে এখন ব্রাজিলিয়ানদের কাছে চ্যালেঞ্জ।

ব্রাজিল আপডেট

• মাঠে ফিরছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুধবার আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে।

• ব্রাজিলে পা রাখলেন বিশ্বচ্যাম্পিয়নরা। এ বার স্পেনের প্রস্তুতি শুরু কুরিটিবার কাজু বেস ক্যাম্পে।

• প্রস্তুতি ম্যাচে জামাইকাকে ৮-০ উড়িয়ে দিল ফ্রান্স। জোড়া গোল করে দুরন্ত ফর্মে করিম বেঞ্জিমা।

• নেদারল্যান্ডস অনুশীলনে ঝামেলা। প্রায় হাতাহাতি আর্জেন রবেন ও ব্রুনো ইন্ডির।

ছবি: রয়টার্স।

fifa world cup neymar ronaldo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy