Advertisement
E-Paper

নারিনের রহস্য একমাত্র সহবাগই ধরতে পারছে

একে আমিরশাহির তুমুল গরম, তার উপর স্পিন সহায়ক উইকেট। স্পিনাররা তো শিরোনামে থাকবেই। আইপিএলে অবশ্য এমনই প্রত্যাশা ছিল ওদের কাছ থেকে। দেখলেন তো, পঞ্জাবের ব্যাটিং দৈত্যরা কেমন চাওলা-নারিনদের সামনে গুটিয়ে গেল। তাম্বে, চাওলা, কর্ণ শর্মা, চাহাল, পটেল সবাই ভারতীয়। রহস্যময় সুনীল নারিনও এখন প্রায় ভারতীয়ই হয়ে গিয়েছে। ভারত যে স্পিনারদের স্বর্গ, সবাই জানে। এ দেশের শুকনো, ধুলোয় ভরা উইকেটকেই এ জন্য ধন্যবাদ দেওয়া উচিত।

রবি শাস্ত্রী

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৪ ০৩:১৫
শেখের রাজপ্রাসাদে  নাইটরা। মণীশ পাণ্ডে, সস্ত্রীক বিনয় কুমার, খোশ মেজাজে পাঠান ও স্ত্রীর সঙ্গে সাকিব। ছবি টুইটার

শেখের রাজপ্রাসাদে নাইটরা। মণীশ পাণ্ডে, সস্ত্রীক বিনয় কুমার, খোশ মেজাজে পাঠান ও স্ত্রীর সঙ্গে সাকিব। ছবি টুইটার

একে আমিরশাহির তুমুল গরম, তার উপর স্পিন সহায়ক উইকেট। স্পিনাররা তো শিরোনামে থাকবেই। আইপিএলে অবশ্য এমনই প্রত্যাশা ছিল ওদের কাছ থেকে। দেখলেন তো, পঞ্জাবের ব্যাটিং দৈত্যরা কেমন চাওলা-নারিনদের সামনে গুটিয়ে গেল।

তাম্বে, চাওলা, কর্ণ শর্মা, চাহাল, পটেল সবাই ভারতীয়। রহস্যময় সুনীল নারিনও এখন প্রায় ভারতীয়ই হয়ে গিয়েছে। ভারত যে স্পিনারদের স্বর্গ, সবাই জানে। এ দেশের শুকনো, ধুলোয় ভরা উইকেটকেই এ জন্য ধন্যবাদ দেওয়া উচিত।

স্পিনারদের মধ্যে অবশ্য এখন নারিন সবচেয়ে এগিয়ে। কেকেআরের চারটে ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজের এই তারকা স্পিনারই এক নম্বর। গড়, ইকনমি, উইকেট সংখ্যা সব দিক থেকেই। বছরের পর বছর ও এমন বোলিং করে যাচ্ছে, অথচ আজ পর্যন্ত ওর স্পিন-রহস্য সমাধান হল না! আইপিএলে তো আন্তর্জাতিক মানের কোচ, উপদেষ্টা, ভিডিও অ্যানালিস্টের অভাব নেই। তাঁরাও এত দিন ধরে নারিনের এই ম্যাজিক বলের রহস্য ধরতে পারেননি! অবশ্য যেখানে বিশ্বসেরা ব্যাটসম্যানরা ওর বলের রহস্য বুঝতে পারছে না, সেখানে ওঁরাই বা কী করবেন। তাই নারিনের চার ওভারে ব্যাটসম্যানদের হাত-পা বাঁধা থাকবে, এটা ধরে নিয়েই মাঠে নামে নাইটদের বিপক্ষ।

বনবন করে বল ঘোরাতে পারে, উইকেট থেকে উঁচু বাউন্স আদায় করে নিতে পারে এবং নিখুঁত বল করতে পারে, এ রকম স্পিনার অনেক আছে। কিন্তু নারিনের মতো ব্যাটসম্যানদের হাতের মুঠোয় রাখতে পারে ক’জন? তেমন কারও কথা মনে পড়ছে না। এমন ক্ষমতা শুধু এই ছেলেটারই আছে। শূন্যে ওর বলের গতিবিধি আন্দাজ করা খুবই কঠিন। বেশির ভাগ ব্যাটসম্যান ওর বিরুদ্ধে আগ্রাসন দেখানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত লড়াই ছেড়ে দিতে বাধ্য হয়েছে। ক্রিজে দাঁড়িয়ে স্পিন খেললে তো আর রান পাওয়া যায় না। কিন্তু নারিন ব্যাটসম্যানকে এটা করতে বাধ্য করে। আসলে ব্যাটসম্যানদের ওর হাতের পুতুল বানিয়ে ফেলতে পারে নারিন। এটাই ওর সবচেয়ে বড় শক্তি।

কম কথা বলে ছেলেটা। বলকেই বেশি কথা বলানোর চেষ্টা করে। ফলে কখনও নিজমুখে ওর বোলিং রহস্য ফাঁস করেনি নারিন। বেশির ভাগ ব্যাটসম্যান ওর এই রহস্য ধরতে না পারলেও এক জন বোধহয় কিছুটা হলেও পেরেছে। বীরেন্দ্র সহবাগের কথা বলছি। একমাত্র বীরু যে ওকে অন্যান্য বোলারদের মতো খেলে, তা নারিনকেই বলতে শুনেছি।

শনিবার রাতে দু’জন মুখোমুখি হয়েছিল। ষষ্ঠ ওভারে নারিন বল করতে আসার পর প্রথম বলেই বীরু ওকে তুলে মারল একেবারে মাঠের বাইরে। সেই ওভারে ১৪ রান দেওয়ার পর নারিনকে আর পরের ওভারে বলই দেয়নি গৌতম গম্ভীর। তা সত্ত্বেও অবশ্য নারিন শেষ করল তিন উইকেট নিয়ে। সহবাগ আউট হওয়ার পর সফল হল ও। পরের তিন ওভারে মাত্র দশ রান দিল। স্পিনের জাদুকর তার চেনা মঞ্চে ফিরল বীরু চলে যাওয়ার পরই। এ বারও আইপিএলের আকাশে প্রশ্নটা ভাসছে, নারিনের এই রহস্য কি কেউ সমাধান করতে পারবে? কেউ যদি তা পারে এবং সফল হয়, তা হলে দুনিয়ার সব ব্যাটসম্যানেরই মস্ত বড় উপকার করবে। ধাঁধা তো তৈরিই হয় সমাধানের জন্য। এই ধাঁধার জটই বা কেউ ছাড়াতে পারবে না কেন?

ipltag narine sehwag rabi shahtri
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy