Advertisement
E-Paper

প্রেমের যুদ্ধ জিতে এ বার শুরু ‘মিশন বিশ্বকাপ’

ইংরেজিতে ‘নো’। গোদা বাংলায় ‘না’। বর্ণবিদ্বেষ থেকে মোরিনহো, ইন্টার মিলান থেকে বার্সেলোনাফুটবল জীবনের সাপ-লুডোয় এই শব্দটাই বেশি বার শুনতে হয়েছে ইতালির ‘দুষ্টু ছেলে’ মারিও বালোতেলিকে। অবশেষে পেলে, রোমারিওদের দেশে পা দিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘ইয়েস’ শুনলেন সিজার প্রান্দেলির ‘সুপার মারিও’। ‘আজুরি’ (নীল জার্সি পরে খেলে বলে জাতীয় দলকে এই নামেই ডেকে থাকেন ইতালির সমর্থকরা)-দের গোলমেশিন এই ‘ইয়েস’ আবার যার-তার কাছে শোনেননি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০১৪ ০৩:৩৫

ইংরেজিতে ‘নো’। গোদা বাংলায় ‘না’।

বর্ণবিদ্বেষ থেকে মোরিনহো, ইন্টার মিলান থেকে বার্সেলোনাফুটবল জীবনের সাপ-লুডোয় এই শব্দটাই বেশি বার শুনতে হয়েছে ইতালির ‘দুষ্টু ছেলে’ মারিও বালোতেলিকে।

অবশেষে পেলে, রোমারিওদের দেশে পা দিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘ইয়েস’ শুনলেন সিজার প্রান্দেলির ‘সুপার মারিও’। ‘আজুরি’ (নীল জার্সি পরে খেলে বলে জাতীয় দলকে এই নামেই ডেকে থাকেন ইতালির সমর্থকরা)-দের গোলমেশিন এই ‘ইয়েস’ আবার যার-তার কাছে শোনেননি। কথাটা বলেছেন তাঁর বেলজিয়ান মডেল বান্ধবী ফ্যানি নেগিশা। গত শীতেও যার সঙ্গে দূরত্ব বেড়ে গিয়েছিল চব্বিশ বছরের এই ইতালীয় স্ট্রাইকারের।

এ বার দু’জনের প্রেমকাহিনিতে একদম ইউ টার্ন। বালোতেলির বিয়ের প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে দিলেন ফ্যানি। সেটাও আবার কখন? শনিবার মানাউসে বিশ্বকাপে ওয়েন রুনির ইংল্যান্ডের বিরুদ্ধে ইতালির প্রথম ম্যাচের চার দিন আগে। যে ম্যাচকে এখন থেকেই এই বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচ বলে চিহ্নিত করে রেখেছেন ফুটবল বিশেষজ্ঞরা। তবে কবে এবং কোথায় দু’জনের চার হাত এক হয়ে যাবে, তা নিয়ে কেউই কোনও উচ্চবাচ্য করেননি।

তবে মনের মানুষের জন্মদিনে তারকাকৃতি হিরের আংটি প্রদান এবং ফ্যানির প্রস্তাবে সাড়া দেওয়ার ঘটনা গোপন রাখেননি বালোতেলি স্বয়ং। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কেবল বান্ধবীকে প্রোপোজ করার ছবি পোস্ট করেই ক্ষান্ত হননি। সঙ্গে ফ্যানির অনামিকায় পরিয়ে দেওয়া নতুন আংটির ছবিও পোস্ট করে লিখেছেন, “শি সেড ইয়েস...আজ আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হ্যাঁ’ শুনলাম। লাভ ইউ অ্যান্ড হ্যাপি বার্থ ডে মাই ওয়াইফ।” যে কথার পরিপ্রেক্ষিতে ফ্যানির টুইট, “আজ রাতে জীবনের সেরা ‘ইয়েস’-টা বললাম। জন্মদিনে এটাই সেরা উপহার। আমার এক ও অদ্বিতীয় স্বামীকে আমি খুব ভালবাসি।”

তবে সোমবার রাতের ফ্যানি-বালো প্রেম কাহিনি নতুন নয়। গত বছর কনফেডারেশনস কাপেও ফ্যানিকে দেখা গিয়েছিল ব্রাজিলের গ্যালারিতে আজুরিদের নীল জার্সি পরে ইতালির জন্য গলা ফাটাতে। কিন্তু তার পরেই প্রেমের তাল কেটেছিল এই জুটির। এর আগে আর এক মডেল কন্যা রাফায়েলা ফিকোর সঙ্গে বালোতেলি চুটিয়ে প্রেম করার পর তা ভেঙে গিয়েছিল কন্যা সন্তান পিয়ার পিতৃত্ব স্বীকার নিয়ে। যা নিয়ে আদালত, ডিএনএ টেস্ট কিছুই বাদ যায়নি। শেষমেশ গত ফেব্রুয়ারিতে ডিএনএ টেস্ট বিপক্ষে যাওয়ায় পিয়ার পিতৃত্ব মেনে নিলেও রাফায়েলাকে আর জীবনে টেনে আনেননি ঘানাইয়ান বংশোদ্ভূত এবং বিতর্ককে সব সময় পকেটে নিয়ে ঘোরা এই ইতালীয়।

ফ্যানির সান্নিধ্যে এ বার বিশ্বকাপে কি প্রথম থেকেই ভয়ঙ্কর হয়ে উঠবেন বালোতেলি? শনিবার মানাউসে ব্রিটিশ কোচ রয় হজসনের ইংল্যান্ডের বিরুদ্ধে নায়ক হয়ে উঠতে পারবেন প্রান্দেলির এই তুরুপের তাস? রুনিদের কোচ কিন্তু প্রেম-সঞ্জীবনীতে চনমনে মেজাজে থাকা বালোতেলিকে নিয়ে মঙ্গলবার থেকেই বেশ চিন্তায়। বলেছেন, “বিপক্ষে বালোতেলি মানেই চিন্তার। ইতালির বিরুদ্ধে ওই হল ডেঞ্জারম্যান। যে নিজের ছন্দে খেলতে পারলে আমাদের সমস্যা বাড়বে বই কমবে না।” হজসন ‘সুপার মারিও’ নিয়ে আশঙ্কায় থাকলেও ইংল্যান্ড শিবিরের কেউ কেউ অতটা শঙ্কিত নন। বরং মিডফিল্ডার জ্যাক উইলশেয়ারের মতো কেউ কেউ আবার বলছেন, “বালোতেলি ভয়ঙ্কর। তবে আমাদের কিপার জো হার্ট ম্যান সিটিতে অতীতে বালোতেলির সঙ্গে খেলার সুবাদে ওর দুর্বলতা জানে।”

জো হার্টদের মতো চেনা শত্রুদের পাতা ফাঁদ এড়িয়ে বালোতেলি কি ফ্যানি নেগিশার পরশে তারকা হয়ে উঠতে পারবেন এ বারের বিশ্বকাপে? উত্তরটা সময়ই দিতে পারবে।

হবু স্ত্রী ফ্যানি নেগিশার সঙ্গে মারিও বালোতেলি। ছবি টুইটার

fifaworldcup fifa world cup baloteli
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy