Advertisement
E-Paper

প্রায় হাতাহাতি কোচ-মেসির, থামালেন নেইমার

লিও মেসি, না লুই এনরিকে? বার্সেলোনা-গ্রহ থেকে কোন নক্ষত্র ছিটকে পড়বে, ফুটবলবিশ্বে এই মুহূর্তে জ্বলন্ত প্রশ্ন এটাই! বার্সার ‘উত্তপ্ত’ ড্রেসিংরুম নিয়ে ইউরোপিয়ান মিডিয়ায় এখন এমনই তুমুল চর্চা যে, প্রায় সব নামী সংবাদপত্রে খবর— গত সপ্তাহে প্র্যাকটিসে বার্সেলোনার রাজপুত্র মেসির সঙ্গে কোচ এনরিকের প্রায় হাতাহাতি হতে যাচ্ছিল।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৫ ০২:৪৭

লিও মেসি, না লুই এনরিকে? বার্সেলোনা-গ্রহ থেকে কোন নক্ষত্র ছিটকে পড়বে, ফুটবলবিশ্বে এই মুহূর্তে জ্বলন্ত প্রশ্ন এটাই!

বার্সার ‘উত্তপ্ত’ ড্রেসিংরুম নিয়ে ইউরোপিয়ান মিডিয়ায় এখন এমনই তুমুল চর্চা যে, প্রায় সব নামী সংবাদপত্রে খবর— গত সপ্তাহে প্র্যাকটিসে বার্সেলোনার রাজপুত্র মেসির সঙ্গে কোচ এনরিকের প্রায় হাতাহাতি হতে যাচ্ছিল। শেষমেশ দু’জনকে টেনে থামান দলের অন্য নক্ষত্র নেইমার।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, মহাঘটনাটা ঘটেছে গত শুক্রবার। যার আটচল্লিশ ঘণ্টা পরেই লা লিগায় ভ্যালেন্সিয়া ম্যাচে মেসি-নেইমার, দু’জনকেই বেঞ্চে রেখে নতুন বছরের প্রথম ম্যাচে বার্সার প্রথম দল নামান এনরিকে। সাধারণত, বছরের প্রথম ম্যাচ সুপার হেভিওয়েট দলগুলো নামে পূর্ণশক্তিতে। সমর্থকদের ‘নিউ ইয়ার্স গিফ্ট’ হিসাবে। চোট না থাকলে সুপারস্টাররাও বছরের প্রথম ম্যাচে বসতে চান না। সেখানে গত রবিবার হাফটাইমে পিছিয়ে থেকে মেসি-নেইমারকে বার্সা কোচের পরিবর্ত নামানোটা ফুটবলদুনিয়াকে যথেষ্ট অবাক করেছে!

ম্যাচটা বার্সা হারায় এনরিকের অদ্ভুত স্ট্র্যাটেজি নিয়ে মিডিয়ার জল্পনা আরও বেড়েছে। অন্তর্তদন্তে বেরিয়ে আসে তার দু’দিন মাত্র আগেই মেসি-এনরিকের প্র্যাকটিসে প্রায় হাতাহাতি-কাণ্ড! যা থামিয়ে নেইমারও টিমের পরের ম্যাচে কোচের বিষচক্ষুর কবলে পড়ে রিজার্ভের দলে পড়ে যান!

সবচেয়ে তাৎপর্যের, কোচের সঙ্গে মেসির হাতাহাতি হওয়ার উপক্রম সত্যিই হয়েছিল কি না, নেইমার সেই ঘটনা থামাতে এগিয়ে গিয়েছিলেন কি না, তিন জনের কেউই ঘটনার পর পাঁচ দিন গড়িয়ে যাওয়ার পরেও স্বীকার-অস্বীকার কোনওটাই করেননি। যার ফলে জল্পনা আরও তীব্র হচ্ছে। মেসি-নেইমারের মুখে তো পুরোপুরি কুলুপ। তাঁদের কোচের যৎসামান্য যা মন্তব্য, তা নিয়ে আবার নতুন আলোড়ন উঠেছে বিশ্বফুটবলে। “আমি কোনও মন্তব্য করতে চাই না। তবে এটুকু বলছি যে, আগামী এক মাসে অনেক কিছু ঘটতে পারে।”

কী ঘটতে পারে এই এক মাসে? ওয়াকিবহাল মহল মনে করছে, এক মাস কেন, বার্সার পরের দু’টো ম্যাচের ফলের উপরই অনেক কিছু ঘটতে পারে। সবচেয়ে বেশি সম্ভাবনা এনরিকের চাকরি যাওয়া। স্প্যানিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, এনরিকেকে বার্সা কর্তৃপক্ষ চূড়ান্ত ‘ডেডলাইন’ দিয়ে দিয়েছে পরের দুটো ম্যাচে ভাল না করলে কোচের চেয়ার ছাড়ো।

সূত্রের খবর, একটা সময় গুয়ার্দিওলার পাশে বার্সেলোনায় খেলা এনরিকের সঙ্গে নাকি এই মুহূর্তে মেসির বাক্যালাপ অবধি নেই। রবিবার বছরের প্রথম ম্যাচে প্রথম দলে না থাকার পর সোমবারই বার্সা প্র্যাকটিসে গরহাজির ছিলেন মেসি। সরকারি কারণ, ফুটবল রাজপুত্রের ‘পেটের গণ্ডগোল’ হলেও অনেকেই যা বিশ্বাস করছেন না। যেহেতু একটি সূত্র আবার জানাচ্ছে, মেসিকে প্র্যাকটিসে না থাকার জন্য এনরিকে নাকি জরিমানা করার কথা ভেবেছেন।

বার্সা কোচ এমনও বলেছেন, “আমি মনে করি না, টিমের ব্যাপারে যে সব গুজব রটছে সেগুলো সত্যি না মিথ্যে তা আমার মুখে শোনাটা সংবাদমাধম্যের উচিত কি না। তবে এই মুহূর্তে টিমের আবহে নেতিবাচক হাওয়া বইছে। ইতিবাচক কিছু নেই।”

এ সবের জেরে মেসির পরের মরসুমে চেলসিতে যোগ দেওয়ার খবর আরও বেশি করে উড়ছে ফুটবলমহলে। এমনকী মেসির দলবদলের দরও প্রায় পাকা। ২০ কোটি পাউন্ড। ভারতীয় মুদ্রায় দু’হাজার কোটি টাকা। যা মেসিকে পেতে মোরিনহোর টিমকে দিতে হবে।

চেলসি সম্পর্কে মেসি কতটা আগ্রহী? বার্সোলোনার রাজপুত্র ইদানীং ইন্সটাগ্রামে চেলসিকে ‘ফলো’ করছেন। নিয়মিত।

messi neymar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy