Advertisement
২৫ এপ্রিল ২০২৪

প্লে অফের আরও কাছে রাজস্থান

চাপের মুখে একা কুম্ভ হয়ে লড়লেন মনোজ তিওয়ারি। ব্যাট হাতে চুয়াল্লিশ বলে বাংলার মনোজ অপরাজিত রইলেন ৬১ রানে। বৃহস্পতিবার রাতে সর্দার পটেল স্টেডিয়ামে তাও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ বের করতে পারল না দিল্লি ডেয়ার ডেভিলস। রাজস্থানের কাছে কেভিন পিটারসেনরা হারলেন ৬২ রানে।

বিধ্বংসী রাহানে। বৃহস্পতিবার মোতেরায়। ছবি: বিসিসিআই।

বিধ্বংসী রাহানে। বৃহস্পতিবার মোতেরায়। ছবি: বিসিসিআই।

সংবাদ সংস্থা
আমদাবাদ শেষ আপডেট: ১৬ মে ২০১৪ ০৩:৩০
Share: Save:

চাপের মুখে একা কুম্ভ হয়ে লড়লেন মনোজ তিওয়ারি। ব্যাট হাতে চুয়াল্লিশ বলে বাংলার মনোজ অপরাজিত রইলেন ৬১ রানে। বৃহস্পতিবার রাতে সর্দার পটেল স্টেডিয়ামে তাও রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ বের করতে পারল না দিল্লি ডেয়ার ডেভিলস। রাজস্থানের কাছে কেভিন পিটারসেনরা হারলেন ৬২ রানে।

দিল্লির বিরুদ্ধে এ দিন খেলেননি রাজস্থান রয়্যালস অধিনায়ক শেন ওয়াটসন। আমদাবাদে টসে জিতে ফিল্ডিং নিয়েছিলেন ডেয়ারডেভিলস অধিনায়ক কেভিন পিটারসেন। কিন্তু অজিঙ্কা রাহানে (৬৪), সঞ্জু স্যামসন (৪০)-দের দাপটের সামনে ইমরান তাহির (২-২৫) জেপি দুমিনি (১-২৫)-রা। নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে রাজস্থানের ইনিংস শেষ হয় ২০১ রানে। জবাবে কুড়ি ওভার খেলে নয় উইকেট হারিয়ে দিল্লির ইনিংস শেষ হয় ১৩৯ রানে। ম্যাচের সেরা অজিঙ্কা রাহানে। ম্যাচের পর হাসতে হাসতে বলেও গেলেন, “কোনও টার্গেট ছিল না। পরিকল্পনা ছিল শুরু থেকে কেউ এক জন শেষ পর্যন্ত ক্রিজে থেকে রান বাড়ানোর কাজটা করবে। আজ সেই রানটা আমার ব্যাট থেকেই বেরিয়েছে।” আগের পাঁচ ম্যাচে হারের মতোই এ দিনও দিশাহীন দেখাল কেভিন পিটারসেনের দলকে। সঙ্গে দাগ কাটতে না পারার মতো বোলিং এবং পাতে না দেওয়ার মতো ফিল্ডিং। ম্যাচ হেরে দিল্লি অধিনায়ক পিটারসেন বলেন, “টসে জিতে ফিল্ডিং নেওয়াটাই বিরুদ্ধে গিয়েছে। যার মাশুল গুনতে হল আমাদের। পরিকল্পনা মতো কিছু হয়নি। তবে কাউকে দোষারোপ নয়। আগামী বছর ভাল পারফর্ম করতে হবে।” এ দিন রাতে জয়ের ফলে ১১ ম্যাচের পর ১৪ পয়েন্ট সংগ্রহ করে লিগ টেবলে তিন নম্বরে চলে গেল রাজস্থান রয়্যালস। কিংস ইলেভেন পঞ্জাব এবং চেন্নাই সুপার কিংসের পিছনেই। ফলে ‘প্লে অফ’-এ নিজেদের জায়গা প্রায় নিশ্চিত শেন ওয়াটসনের দলের। উল্টোদিকে টানা ছ’ ম্যাচ হেরে আট দলের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ডেয়ারডেভিলসের পয়েন্ট মাত্র চার। লিগ টেবিলে সর্বশেষ স্থানে রয়ে গেলেন মনোজ তিওয়ারিরা। পিটারসেনের কথাতেই স্পষ্ট, এ বারের আইপিএল অভিযান শেষ দিল্লির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ipltag
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE