সানরাইজার্স হায়দরাবাদের কাছে সাত উইকেটে হেরে প্রথম চারে ওঠার লড়াইটা আরও কঠিন করে ফেলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠে শেষ দশ বলে কুড়ি রান তুলে দু’বল বাকি থাকতে বিরাট কোহলিদের হারিয়ে আইপিএলে চার নম্বর জায়গা দখলের দৌড়ে ফের চলে এল সানরাইজার্স। দুই দলের সংগ্রহেই দশ পয়েন্ট করে। আর দুই দলেরই দু’টি করে ম্যাচ বাকি। বাকি দুই ম্যাচে তারা জিতলেও অন্য ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে দু’দলকে।
১৬১ রান তাড়া করতে নেমে অনায়াসে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল হায়দরাবাদ। ১৭ ওভার পর্যন্ত ঠিকঠাক ইনিংস এগোলেও তার পর থেকেই ড্যারেন স্যামিদের চাপ বাড়িয়ে তোলে বেঙ্গালুরুর বোলাররা। ২৪ বলে ৩৫ রান দরকার ছিল হোম টিমের। হাতে ন’উইকেট। ৫৯ রান পাওয়া ডেভিড ওয়ার্নার কভারে ক্যাচ দিয়ে ফিরে যাওয়ার পর যুবরাজ সিংহর ওভারই চাপ বাড়িয়ে দেয়। ওই ওভারে মাত্র সাত রান দেন যুবি। দশ বলে দরকার ছিল ১৭। নমন ওঝা বরুণ অ্যারনকে একটা ছয় মারার পরই ফের সেই কভারেই স্কুপ করে যুবরাজকে ক্যাচ দিয়ে ফিরে যান। ড্যারেন স্যামি এর পর অ্যারনের শট বল উড়িয়ে ছয় হাঁকান। ফলে শেষ ওভারে চার রান দরকার ছিল তাঁদের। চার বলে সেই রান তুলে নেন তিনি। নেতৃত্বের চাপ কাটিয়ে রানে ফেরা শিখর ধবন (৩৯ বলে ৫০) এ দিন ওয়ার্নারের সঙ্গে ১০০ রানের পার্টনারশিপ গড়েন। এতেই অর্ধেক কাজ হয়ে যায়।
টস জিতে ব্যাট করতে নেমে এ দিন শুধু বেঙ্গালুরুর ক্যাপ্টেন বিরাট কোহলি ৪১ বলে ৬৭ তুলে বড় রানের উদ্যোগ নেন। গেইল (১৪) ফের ব্যর্থ। যুবরাজ সিংহও ২৫ বলে ২১ রান করেন। এ বি ডেভিলিয়ার্স ১৭ বলে ২৯ করে রানের গতি বাড়ানোর চেষ্টা করলেও তখন দেরি হয়ে গিয়েছে। তিনি আউট হওয়ার পর ভুবনেশ্বর কুমার ও ডেল স্টেইনের দুই ডেথ ওভারে মাত্র ১৪ রান পায় বেঙ্গালুরু। ৪৬ বলে ৫৯ করে ম্যাচের সেরা ওয়ার্নার।