Advertisement
১৯ মে ২০২৪

ফিগোর রেকর্ড ছুঁলেন মেসি

রিয়াল মাদ্রিদের বিবিসি (বেল, বেঞ্জিমা, ক্রিশ্চিয়ানো) চূড়ান্ত ফ্লপ হলেও লা লিগা মাতিয়ে দিল তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বীর ত্রিফলা। অর্থাত্‌ মেসি, নেইমার, সুয়ারেজ। স্বপ্নের এই ত্রিফলার দাপটে লা লিগায় বার্সেলোনা ফের বার্সেলোনার মেজাজে। রবিবার আটলেটিক বিলবাওকে ৫-২ হারাল লুই এনরিকের দল। এই জয়ের দিনেও মেসির হাতে ভাঙল আর এক রেকর্ড। প্রথমে তিনি হয়েছিলেন লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। এ বার সবথেকে বেশি গোলের পাস দেওয়ার রেকর্ডের পাশেও বসে গেল তাঁর নাম। এলএম টেন ছুঁলেন লুই ফিগোর রেকর্ড।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৫ ০২:২৬
Share: Save:

রিয়াল মাদ্রিদের বিবিসি (বেল, বেঞ্জিমা, ক্রিশ্চিয়ানো) চূড়ান্ত ফ্লপ হলেও লা লিগা মাতিয়ে দিল তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বীর ত্রিফলা। অর্থাত্‌ মেসি, নেইমার, সুয়ারেজ। স্বপ্নের এই ত্রিফলার দাপটে লা লিগায় বার্সেলোনা ফের বার্সেলোনার মেজাজে।

রবিবার আটলেটিক বিলবাওকে ৫-২ হারাল লুই এনরিকের দল। এই জয়ের দিনেও মেসির হাতে ভাঙল আর এক রেকর্ড। প্রথমে তিনি হয়েছিলেন লা লিগার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। এ বার সবথেকে বেশি গোলের পাস দেওয়ার রেকর্ডের পাশেও বসে গেল তাঁর নাম। এলএম টেন ছুঁলেন লুই ফিগোর রেকর্ড।

প্রথমার্ধের শুরুতে মেসির ফ্রি কিকে ১-০ এগোয় বার্সা। কিছক্ষণ পরেই তাঁর গোল খরা কাটান লুই সুয়ারেজ। দ্বিতীয়ার্ধেও ছবি পাল্টায়নি। বরং যত ম্যাচ এগোয় বার্সা তত ভয়ঙ্কর হয়ে ওঠে। নেইমার, পেদ্রো ও অস্কার দে মার্কোসের আত্মঘাতী গোলে বড় ব্যবধানে জয় পায় বার্সা। লিগ টেবলে বার্সেলোনা এখন মাত্র এক পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদের থেকে। ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল।

কিছু দিন আগেই সমালোচকদের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল মেসিকে। বলা হয়েছিল, দুই কিংবদন্তির প্রতিদ্বন্দ্বিতায় রোনাল্ডো হয়তো এখন এক ধাপ এগিয়ে গিয়েছি। তবে গত কয়েক ম্যাচে ধারাবাহিক ভাবে গোল করার মেসি ফের প্রমাণ করলেন, তিনি এখনও স্বমহিমায়। মাঠের বাইরে ঝামেলা থাকলেও, সাংবাদিক সম্মেলনে বার্সার স্প্যানিশ কোচ এনরিকে বলেন, “গর্বিত লাগে মেসির মতো ফুটবলারের কোচ হতে পেরে। প্রতি মরসুমেই দলের ফর্ম উপর-নীচ হয়। কিন্তু ধারাবাহিকতা বজায় রাখাই আসল কৃতিত্ব।”

এক দিকে যখন বিধ্বংসী ফর্ম ধরে রেখে রোনাল্ডোর দলের উপর চাপ বাড়ালেন মেসি, গোল খরা কাটিয়ে স্বস্তিতে সুয়ারেজও। লিভারপুল থেকে বড় অঙ্কে স্পেনে আসলেও, খুব ভাল ফর্ম দেখাতে পারেননি সুয়ারেজ। কিন্তু ‘এল পিস্তলেরো’ জানিয়েছেন, গোল না এলেও চিন্তিত ছিলেন না তিনি। সুয়ারেজ বলেন, “আমি চিন্তিত ছিলাম না গোল আসছে না বলে। জানতাম অনুশীলনে খাটলে ঠিক গোল আসবে।” সঙ্গে তিনি যোগ করেন, “মেসি আর নেইমারের পাশে খেলা ভাগ্যের ব্যাপার। ওদের সাহায্যে গোল পাব জানতাম।”

দেড় মাস বাদেই এল ক্লাসিকো। তার আগে রিয়ালকে কার্যত সতর্কই করে রাখলেন মেসি। নেইমার বলে দিলেন, তাঁর সঙ্গে মেসি-সুয়ারেজের কম্বিনেশন আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। বার্সার ওয়ান্ডারকিড বলেন, “বলছি না কেউ আমাদের আটকাতে পারবে না। কিন্তু যত ম্যাচ এক সঙ্গে খেলব তত আমাদের জুটি শক্তিশালী হবে।” কিন্তু ম্যাচ জিতলেও, লা লিগা জিততে গেলে ফর্ম ধরে রাখতে হবে সেই কথাও মানছেন নেইমার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

figo record messi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE