Advertisement
E-Paper

ব্যঙ্গ নিয়ে ভাবি না, পারফর্ম করি

ছ’ম্যাচে আট উইকেটের মালিক। আইপিএল সেভেনের সফলতম বোলার না হলে কী হবে, কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাম্প্রতিকে দুর্দান্ত ফর্মে রয়েছেন। উদাহরণ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ১৯ রান দিয়ে তিনটে উইকেট। শিকারের তালিকায় রয়েছে গ্লেন ম্যাক্সওয়েল নামক এক ভদ্রলোকও। সেই পীযূষ চাওলা মঙ্গলবার ই-মেল সাক্ষাৎকার দিলেন আনন্দবাজারকে।

প্রিয়দর্শিনী রক্ষিত

শেষ আপডেট: ১৪ মে ২০১৪ ০২:৪৪

ছ’ম্যাচে আট উইকেটের মালিক। আইপিএল সেভেনের সফলতম বোলার না হলে কী হবে, কলকাতা নাইট রাইডার্সের হয়ে সাম্প্রতিকে দুর্দান্ত ফর্মে রয়েছেন। উদাহরণ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ১৯ রান দিয়ে তিনটে উইকেট। শিকারের তালিকায় রয়েছে গ্লেন ম্যাক্সওয়েল নামক এক ভদ্রলোকও। সেই পীযূষ চাওলা মঙ্গলবার ই-মেল সাক্ষাৎকার দিলেন আনন্দবাজারকে।

প্রশ্ন: সাধারণ ধারণা বলে, ব্যাটসম্যান লেগস্পিনারকে সবচেয়ে বেশি আক্রমণ করবে। সেটা ভেঙে দিয়ে অমিত মিশ্র, পীযূষ চাওলার মতো লেগস্পিনার এ বার দারুণ সফল। অনিল কুম্বলের অবসরের পর কি দেশে লেগস্পিনের পুনর্জন্ম হল?
পীযূষ: আমাদের দেশ বরাবরই ভাল স্পিনারের জন্ম দিয়েছে। সেই ধারাটা বজায় রাখতে পেরে আমি গর্বিত। অমিত দারুণ বোলার। ওর পারফরম্যান্সই তার প্রমাণ।

প্র: পঞ্জাব ম্যাচের পর গম্ভীর বলে গিয়েছেন, আপনি সেরা নাইট-আবিষ্কার। সাফল্যের রহস্যটা কী?
পীযূষ: রহস্য কিছুই নেই। শুধু কঠোর পরিশ্রম। প্রচুর খাটনি। প্রতিটা সেশনে নিজেকে উজাড় করে দেওয়া।

প্র: রবিবার ম্যাক্সওয়েলের বিরুদ্ধে আপনার স্ট্র্যাটেজি কী ছিল?
পীযূষ: এমনিতে পঞ্জাব টিমের ব্যাটসম্যানরা সিঙ্গলস নিতে খুব একটা পছন্দ করে না। তাই প্ল্যান ছিল ওদের পায়ের কাছে বল করে-করে এক-দু’রান নিতে বাধ্য করা। আর ম্যাক্সওয়েলের বিরুদ্ধে আলাদা করে কোনও স্ট্র্যাটেজি ছিল না। শুধু ঠিকঠাক জায়গায় বল করে যাওয়া আর লুজ বল যতটা সম্ভব কম করা।

প্র: নারিনের সঙ্গে জুটিটা কেমন লাগছে? ম্যাচ চলার সময় কি কখনও মনে হয়, ওর চেয়ে আমাকে ভাল বল করতে হবে?
পীযূষ: না, না। সুনীল দুর্দান্ত বোলার। কী অসাধারণ বৈচিত্র! ওর সঙ্গে বল করাটা ভীষণ উপভোগ করি। আমরা জুটি হিসেবে বল করি। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও কিন্তু পার্টনারশিপ তৈরি করাটা খুব জরুরি। দু’দিক থেকেই রানটা আটকাতে হয়। কাজটা নারিন আর আমি ভাল পারি।

প্র: বুধবার মুম্বইয়ের পর আগামী রবিবার সামনে হায়দরাবাদ। সেখানে মোকাবিলা অমিত মিশ্রর বিরুদ্ধে। কিছু ভেবেছেন?
পীযূষ: আগেই বললাম, অমিত খুব ভাল বোলার। ওর টিমের বিরুদ্ধে ম্যাচটা অবশ্য আমার কাছে আর পাঁচটা ম্যাচের মতোই। প্রতিটা ম্যাচের মতো ওই ম্যাচেও আমার ফোকাস থাকবে যত বেশি সম্ভব উইকেট নিয়ে দলের প্রতি অবদান রাখা।

প্র: কেকেআর সংসার কেমন লাগছে?
পীযূষ: দারুণ! প্রতিভাবান প্লেয়ারদের অসাধারণ সমষ্টি আমাদের টিম। পেশাদারিত্বের দিক থেকেও খুব গোছানো। এ রকম টিমের সদস্য হতে পেরে সত্যিই দারুণ লাগছে।

প্র: এ বার নিলামের পর ব্যঙ্গ করা হয়েছিল, সওয়া চার কোটিতে বিক্রি হওয়া পীযূষ চাওলা ‘লাকি’। সেটার উত্তরটা দিতে পেরেছেন, মনে হচ্ছে?
পীযূষ: ও সব নিয়ে ভাবি না। আমার কাজ হল মাঠে গিয়ে পারফর্ম করা। মনে হয় সেটা করতে পেরেছি। আর হ্যাঁ, জানি আমার সঙ্গে গোটা টিমের সমর্থন রয়েছে। এর চেয়ে ভাল অনুভূতি আর কী হতে পারে?

priodarshini rakshit piyush chawla ipltag
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy