Advertisement
০৫ মে ২০২৪
চোটে শেষ স্বপ্ন

বিশ্বকাপ না খেলেই হয়তো এ বার অবসরের দিকে রিবেরি

গত মাসেই তিনি জানিয়েছিলেন যে, বিশ্বের সেরা মঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে অবসর নেবেন। যে স্বপ্ন ২০০৬ সালে ‘অধরা’ রয়ে গিয়েছিল সেটা পূর্ণ করেই ফ্রান্সকে বিদায় জানাবেন। কিন্তু তীরে এসে তরী ডুবল তাঁর। চোটের বিরুদ্ধে হেরে গিয়ে ফ্রান্স দল থেকে নাম তুলে নিতে হল তাঁকে।

ট্রেনিংয়ের আগে ফ্রান্সের জাতীয় দল গ্রুপ ছবি তুলল। সেখানে কোচের পাশে বসেছিলেন রিবেরি।  দিনের শেষ পুরোপুরি পাল্টে গেল ছবিটা।

ট্রেনিংয়ের আগে ফ্রান্সের জাতীয় দল গ্রুপ ছবি তুলল। সেখানে কোচের পাশে বসেছিলেন রিবেরি। দিনের শেষ পুরোপুরি পাল্টে গেল ছবিটা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জুন ২০১৪ ০৩:৩১
Share: Save:

গত মাসেই তিনি জানিয়েছিলেন যে, বিশ্বের সেরা মঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে অবসর নেবেন। যে স্বপ্ন ২০০৬ সালে ‘অধরা’ রয়ে গিয়েছিল সেটা পূর্ণ করেই ফ্রান্সকে বিদায় জানাবেন। কিন্তু তীরে এসে তরী ডুবল তাঁর। চোটের বিরুদ্ধে হেরে গিয়ে ফ্রান্স দল থেকে নাম তুলে নিতে হল তাঁকে।

তিনি বলতে ফ্রান্সের ‘পোস্টার-বয়’ ফ্র্যাঙ্ক রিবেরি। বিশ্বকাপে যাঁর অধ্যায় হয়তো একেবারে শেষ হয়ে গেল।

ফ্রান্সের চূড়ান্ত দলে সুযোগ পেলেও বহু দিন ধরেই পিঠের ব্যথায় ভুগছিলেন রিবেরি। দলের তারকা ফুটবলারের জন্য অপেক্ষা করবেন বলে জানিয়েছিলেন কোচ দিদিয়ের দেশঁ। কিন্তু রিবেরির চোটের কোনও উন্নতি ঘটেনি। ফুটবলে পা দেওয়া তো দূর, ব্যক্তিগত ট্রেনিং ছাড়া কিছুই করতে পারেননি তিনি। ফরাসি সমর্থকদের আশ্বস্ত করতে শুক্রবার আবার অনুশীলন শিবিরে যোগ দিয়েছিলেন রিবেরি, সতীর্থদের সঙ্গে ফোটোসেশনও করেন কিন্তু অনুশীলন শুরু হতেই পিঠে ব্যথা অনুভব করেন ফ্রান্সের প্রধান ভরসা। মাঝপথেই অনুশীলন বন্ধ করতে বাধ্য হন তিনি। সাংবাদিক সম্মেলনে দেশঁ সরকারি ভাবে জানান যে বিশ্বকাপ দল থেকে নাম তুলে নিয়েছেন রিবেরি। বলেন, “রিবেরি দু’তিন সপ্তাহ কোনও অনুশীলন করতে পারবে না। আজ ওর ব্যথা আরও বেড়েছে। ডাক্তাররা পরীক্ষা করে দেখেছেন ওর চোটও বেড়েছে।” কয়েক মাস আগেই সমর্থকদের আশ্বাস দিয়েছিলেন রিবেরি, “আমরা ব্রাজিল যাচ্ছি বিশ্বকাপ জিততে।” কিন্তু ছবি উল্টে গেল। ব্রাজিলের মাঠে নিজের দাপট দেখানোর বদলে এখন রিবেরিকে সময় কাটাতে হবে ফিজিওর কাছে। ফরাসি তারকার বায়ার্ন সতীর্থ ও ব্রাজিল দলের ডিফেন্ডার দাঁতে আবার টুইট করেন, “খুব খারাপ লাগছে রিবেরির জন্য। রিবেরি, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।”

যে দিন ফ্রান্স হারাল টিমের সেরা বাজিকে, সে দিনই আবার ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি জানিয়ে দিলেন দেশঁর ক্ষমতা আছে ফ্রান্সকে বিশ্বচ্যাম্পিয়ন করার। ২০১০ বিশ্বকাপে ‘গৃহযুদ্ধে’ জর্জরিত হয় ফ্রান্স। নিকোলাস অ্যানেলকা ও প্যাট্রিস এভ্রার মতো তারকারা বিদ্রোহ করে কোচের বিরুদ্ধে। কিন্তু এ বার দেশঁর সৌজন্যে পুরো দল একজোট হয়ে থাকবে, এমনটাই মনে করছেন অঁরি। বলেন, “দেশঁ যেখানেই যায় সেখানেই জেতে। ও পুরো দলকে একজোট করে রাখে। ট্রফি জেতার অভিজ্ঞতাও আছে। এ বছর মনে হচ্ছে ফ্রান্স সবাইকে চমকে দেবে বিশ্বকাপে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup ribery
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE