Advertisement
২৭ এপ্রিল ২০২৪
বিশ্বকাপ নিয়ে লি

‘ভাল পেসার না থাকলে ভারতের বিপদ’

ব্রেট লি এ বারের আইপিএলে অবিক্রিত থাকতে পারেন। কিন্তু সাঁইত্রিশ বছরের প্রাক্তন অস্ট্রেলীয় ফাস্ট বোলার জানাচ্ছেন, তাতে তাঁর আইপিএলের একনিষ্ঠ ভক্ত থাকার মানসিকতা এতটুকু বদলাবে না। পাশাপাশি প্রাক্তন কেকেআর পেসার তথা বোলিং মেন্টর মনে করছেন, সত্যিকারের প্রতিভাবান পেস বোলারের জন্য ভারতীয় ক্রিকেটের হতাশাজনক অন্বেষণেরও হয়তো সমাপ্তি ঘটবে আসন্ন আইপিএলে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৪ ০৯:২০
Share: Save:

ব্রেট লি এ বারের আইপিএলে অবিক্রিত থাকতে পারেন। কিন্তু সাঁইত্রিশ বছরের প্রাক্তন অস্ট্রেলীয় ফাস্ট বোলার জানাচ্ছেন, তাতে তাঁর আইপিএলের একনিষ্ঠ ভক্ত থাকার মানসিকতা এতটুকু বদলাবে না। পাশাপাশি প্রাক্তন কেকেআর পেসার তথা বোলিং মেন্টর মনে করছেন, সত্যিকারের প্রতিভাবান পেস বোলারের জন্য ভারতীয় ক্রিকেটের হতাশাজনক অন্বেষণেরও হয়তো সমাপ্তি ঘটবে আসন্ন আইপিএলে।

আইপিএল সাতের নিলামে নিজের জন্য দু’কোটি টাকা ন্যূনতম দর ধার্য করে আট দলের কোথাও ঢুকতে না পারা লি বলেছেন, “আমি আইপিএলের অন্ধভক্ত। এই টুর্নামেন্ট ক্রিকেট খেলাটাকে উন্নত করে চলেছে। কার্টলে অ্যামব্রোজকে ওয়েস্ট ইন্ডিজ আবিষ্কার করেছিল বিচ ক্রিকেট থেকে। অন্য ধরনের ক্রিকেট থেকেও নতুন প্রতিভার খোঁজ পাওয়া যায়। তাই আইপিএল ভারতীয় নির্বাচকদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে পরের বছর বিশ্বকাপের আগে। কারণ, তার আগে এটাই শেষ আইপিএল।”

দিল্লিতে বিশ্বকাপ ট্রফির উন্মোচন ঘটিয়ে লি তাঁর দেশের উইকেটে বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়ে বলেন, “ভারত যদি আমাদের দেশে খুব ভাল পেস আক্রমণ নিয়ে না যেতে পারে, তা হলে বিশ্বকাপে ভাল কিছু করা কঠিন হয়ে দাঁড়াবে।’’ সঙ্গে তিনি যোগ করেন, “ভারতের উচিত পরের বিশ্বকাপ কেমন উইকেটে খেলা হবে সেটা খুব ভাল ভাবে ভাবা। বিশ্বকাপে খুব ভাল পেস আক্রমণ থাকলে ওরা ফাইনালও খেলতে পারে।”

এশীয় কাপে ব্যর্থ ভারতীয় দল কী ভাবে ফর্মে ফিরতে পারে প্রশ্ন উঠলে লি বলেন, “মজার ব্যাপার হল কী, আপনি যখন জিতছেন, তখন আপনার নিঃশ্বাসের মধ্যেও সেই আত্মবিশ্বাসটা ঝরে পড়ে। সাফল্যের চেয়ে বড় সাফল্য আর কিছু হয় না। কিন্তু সেটা পেতে প্রচুর পরিশ্রমের দরকার। প্রচুর আত্মত্যাগ দরকার। তবে এগুলো সময়সাপেক্ষ ব্যাপার। ভারতকে প্রথমে জেতার অভ্যাস তৈরি করতে হবে। যেটা আস্তে আস্তে বড় আকার নেবে। পাহাড় বেয়ে বরফের গোলা নেমে আসার মতো।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

world cup india
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE