সব কিছু ঠিকঠাক চললে ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টিতে এক অভিনব বন্দোবস্ত করতে চলেছে সিএবি। ৮ অক্টোবর ইডেনের টি-টোয়েন্টি যুদ্ধে এবি ডে’ভিলিয়ার্সদের মুখোমুখি বিরাট কোহলিরা। সেখানে নব্বই দশকে ইডেনে নেলসন ম্যান্ডেলার বিখ্যাত বক্তৃতাকে ফের তুলে আনা হতে পারে জায়ান্ট স্ক্রিনে। গত বছর থেকে ইডেনের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠান করেছে সিএবি। এ বারও কর্তারা ভাবছেন, দেড়শো বছরের শেষ পর্বটা ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ঘিরে রাখতে। যে কারণে ম্যান্ডেলার বক্তৃতার ভিডিও চাওয়া হয়েছে দূরদর্শনের কাছে। এমনিতেই আসন্ন সিরিজের নাম মহাত্মা গাঁধী-নেলসন ম্যান্ডেলা সিরিজ রাখা হয়েছে। মনে করা হচ্ছে, তার প্রেক্ষিতে ম্যান্ডেলার অতীতের ভিডিও ফের তুলে আনা গেলে তা অন্য এক মাত্রা পাবে। সিএবি যুগ্ম সচিব সুবীর গঙ্গোপাধ্যায় বলেও দিলেন, ‘‘দূরদর্শনের কাছে সেই বক্তৃতার ভিডিও চেয়ে চিঠি দিচ্ছি।’’