Advertisement
০৭ মে ২০২৪
অ্যালভিটোকে শো-কজ

মালয়েশিয়া যেতে না পেরে কর্তাদের তোপ দাগলেন রাজু

মালয়েশিয়ায় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামার তিন দিন আগে কোচ বদল হয়েছে ইস্টবেঙ্গলে। ফলে দারুণ কিছু হবে আশা করছেন না কেউই। শনিবার রাতে জোহর দারুল তাকজিমের বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে এলকো সতৌরির লক্ষ্য তাই হেরে না ফেরা। ডাচ কোচের সব স্ট্র্যাটেজি তাই তৈরি হচ্ছে রক্ষণ সংগঠনকে ঘিরেই।

এএফসি কাপ খেলতে যাওয়ার  আগে সতৌরির শেষ প্র্যাকটিস যুবভারতীতে। —নিজস্ব চিত্র।

এএফসি কাপ খেলতে যাওয়ার আগে সতৌরির শেষ প্র্যাকটিস যুবভারতীতে। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০১৫ ০২:৪৪
Share: Save:

মালয়েশিয়ায় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামার তিন দিন আগে কোচ বদল হয়েছে ইস্টবেঙ্গলে। ফলে দারুণ কিছু হবে আশা করছেন না কেউই। শনিবার রাতে জোহর দারুল তাকজিমের বিরুদ্ধে খেলতে যাওয়ার আগে এলকো সতৌরির লক্ষ্য তাই হেরে না ফেরা। ডাচ কোচের সব স্ট্র্যাটেজি তাই তৈরি হচ্ছে রক্ষণ সংগঠনকে ঘিরেই।

কিন্তু ভিসা সমস্যায় রক্ষণের অন্যতম ভরসা রাজু গায়কোয়াড়ই তো যেতে পারছেন না। আর সে জন্য টিএফএ-র প্রাক্তনী এতটাই রেগে গিয়েছেন যে ক্লাবের বিরুদ্ধেই তীব্র ক্ষোভ জানিয়ে দিলেন প্রকাশ্যেই। “ইস্টবেঙ্গল কর্তাদের দোষেই আমার ভিসা হয়নি। যেতে পারছি না আমি। এটা যুক্তরাষ্ট্র বা ইংল্যান্ড যাচ্ছি না যে ভিসায় সমস্যা হবে।”

এতেই থামেননি। এ এফ সি কাপে খেলতে না পেরে রাজু এতটাই ক্ষুব্ধ যে যুবভারতীতে অনুশীলনেই নামতে চাইছিলেন না এ দিন। চ্যানেলের বুম সরিয়ে দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজও করলেন কর্তাদের। “সব কিছুর একটা সীমা আছে। কর্তারা কী করে ওরাই জানে। আমি অনুশীলনেই নামতে চাইছিলাম না। এর পর হয়তো নামব না। কোচ অনুরোধ করার পর নামলাম। কোচের কাছে প্রতিবাদ জানিয়েছি। ও ব্যাপারটা দেখবে বলেছে।” সঙ্গে তিনি যোগ করেন, “আমি প্রমাণ দেখাতে বলেছি কর্তাদের। দেখতে চাই কেন হল না ভিসা? এর জন্য দায়ী কে?”

রাজুর তোপের দিনে ইস্টবেঙ্গল আরও একটা ধাক্কা খেল। ভারত এফ সি ম্যাচে ঝামেলা করার জন্য অ্যালভিটো ডি’কুনহাকে শো-কজ করল ফেডারেশন।

যুবভারতীতে এলকোর প্রথম লাল-হলুদ অনুশীলনের মেনুতে ছিল মূলত ফিজিকাল ট্রেনিং। কিছু দিন আগেই বেঙ্গালুরু এফসিকে হারিয়েছিল ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ জোহোর দারুল তাকজিম। তবুও জোহোরকে ‘স্পেশ্যাল’ দলের তকমা দিতে রাজি নন লাল-হলুদ কোচ। “জোহোর এমন কিছুই ভাল দল নয়। ওদের দুটো ভাল স্ট্রাইকার আছে। ওদের ভিডিও আমি দেখেছি। ড্র করা যেতেই পারে। তবে সেন্ট্রাল ডিফেন্স নিয়ে সমস্যা আছে।” চোটের জন্য হরমনজ্যোত খাবরা, বলজিত্‌ সিংহ এবং সৌমিক দে যেতে পারেননি টিমের সঙ্গে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

alvito d'cunha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE