Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রিজার্ভ বেঞ্চ খেলিয়েও মহাযুদ্ধে জয় মোরিনহোর

প্রিমিয়ার লিগ খেতাবের দৌড়ে ফের ঢুকে পড়ল চেলসি। রবিবার প্রিমিয়ার লিগের মহারণে রিজার্ভ দল নামিয়েও চমকে দিলেন হোসে মোরিনহো। অ্যানফিল্ডে অ্যাওয়ে ম্যাচে লিভারপুলকে ২-০ হারিয়ে দু’ম্যাচ বাকি থাকতে ইপিএলের ছবিটাই পাল্টে দিল মোরিনহোর দল। লিভারপুল ৩৬ ম্যাচে ৮০ পয়েন্টে শীর্ষে থাকলেও, সমসংখ্যক ম্যাচে চেলসি (৭৮) মাত্র দু’পয়েন্ট পিছনে।

গোল করেই প্রার্থনা। রবিবার চেলসির স্ট্রাইকার দেম্বা বা।

গোল করেই প্রার্থনা। রবিবার চেলসির স্ট্রাইকার দেম্বা বা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৪ ০৩:৩৩
Share: Save:

প্রিমিয়ার লিগ খেতাবের দৌড়ে ফের ঢুকে পড়ল চেলসি। রবিবার প্রিমিয়ার লিগের মহারণে রিজার্ভ দল নামিয়েও চমকে দিলেন হোসে মোরিনহো। অ্যানফিল্ডে অ্যাওয়ে ম্যাচে লিভারপুলকে ২-০ হারিয়ে দু’ম্যাচ বাকি থাকতে ইপিএলের ছবিটাই পাল্টে দিল মোরিনহোর দল। লিভারপুল ৩৬ ম্যাচে ৮০ পয়েন্টে শীর্ষে থাকলেও, সমসংখ্যক ম্যাচে চেলসি (৭৮) মাত্র দু’পয়েন্ট পিছনে। দিনের অন্য ম্যাচে ক্রিস্ট্যাল প্যালেসকে ২-০ হারিয়ে চ্যাম্পিয়নশিপ দৌড়ে রীতিমতো এসে গেল ম্যাঞ্চেস্টার সিটি। গোল করেন এডিন জেকো ও ইয়াইয়া তোরে। এক ম্যাচ কম খেলে ম্যান সিটির পয়েন্ট ৭৭। ইপিএল চ্যাম্পিয়নশিপের লড়াই শেষ বেলায় এখন ত্রিমুখী।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল মাথায় রেখে রিজার্ভ দলের ফুটবলার আন্দ্রে সুরলে, দেম্বা বা, টমাস কালাসদের নিয়ে এ দিন প্রিমিয়ার লিগের মহারণেও তাঁর প্রথম দল সাজান ‘দ্য স্পেশ্যাল ওয়ান।’ পাশাপাশি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজকে ফরোয়ার্ডে রেখেই আক্রমণ ভাগ গড়েন লিভারপুল ম্যানেজার ব্রেন্ডন রজার্স। শুরুর থেকেই রক্ষণাত্মক খেলতে থাকে চেলসি। তবু একের পর এক আক্রমণ গড়েও গোল করতে পারেনি লিভারপুল। বরং বিরতির ঠিক আগেই চমকপ্রদ ভাবে গোল করে চেলসিই। লিভারপুল অধিনায়ক স্টিভন জেরারের পা পিছলে যাওয়ার সুযোগ নিয়ে চেলসিকে এগিয়ে দেন দেম্বা বা। দ্বিতীয়ার্ধে সুয়ারেজ-স্টারিজরা সমতা ফেরানোর সুযোগ পেলেও চেলসির আঁটোসাটো রক্ষণে কামড় বসাতে ব্যর্থ লিভারপুল। উল্টে ম্যাচের শেষের দিকে প্রতি-আক্রমণে উইলিয়ান ২-০ করে চেলসির জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষ হতেই চেলসি জ্যাকেট পরে নিজের ট্রেডমার্ক ভঙ্গিতে বুক চাপড়াতে থাকা মোরিনহো আবার তাঁর চেনা মেজাজে! ম্যাচের আগে যাঁর অসুস্থতার জন্য থাকার কথাই ছিল না ডাগআউটে, নব্বই মিনিট পরে সেই মোরিনহো বলে দেন, “আজ যোগ্য দলই জিতেছে, যাদের জেতা উচিত ছিল। আমাদের সব ফুটবলার খুব ভাল খেলেছে।” লিভারপুলের ঘরের মাঠে জিতে মোরিনহো আরও যোগ করেন, “আমি বুঝতে পারছি না, কেন সবাই বলছে আমরা রক্ষণাত্মক খেলেছি। আমরা এমন একটা দলের বিরুদ্ধে খেলছিলাম যারা ঘরের মাঠে অনেক দলকে ধ্বংস করেছে।” প্রিমিয়ার লিগে টানা ১১টা ম্যাচ জেতার পর লিভারপুলের এটাই প্রথম হার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

epl chelsea demba ba
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE