মগজাস্ত্রের খেলা দেখা গেল ইন্টারন্যাশনাল টি২০ লিগে। ডেজ়ার্ট ভাইপার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স এমিরেটসের খেলায় দেখা গেল নাটক। সুযোগ পেয়েও ব্যাটারকে স্টাম্প করলেন না নিকোলাস পুরান। যদিও পরের বলেই সেই ব্যাটারকে অবসৃত আউট করল ব্যাটিং দল।
ঘটনাটি ঘটে ম্যাচের প্রথম ইনিংসের ১৬তম ওভারে। ক্রিজ়ে ছিলেন ভাইপার্সের ম্যাক্স হোল্ডেন ও স্যাম কারেন। বল করছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের রশিদ খান। সেই সময় রান ছিল ১ উইকেটে ১১০। রান তোলার গতি বাড়ানোর প্রয়োজন ছিল ভাইপার্সের। কিন্তু রশিদের বলে রান পাচ্ছিলেন না হোল্ডেন। চতুর্থ বলে ক্রিজ় ছেড়ে বেরিয়ে বড় শট মারার চেষ্টা করেন তিনি। ব্যাটে-বলে হয়নি। বল যায় উইকেটরক্ষক পুরানের দস্তানায়।
হোল্ডেন ক্রিজ় ছেড়ে এতটাই বেরিয়ে গিয়েছিলেন যে, তাঁর ফেরার সুযোগ ছিল না। কিন্তু সকলকে অবাক করে দিয়ে হোল্ডেনকে স্টাম্প করেননি পুরান। তিনি বল ধরে দাঁড়িয়ে থাকেন। ফলে ক্রিজ়ে ফিরে যান হোল্ডেন। বোঝা যাচ্ছিল, হোল্ডেন দ্রুত রান করতে পারছেন না বলে তাঁকে ক্রিজ়ে রেখে দেওয়ার পরিকল্পনা করেছিল মুম্বই।
আরও পড়ুন:
কিন্তু ভাইপার্সও পাল্টা চাল দেয়। পরের বল শেষে হোল্ডেনকে ডেকে নেয় তারা। ৩৭ বলে ৪২ রান করে অবসৃত আউট হন হোল্ডেন। অর্থাৎ, মুম্বই তাঁকে ক্রিজ়ে ধরে রাখতে চাইলেও পারেনি। ভাইপার্সের সেই পরিকল্পনা কাজে লাগে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান করে তারা। জবাবে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করে মুম্বই। ১ রানে ম্যাচ জেতে ভাইপার্স।