Advertisement
০৫ মে ২০২৪

রুনিদের গোপন নির্দেশনামা ফাঁস

বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড মানেই সর্বাত্মক মিডিয়া হাইপ। বিতর্ক। জল্পনা। ব্রাজিল বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। মায়ামিতে দিনকয়েক আগে হন্ডুরাসের সঙ্গে শেষ ওয়ার্ম আপ ম্যাচে গোলশূন্য ড্র করার পরেই রয় হজসন-স্টিভন জেরারের দলের অন্দরমহলের খবর ব্রিটিশ মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ জুন ২০১৪ ০৩:২৫
Share: Save:

বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড মানেই সর্বাত্মক মিডিয়া হাইপ। বিতর্ক। জল্পনা।

ব্রাজিল বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়।

মায়ামিতে দিনকয়েক আগে হন্ডুরাসের সঙ্গে শেষ ওয়ার্ম আপ ম্যাচে গোলশূন্য ড্র করার পরেই রয় হজসন-স্টিভন জেরারের দলের অন্দরমহলের খবর ব্রিটিশ মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে।

সেই ম্যাচের পর ইংল্যান্ডের খেলায় কী-কী ভুল হয়েছিল, কী-কী ঠিক হয়েছিল, কোন বিভাগের আর কী-কী করণীয় ছিল, গ্রুপের প্রথম ম্যাচেই ইতালির বিরুদ্ধে মহাযুদ্ধে কোন কোন অস্ত্রে আরও শান দরকার, ট্রেনিংয়ে কী করম মানসিকতা চাই এমন ন’দফা বিবরণীর এক তালিকা সে দিনের ড্র ম্যাচে সান লাইফ স্টেডিয়ামে তিন সিংহের টিমের ড্রেসিংরুমের দরজার পিছনে সেঁটে দিয়েছিলেন ম্যানেজার হজসন।

ইংল্যান্ডের জাতীয় ফুটবল সংস্থা এফএ-র নির্দেশেই নাকি এমন নির্দেশনামার তালিকা টাঙিয়েছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপ দলের সার্পোট টিম। সে দিন ড্রেসিংরুম ছেড়ে রিও দে জেনেইরো-র বিমান ধরতে মায়ামি বিমানবন্দর যাওয়ার প্রাক্কালে এফএ কর্তারা ইংল্যান্ড দলের সামনে বক্তব্য রাখেন। তার আগেই বক্তব্য রেখেছিলেন ম্যানেজার হজসন। শেষ ওয়ার্ম আপ ম্যাচের পরপরই ইংল্যান্ড ড্রেসিংরুমে একটি ব্যানার-ও টাঙিয়ে দিয়েছিলেন হজসন ‘আমরা ইতালির জন্য তৈরি!!!’ এমনই তিনটে বিস্ময়সূচক দিয়ে ইংরেজি ক্যাপিটাল লেটার-এ লেখা ব্যানার।

আরও নির্দেশ আছে। ‘ফকল্যান্ড নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিও না ইংল্যান্ড দলের কেউ।’ বিরাশিতে আর্জেন্তিনার সঙ্গে ফকল্যান্ড দ্বীপ নিয়ে ব্রিটিশদের যুদ্ধের সময় এই ইংল্যান্ড দলের মাত্র তিনজন ফুটবলার জন্মেছিলেন। অধিনায়ক জেরার, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড এবং রিকি ল্যাম্বার্ট। ফলে নতুন প্রজন্মের ইংরেজ ফুটবলারদের কাছে ফকল্যান্ড যুদ্ধ ইতিহাসের বইতেই সীমাবদ্ধ।

হন্ডুরাসের বিরুদ্ধে ইংল্যান্ডের বল পজেশন ৬৭ পার্সেন্টেজ থাকলেও গোলে শট গোটা ম্যাচে মাত্র তিনটে নিতে পেরেছিলেন হজসনের ছেলেরা। ফলে বলের উপর দখল নিয়েও বক্তব্য রয়েছে সেই ফাঁস হয়ে যাওয়া গোপন নির্দেশনামায়। এমনকী তালিকার বাঁ-দিকে লেখা ছিল কোন চার জন ইংরেজ ফুটবলার টিমের প্লেয়ারদের তরফে বক্তব্য রাখতে পারেন— জর্ডান হেন্ডারসন, জো হার্ট, লেটন বেইন্স এবং ফিল জাগিয়েলকা।

সব মিলিয়ে রীতিমতো জমজমাট গোপন নির্দেশনামা। এবং তার নাটকীয় পর্দা ফাঁস।

যার পরেও অবশ্য ইংল্যান্ড শিবিরে ভাল সময় পুরোপুরি ফিরিয়ে আনা যাচ্ছে না। ব্রাজিলে পা রেখে তাদের প্রথম দিনের প্র্যাকটিসেই ছন্দপতন ইংল্যান্ড দলের। সোমবারই রিওতে টিমের ট্রেনিংয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বসেন ইংরেজ অধিনায়ক জেরার। হন্ডুরাস ম্যাচে তাঁকে প্রথম পঁয়তাল্লিশ মিনিটের বেশি খেলাননি হজসন। এ দিন প্র্যাকটিসে কিছুক্ষণ কাটিয়েই মাঠ ছেড়ে বেরিয়ে যান ইংল্যান্ড মাঝমাঠের সেরা অস্ত্র।

সেই ন’দফা তালিকা

১) আরও ভাল ভাবে আমাদের বলের ব্যবহার করা উচিত ছিল।

২) কোনও চোট-আঘাত লাগেনি, এটা ভাল ব্যাপার।

৩) গোলের সেরা সুযোগ কিন্তু আমাদের কাছেই এসেছিল।

৪) প্র্যাকটিসের ওয়ার্কআউট নিয়ে ফুটবলাররা খুশি।

৫) ব্রাজিলেও আমরা পাওয়ার ফুটবলের মুখে পড়তে পারি।

৬) মাঠে আমরা ঠান্ডা মানসিকতা দেখাতে পেরেছি।

৭) রিওতে বেসক্যাম্পের দিকে তাকিয়ে আছি। আসল ব্যাপারের শুরু সেখান থেকেই।

৮) ফকল্যান্ড নিয়ে কোনও প্রশ্নের জবাব দেব না আমরা।

৯) ইতালির জন্য আমরা তৈরি!!! ইতালি নিয়ে কোনও কথা নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

fifa world cup roonrey
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE