Advertisement
০৩ মে ২০২৪
এজেন্ট বলছে ইরিনা সময় পাচ্ছেন না

রোনাল্ডোকে জার্মান বিদ্রুপ, ব্যালন জিতেও কিন্তু অন্য ট্রফিটা হারালে

ব্যালন ডি’অর শেষ হয়ে গিয়েছে প্রায় তিন দিন হল। রিয়াল মাদ্রিদের হয়ে নতুন যুদ্ধও শুরু হয়ে গেল তাঁর। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এই মুহূর্তে মাঠের পারফরম্যান্সের চেয়ে তাঁর বাইরের জীবন নিয়ে মাইক্রোস্কোপের তলায় বেশি পড়তে হচ্ছে। কারণ অবশ্যই ইরিনা শায়েকের সঙ্গে তাঁর আসন্ন বিচ্ছেদ নিয়ে জল্পনা। যা এ দিন আরও জোরালো হয়েছে কয়েকটা ঘটনার পর।

সাক্ষাৎকারে হঠাৎ ব্যাঘাত। বাবার শোয়ের মাঝে হাজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র। খুদে সুপারম্যানের পোশাকে। ছবি: টুইটার।

সাক্ষাৎকারে হঠাৎ ব্যাঘাত। বাবার শোয়ের মাঝে হাজির ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র। খুদে সুপারম্যানের পোশাকে। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৫ ০৩:২৪
Share: Save:

ব্যালন ডি’অর শেষ হয়ে গিয়েছে প্রায় তিন দিন হল। রিয়াল মাদ্রিদের হয়ে নতুন যুদ্ধও শুরু হয়ে গেল তাঁর। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এই মুহূর্তে মাঠের পারফরম্যান্সের চেয়ে তাঁর বাইরের জীবন নিয়ে মাইক্রোস্কোপের তলায় বেশি পড়তে হচ্ছে। কারণ অবশ্যই ইরিনা শায়েকের সঙ্গে তাঁর আসন্ন বিচ্ছেদ নিয়ে জল্পনা। যা এ দিন আরও জোরালো হয়েছে কয়েকটা ঘটনার পর।

যেমন, গত কাল টুইটার থেকে রোনাল্ডোকে ‘আনফলো’ করার পর এ দিন ইরিনা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সিআর সেভেনের একটা ছবি মুছে দেন। সে ছবিটা আবার গত বছর রোনাল্ডোর ব্যালন ডি’অর পুরস্কার হাতে ছবি। এ তো গেল একটা ধাক্কা। দ্বিতীয় ধাক্কাটা দিয়েছে ইরিনার এক এজেন্ট। রোনাল্ডো-ইরিনা বিচ্ছেদ নিয়ে তোলপাড় শুরু হয়ে যাওয়ার পর এত দিন কোনও পক্ষই মুখ খোলেনি। এ বার নিউ ইয়র্কে ইরিনার এক এজেন্ট ব্যাখ্যা করেছেন কেন ব্যালন ডি’অর রাতে জুরিখ যেতে পারেননি ইরিনা। “ওর এত কাজের চাপ ছিল যে সময়ই বার করতে পারেনি,” বলেছেন সেই এজেন্ট। ঘটনা হল, রুশ সুন্দরীর এজেন্ট যাই বলুন না কেন, অনেকেই ধরে নিচ্ছেন রোনাল্ডোর সঙ্গে পারিবারিক ঝামেলার কারণেই হয়তো আর সম্পর্ক রাখতে নারাজ ইরিনা।

এত কিছুর পর মিডিয়া যে দু’জনের সম্পর্ক নিয়ে তুলকালাম বাধাবে, তা নিয়ে প্রশ্ন ছিল না। রোনাল্ডোকে সবচেয়ে বেশি বিঁধেছে জার্মান মিডিয়া। ব্যালন ডি’অরের লড়াইয়ে রোনাল্ডোর কাছে ম্যানুয়েল ন্যয়ারের হারটা তারা এখনও হজম করে উঠতে পারেনি। দিন দু’য়েক আগে রোনাল্ডোকে বলা হয়েছিল, ‘মদ্যপ ভল্লুক’। এখন বলা হচ্ছে, ‘ভগ্ন হৃদয় যুবক’। জার্মান সংবাদপত্র ‘বিল্ড’ ধরেই নিয়েছে ‘ইরিনা-ট্রফি’ হারিয়েছে রোনাল্ডো। লেখা হয়েছে, “রোনাল্ডো ব্যালন ডি’অর জিততে পারে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ ট্রফি ও হারিয়েছে।”

রোনাল্ডোর ব্যক্তিগত জীবন নিয়ে কাঁটাছেড়ায় অবশ্য শুধু ইরিনাই নেই। আছে তাঁর পুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রও। ব্যালন ডি’অর মঞ্চে ওঠার থেকে শুরু করে বাবার প্রতিদ্বন্দ্বী মেসির সঙ্গে হাত মেলানো-- ইতিমধ্যেই ক্রিশ্চিয়ানো জুনিয়র সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের ‘ডার্লিং’ হয়ে উঠেছে। এ বার তার আর এক কীর্তি নিয়েও হৈচৈ পড়ে গিয়েছে। বাবার ব্যক্তিগত সাক্ষাৎকারের সময় হঠাৎ হাজির ছেলে। একেবারে খুদে সুপারম্যান সেজে। বিখ্যাত কমিক বুক নায়কের পোশাক পরে বাবাকে চমকে দেয় ক্রিশ্চিয়ানো জুনিয়র। যা দেখে হাসি আটকাতে পারেনি বাবা। এই ভিডিও ‘ট্রেন্ড’ হতে সময় নেয়নি সোশ্যাল সাইটগুলোয়।

ব্যক্তিগত জীবনে যতই টানাপোড়েন আসুক, পেশাদার জীবনে একের পর এক স্বীকৃতি পাচ্ছেন রোনাল্ডো। ব্যালন ডি’অর পাওয়ার কয়েক দিনের মধ্যেই সিআর সেভেন নির্বাচিত হলেন পর্তুগালের ইতিহাসে সেরা ফুটবলার। ইউসেবিও, লুই ফিগোর মতো মহাতারকাদের পিছনে ফেলে দিয়ে রোনাল্ডোর টুপিতে জুড়ল আর এক পালক। আর সেরা নির্বাচিত হয়ে সিআর সেভেন বলছেন, “আমায় আরও উন্নতি করতে হবে।”

বড় রোনাল্ডোর প্রত্যাবর্তন

মার্কিন ক্লাব ফোর্ট লডারডেল স্ট্রাইকার্সের আংশিক মালিকানা কিনেছেন ব্রাজিল তারকা রোনাল্ডো। এবং সে প্রসঙ্গে জানিয়েছেন, ক্লাবের কোচ চাইলে খেলতেও রাজি তিনি। “প্রচুর ট্রেনিং করব। কোচের যদি দরকার হয়, মাঠে ফিরব,” বলেন ৩৮ বছরের স্ট্রাইকার। যিনি শেষ বার খেলেছেন চার বছর আগে, কোরিন্থিয়ান্সের জার্সিতে। লডারডেল খেলে মার্কিন ফুটবলের দ্বিতীয় সারির লিগ নর্থ আমেরিকান সকার লিগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

ronaldo ballon d'or
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE