Advertisement
২১ মে ২০২৪
ফান পার্সিকে ছিটকে দিল চোট

শেষ আটে মোয়েস বনাম গুয়ার্দিওলা

ডেভিড মোয়েসের দুঃসময় কাটার কোনও লক্ষণ নেই। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেতাবের অন্যতম দাবিদার বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ড্রয়ের পর মাথায় হাত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকদের। তার উপর আবার হাঁটুর চোটে টিমের তারকা স্ট্রাইকার রবিন ফান পার্সি চার থেকে ছ’সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন। বায়ার্নের বিরুদ্ধে দু’পর্বেই ডাচ তারকার খেলার কোনও সম্ভাবনা নেই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৪ ০৩:৪৮
Share: Save:

ডেভিড মোয়েসের দুঃসময় কাটার কোনও লক্ষণ নেই। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেতাবের অন্যতম দাবিদার বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ড্রয়ের পর মাথায় হাত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকদের। তার উপর আবার হাঁটুর চোটে টিমের তারকা স্ট্রাইকার রবিন ফান পার্সি চার থেকে ছ’সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন। বায়ার্নের বিরুদ্ধে দু’পর্বেই ডাচ তারকার খেলার কোনও সম্ভাবনা নেই।

বুধবার অলিম্পিয়াকোসের বিরুদ্ধে হ্যাটট্রিক করে ‘রেড ডেভিলস’কে শেষ আটে তুলেছিলেন ফান পার্সি। তাঁর আগুনে ফর্ম দেখে প্রিমিয়ার লিগে সাত নম্বরে নেমে যাওয়া ম্যান ইউয়ের সমর্থকরা কিছুটা হলেও আশায় ছিলেন টিম উঠে দাঁড়াবে। কিন্তু ফান পার্সির চোটের পর চ্যাম্পিয়ন্স লিগ তো বটেই প্রিমিয়ার লিগেও ম্যান ইউ বড়সড় সমস্যায় পড়ে গেল।

ম্যান ইউ কোচ যদিও অলিম্পিয়াকোসকে দ্বিতীয় পর্বের ম্যাচে ৩-০ হারিয়ে কোয়ার্টার ফাইনালের ড্রয়ে তুলতে পারার উচ্ছ্বাস এখনও ধরে রেখেছেন। ড্রয়ের পর মোয়েস বলে দেন, “চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ড্রয়ে আমরা। দারুণ লাগছে। সম্ভবত এ বারের খেতাব জয়ের ফেভারিট আর গত বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে আমাদের খেলতে হবে। খুব কঠিন ড্র তাতে সন্দেহ নেই। তবে আশা হারাচ্ছি না। ঘরের মাঠেই দ্বিতীয় লেগের ম্যাচ হলে ভাল। এই সুযোগটা আমাদের নিতে হবে।”

চ্যাম্পিয়ন্স লিগের ড্র-এ নাম তুলছেন ফিগো। পাশে ফিফা কর্তা জিয়ানি ইনফান্তিনো। ছবি: এপি

১৫ বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অ্যালেক্স ফার্গুসনের ম্যান ইউকে ওলে গানার সলজায়ার এবং টেডি শেরিংহ্যামের গোল জিতিয়েছিল। চার বছর আগে অ্যাওয়ে গোলে ম্যান ইউয়ের ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ করে দিয়ে বায়ার্ন যার শোধ নেয়। তবে চলতি মরসুমে যত খারাপ পারফর্মই করুক জার্মান ক্লাব হালকা ভাবে নিতে নারাজ ‘রেড ডেভিলস’কে। বায়ার্নের ক্যাপ্টেন ফিলিপ লাম যেমন বলে দেন, “ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রিমিয়ার লিগের এখন যা অবস্থান তার প্রভাব যাতে এই ম্যাচ খেলতে নেমে আমাদের মধ্যে না পড়ে সেটা দেখতে হবে। আমরা ম্যাঞ্চেস্টারে আক্রমণাত্মক ফুটবল খেলব আর গোল করব। অ্যাওয়ে ম্যাচ প্রথমে খেলা মানেই চাপে পড়ে যাওয়া বলে আমার মনে হয় না।”

প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা চেলসি আবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে মুখোমুখি হবে জ্লাটান ইব্রাহিমোভিচের প্যারিস সাঁ জাঁর। প্রথম পর্বের ম্যাচ খেলতে হোসে মোরিনহোর টিমকে উড়ে যেতে হবে ফ্রান্সের রাজধানীতে। চেলসির মতো ঘরোয়া লিগে দুরন্ত ফর্মে রয়েছে প্যারিস সাঁ জাঁও। ইব্রার আগুনে ফর্মে ঘরোয়া লিগে দু’নম্বরে থাকা মোনাকোর থেকে আট পয়েন্টে এগিয়ে সাঁ জা।ঁ ঘরোয়া লিগের খেতাব জয়ের দৌড়ে ইব্রারাই ফেভারিট। তাই চেলসি আর সাঁ জাঁর লড়াইয়ে প্রবল গোলাগুলির আশায় সমর্থকরা। তবে চ্যাম্পিয়ন্স লিগে এর আগে দু’বারের সাক্ষাতের হিসেবে কিন্তু এগিয়ে রয়েছে মোরিনহোর টিমই। দু’বারই চেলসি অপরাজিত ছিল।

শালকেকে দু’পর্ব মিলিয়ে ৯-২ হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা রিয়াল মাদ্রিদের সামনে আবার গত বারের রানার্স বরুসিয়া ডর্টমুন্ড। দুরন্ত ফর্মে থাকা রোনাল্ডো আর বেলের টিম, রিয়ালকেই হারিয়ে ফাইনালে উঠেছিল ডর্টমুন্ড। প্রথম পর্বে ৪-১ জেতার পর দ্বিতীয় পর্বে ০-২ হেরেছিল জার্মান ক্লাব। আর বার্সেলোনা মুখোমুখি হবে স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী আটলেটিকো মাদ্রিদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

moyes guardiola champions league
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE