Advertisement
৩০ এপ্রিল ২০২৪

‘হুদহুদ’ হানায় সংশয় তৃতীয় ওয়ান ডে নিয়ে

আইপিএল-অস্ত্রে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে বিদ্রোহ দমন করা গেলেও প্রকৃতির সঙ্গে লড়াই হবে কোন অস্ত্রে? বিশাখাপত্তনমে ১৪ অক্টোবরের ওয়ান ডে নিয়ে বোর্ডের অন্দরমহলে এখন প্রশ্ন এটাই।

পিচ পরীক্ষা। শুক্রবার কোটলায় ধোনি। ছবি: পিটিআই

পিচ পরীক্ষা। শুক্রবার কোটলায় ধোনি। ছবি: পিটিআই

রাজীব ঘোষ
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৪ ০৩:৫৯
Share: Save:

আইপিএল-অস্ত্রে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে বিদ্রোহ দমন করা গেলেও প্রকৃতির সঙ্গে লড়াই হবে কোন অস্ত্রে? বিশাখাপত্তনমে ১৪ অক্টোবরের ওয়ান ডে নিয়ে বোর্ডের অন্দরমহলে এখন প্রশ্ন এটাই।

যা পূর্বাভাস, রবিবার সাইক্লোন হুদহুদ আছড়ে পড়তে পারে অন্ধ্র উপকূলের বিশাখাপত্তনমে। তার দু’দিন পরই সেখানে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ান ডে। কী করে হবে সেই ম্যাচ, সেই চিন্তায় ডুবে বোর্ড ও অন্ধ্র ক্রিকেট সংস্থা। ওয়েস্ট ইন্ডিজ শিবিরেও নাকি তৃতীয় ওয়ান ডে সরানোর অনুরোধ নিয়ে চিন্তাভাবনা চলছে।

ধর্মশালায় চতুর্থ ওয়ান ডে হওয়া নিয়েও এ দিন প্রবল অনিশ্চয়তা দেখা দিয়েছিল। কাঙরা বিমানবন্দরে বড় বিমান নামানো নিয়ে বিমান সংস্থা আপত্তি তোলায় সমস্যার শুরু। শেষ পর্যন্ত দু’টি আলাদা বিমান সংস্থাকে রাজি করিয়ে দিল্লি থেকে দু’টি চার্টার্ড বিমানের ব্যবস্থা করার পরই সমস্যা আপাত ভাবে মিটেছে বলে রাতে জানালেন হিমাচল ক্রিকেট সংস্থার কর্ণধার অনুরাগ ঠাকুর।

কিন্তু বিশাখাপত্তনমে সাইক্লোন আটকে কী করে ম্যাচ করবে বোর্ড? প্রশ্ন সেটাই। তা হলে কি তৃতীয় ওয়ান ডে সরিয়ে দেওয়া হতে পারে? বোর্ডের ক্রীড়াসূচি কমিটির সদস্য রাজীব শুক্ল বলছেন, “যতক্ষণ না আয়োজক রাজ্য সংস্থা জানাচ্ছে তারা অপারগ, বোর্ড ভেনু বদলাতে পারে না। অন্ধ্র সংস্থা এখনও কিছু জানায়নি। তাই এখনই সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না।” অন্ধ্রের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান প্রশাসক এমএসকে প্রসাদ জানিয়ে দিলেন, “ঝড় আসতে পারে রবিবার। ম্যাচ মঙ্গলবার। আমাদের মাঠের ড্রেনেজ সিস্টেম যথেষ্ট ভাল। বৃষ্টি থেমে গেলে ম্যাচ করতে অসুবিধা হবে না। স্থানীয় আবহাওয়া দফতরের সঙ্গে কথা বলে দু’এক দিনের মধ্যেই সিদ্ধান্ত নেব।”

মঙ্গলবার ম্যাচ হলেও দুই দলের যে রবিবার শহরে পৌঁছনোর কথা, তা নিয়ে প্রসাদ জানান, “দুই দলকে রবিবার কাছাকাছি অন্য কোনও শহরে রেখে প্র্যাকটিসের ব্যবস্থা করে দেওয়া যায় কি না, সেটাই দেখছি।” প্রতিকূল আবহাওয়ায় প্লেয়াররা বিশাখাপত্তনমে যেতে চাইবেন কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে বলে শোনা গেল। দিল্লি ক্রিকেট সংস্থার এক কর্তা জানালেন, ক্যারিবিয়ানরা নাকি এই ঝঁুকি নিতে রাজি নন। তাঁরা ম্যাচ সরানোর অনুরোধ জানাতে পারেন। যদিও ওয়েস্ট ইন্ডিজ দলের এক কর্তা বললেন, “আমরা খবরটা জানি। কিন্তু এমন কোনও আবেদনের কথা আমার জানা নেই।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rajib ghosh new delhi cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE