Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Lok Sabha Election 2019

৫ বছরে মোদী সরকার বাংলাকে শুধু বঞ্চনাই করেছে, গয়েশপুরে বললেন মমতা

গত ৫ বছরে মোদী সরকার বাংলাকে বঞ্চনা করেছে, অভিযোগ মমতার। 

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১৩:৫৮
Share: Save:

গয়েশপুরে লোকসভা নির্বাচনের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্যের শুরুতেই শ্রীলঙ্কায় বিস্ফোরণে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তৃণমূল নেত্রী।

এর পর কল্যাণী-গয়েশপুর-রানাঘাট-সহ গোটা নদিয়া জেলায় উন্নয়নের খতিয়ান পেশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই সরকারের আমলে উন্নয়নে ‘মিরাকল’ হয়েছে।

ফুলিয়ায় হ্যান্ডলুম হাব, রানাঘাটে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়, মায়াপুরে ইসকন সিটি -সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। কিন্তু গত ৫ বছরে মোদী সরকার বাংলাকে বঞ্চনা করেছে, অভিযোগ মমতার।

মমতার বক্তব্য

• নরেন্দ্র মোদী প্রতিদিন মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন

• ওরা বসন্তের কোকিলের মতো, ভোটের সময় আসে, আর দেখা যায় না

• ৫ বছরে রাজ্যকে শুধু বঞ্চনাই করেছে মোদী সরকার

• গোটা নদিয়া জেলায় আমরা সবার জন্যই কিছু না কিছু করতে পেরেছি

• প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য স্মার্ট কার্ড পাবেন মহিলারা

• বাড়ির মহিলারাই ঘর সামলান, তাঁদের নামেই আমরা কার্ড করিয়ে দিচ্ছি

• আমাদের সরকারের প্রচুর কাজ

• কলা চাষ হয়, লাল শাক চাষ হচ্ছে, ধান-পাট চাষ হচ্ছে, তাদের জন্য শষ্যবিমা করা হয়েছে

• এই বিমার জন্য কৃষকদের এক টাকাও দিতে হবে না

• অটো চালক, গাড়ি চালক-সহ অসংগঠিত শ্রমিকদের জন্যও সামাজিক সুরক্ষা প্রকল্প করা হয়েছে

• পাঁচ বছরের মধ্যে সাড়ে চার বছর ধরে শুধু বিদেশে ঘুরে বেড়িয়েছেন

• আর এখন সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন

• সব রাজ্যেই সব রাজ্যের লোক থাকে, সেটাই আমাদের পরম্পরা

• এ রাজ্য থেকে ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল, তাদের মেরে তাড়িয়ে দিল

• প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলে তাঁদের সাহায্য দিই

• আমার নিজের কোনও পরিবার নেই

• আমি ‘মা মাটি মানুষ’-এর জন্য

• মন্দিরে গেলে আমাকে জিজ্ঞেস করেন, মা আপনার গোত্র কী, আমি বললাম আমার গোত্র ‘মা-মাটি-মানুষ’

• আমি সাংসদ হিসেবে পেনশন পাই, কিন্তু আমি টাকা নিই না

• মুখ্যমন্ত্রী হিসেবে এক লাখ টাকা মাইনে নিতে পারতাম, কিন্তু আমি নিই না

• আমার খরচ চলে বই লিখি, তার রয়্যালটির টাকায়

• আমি গান লিখি, সুর দিই— সেই সব টাকা পাই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE