Advertisement
২৪ এপ্রিল ২০২৪
State News

আত্মহত্যা বলল পুলিশ, অমিত বললেন খুন, চাপের মুখে বদলি পুলিশ সুপার

এ দিন বলরামপুরের ডাভা গ্রামে দুলাল কুমার নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার দিন তিনেক আগেই আরও এক বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল।

বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র পুরুলিয়ার বলরামপুর। নিজস্ব চিত্র।

বিজেপি কর্মীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র পুরুলিয়ার বলরামপুর। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০১৮ ১৯:১৫
Share: Save:

সাংবাদিক বৈঠক করে তিনি বলেছিলেন দুলাল কুমারের মৃত্যু আত্মহত্যা বলেই মনে হচ্ছে। সেই বৈঠকের কয়েক ঘণ্টার মধ্যেই পুরুলিয়ার পুলিশ সুপার জয় বিশ্বাসকে সরিয়ে দিল নবান্ন। শনিবার তিনি বলেন, “মৃতদেহ দেহ পরীক্ষা করে প্রাথমিক ভাবে মনে হয়েছে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।” পুলিশ সুপারের এই মন্তব্যকে ঘিরেই রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে যায়। প্রশ্ন ওঠে, ময়নাতদন্তের রিপোর্ট না পেয়েই কী ভাবে এমন ধারণা হল পুলিশের!

এ দিন বলরামপুরের ডাভা গ্রামে দুলাল কুমার নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার দিন তিনেক আগেই আরও এক বিজেপি কর্মী ত্রিলোচন মাহাতোর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। ত্রিলোচনের মৃত্যু রহস্যই থেকে গিয়েছে এখনও পর্যন্ত। যদিও বিজেপি এই দুই’টি ঘটনার ক্ষেত্রে তৃণমূল আশ্রিত দু্ষ্কৃতীদের দিকে আঙুল তুলেছে। তাদের অভিযোগ, ওই দুই কর্মীকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে খুন করা হয়েছে। একই সুর শোনা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের গলায়। তিনি টুইট করে জানান, “শুনে খুবই খারাপ লাগছে পশ্চিমবঙ্গের বলরামপুরে বিজেপির আরও এক জন কর্মীকে খুন করা হয়েছে। সন্ত্রাস, খুনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক ও অমানবিক। রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় মমতার সরকার সম্পূর্ণ ব্যর্থ।”

রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ আবার বলেছেন, পেশাদার খুনি দিয়ে পরিকল্পনা করে খুন করা হয়েছে ওই বিজেপি কর্মীকে। সিবিআই তদন্ত না হলে আসল সত্যটা উদ্ঘাটিত হবে না। সিআইডি তদন্ত লোক দেখানো। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়ও। যদিও তৃণমূল নেতৃত্ব বিজেপির সব অভিযোগ খারিজ করে দিয়েছে। পাল্টা তারা দাবি করেছে, এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই। তৃণমূলও এই দু’টি ঘটনার সঙ্গে কোনও ভাবেই জড়িত নয়। বহিরাগতরা এই কাণ্ড ঘটিয়েছে। স্থানীয় তৃণমূল বিধায়ক শান্তিরাম মাহাতো বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই স্পষ্ট হবে এটা আত্মহত্যা না খুন। তবে এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।”

সাংবাদিক বৈঠক কী বলেছিলেন পুরুলিয়ার পুলিশ সুপার জয় বিশ্বাস? দেখুন ভিডিয়ো

তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ও’ব্রায়েন এই ঘটনায় আবার বজরং দল, বিজেপির দিকেই ইঙ্গিত করেছেন। তিনি বলেন, “আমরা এই খুনের তীব্র নিন্দা করছি। সমস্ত দিক খতিয়ে দেখা হবে। এই জঘন্য কাজ যারা করেছে তাদের শাস্তি হবেই। এই ঘটনায় মাওবাদী, বজরং দল, বিজেপি বা ঝাড়খণ্ড সীমান্ত এলাকার কারও যোগ আছে কি না সঠিক তদন্ত করে সত্যটা খুঁজে বের করতে হবে।”

সিবিআই তদন্তের দাবি তুলে রবিবার ১২ ঘণ্টার পুরুলিয়া বন্‌ধের ডাক দিয়েছে বিজেপি। বলরামপুরে দুই কর্মীর মৃত্যুর প্রতিবাদে এ দিন কলকাতায় মিছিল করে বিজেপি।

আরও পড়ুন: ত্রিলোচন খুনে সিবিআই চায় বিজেপি, আততায়ী কারা, ধন্দ

আরও পড়ুন: পুরুলিয়ায় ফের এক বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ, পুলিশ-জনতা সংঘর্ষে ইটবৃষ্টি, লাঠিচার্জ

ত্রিলোচন মাহাতোর রহস্যমৃত্যুর ঠিক তিন দিন পরেই শনিবার আরও এক বিজেপি কর্মী দুলাল কুমারের ঝুলন্ত দেহ মেলে বলরামপুরে। হাইটেনশন বিদ্যুতের টাওয়ার থেকে ঝুলন্ত অবস্থায় তাঁরে দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় ডাভা গ্রাম। দেহ উদ্ধার করতে গেলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয় গ্রামবাসীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। প্রায় সাড়ে সাত ঘণ্টা পরে দেহ উদ্ধার হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Purulia Balarampur BJP TMC Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE