Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Dearness Allowance

ডিএ মামলার সংশোধিত আবেদন চাইল ট্রাইবুনাল

বুধবার তাদের দায়ের করা ডিএ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানিতে স্যাট জানিয়েছে, মুখ্যসচিব পরিবর্তন হয়েছেন। রাজীব সিংহের জায়গায় মুখ্যসচিব এখন আলাপন বন্দ্যোপাধ্যায়। তাই সংশোধিত আবেদন জমা করতে হবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২০ ০৪:১৬
Share: Save:

নতুন মুখ্যসচিব হওয়ায় সরকারি কর্মচারী পরিষদকে সংশোধিত আবেদন জমা করতে বলল রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল (স্যাট)। সংগঠন সূত্রের দাবি, বুধবার তাদের দায়ের করা ডিএ সংক্রান্ত আদালত অবমাননা মামলার শুনানিতে স্যাট জানিয়েছে, মুখ্যসচিব পরিবর্তন হয়েছেন। রাজীব সিংহের জায়গায় মুখ্যসচিব এখন আলাপন বন্দ্যোপাধ্যায়। তাই সংশোধিত আবেদন জমা করতে হবে। তাতে নতুন মুখ্যসচিবের নাম অন্তর্ভুক্ত করতে হবে সাতদিনের মধ্যে। পাশাপাশি, স্যাটের গত ২৬ জুলাইয়ের রায়-সহ একটি নোটিসও পাঠাতে হবে নতুন মুখ্যসচিবকে। স্যাটে পরিষদের করা মামলার পরবর্তী শুনানি হবে ২০ জানুয়ারি।

গত ২৩ সেপ্টেম্বর কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের দায়ের করা আদালত অবমাননা মামলার শুনানিতে স্যাট জানিয়েছিল, ১৬ ডিসেম্বর পরবর্তী শুনানির আগে সরকারকে তাদের আগের (২০১৯ সালের ২৬ জুলাইয়ের) রায় কার্যকর করতে হবে। ২০১৯ সালের ২৬ জুলাই স্যাটের নির্দেশ ছিল, তিন মাসের মধ্যে বকেয়া মহার্ঘভাতার হিসেব কষে সরকারি কর্মীদের তা দেওয়ার পদ্ধতি বার করে ছ’মাসের মধ্যে মিটিয়ে দিতে হবে। রায় অনুযায়ী, ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করার আগেই বকেয়া ডিএ দিতে হত সরকারকে। কিন্তু বেতন কমিশন কার্যকর হওয়ার পরেও ডিএ ঘোষণা না হওয়ায় সরকারের বিরুদ্ধে স্যাটে আদালত অবমাননার মামলা করেছিল সরকারি কর্মচারী সংগঠনগুলি। কর্মচারী সংগঠনগুলি মনে করছে, কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামকেও নতুন মুখ্যসচিবের কাছে স্যাটের গত রায়ের প্রতিলিপি পাঠাতে হবে। তবে তাদের জন্য নির্ধারিত থাকা ১৬ ডিসেম্বরের শুনানির দিন বদল হবে কি না, তা স্পষ্ট হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dearness Allowance Tribunal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE