Advertisement
২৬ এপ্রিল ২০২৪
TMC

জগদ্দলে বিশ্ববাংলার ‘ব’ কেটে রাম, তদন্তে পুলিশ

জগদ্দলের অন্যতম ব্যস্ত এবং জনবহুল এলাকা হনুমান মন্দির চত্বর। মন্দির চত্বরের সামনেই রয়েছে রাজ্য সরকারের প্রতীক বিশ্ববাংলা। যার লোগো হল ‘ব’।

বিশ্ব বাংলার লোগোতে দেখা যাচ্ছে পরিবর্তন।

বিশ্ব বাংলার লোগোতে দেখা যাচ্ছে পরিবর্তন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০১৯ ১৯:৪৯
Share: Save:

রাজ্য সরকারের প্রতীক বিশ্ব বাংলার ‘ব’ বিকৃত করে ‘রাম’ লেখার অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার জগদ্দলে। তৃণমূলের অভিযোগ, এই ঘটনার পিছনে রয়েছে বিজেপি। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।

জগদ্দলের অন্যতম ব্যস্ত এবং জনবহুল এলাকা হনুমান মন্দির চত্বর। মন্দির চত্বরের সামনেই রয়েছে রাজ্য সরকারের প্রতীক বিশ্ববাংলা। যার লোগো হল ‘ব’। মন্দিরের অন্যতম সেবায়েত ধনঞ্জয় দাস সোমবার বলেন, ‘‘আজ কয়েক জন স্থানীয় বাসিন্দা আমাকে বিষয়টি দেখান। দেখি বিশ্ববাংলার হলুদ রঙের ‘ব’-এর তলায় হলুদ রং দিয়ে গোল বিন্দু দিয়ে ‘র’ করে দেওয়া হয়েছে। তার সঙ্গে আ-কার দিয়ে পাশে হিন্দিতে ‘ম’ লিখে রাম লেখা হয়েছে।’’

ধনঞ্জয়বাবুর দাবি, তিনি জানেন না কখন এই ঘটনা ঘটেছে বা কারা করেছে। বিশ্ব বাংলার ‘ব’ কেটে রাম লেখার খবর ছড়িয়ে পড়তেই হনুমান মন্দির চত্বরে জমায়েত হয় স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের। তাঁরা বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপি যদিও ওই অভিযোগ অস্বীকার করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন নবান্নে এই ঘটনা প্রসঙ্গে বলেন, ‘‘এ তো গোটা রাজ্যেই চলছে। বিশ্ববাংলা সরকারি প্রতীক। আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।”

আরও পড়ুন, ১৭ মন্ত্রীর এলাকায় হার, কেউ মিডিয়াকে এড়াচ্ছেন, কেউ বলছেন, গোলমাল ছিল ইভিএম-এ

পুলিশ এ বিষয়ে মুখ না খুললেও, সূত্রের খবর, জগদ্দল থানা স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করছে। সরকারি সম্পত্তির ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে।

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া -পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police bjp Tmc
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE