Advertisement
E-Paper

গোপন কথাটি থাকছে না গোপন! তথ্য সুরক্ষায় ব্যয়বহুল ক্লাউডকে সরিয়ে ফের বাজার কাঁপাবে সিডি বা ডিভিডি?

সিনেমা, গান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ তথ্য ক্লাউডে জমা রাখছে আমজনতা। কিন্তু, এতে গোপনীয়তার অধিকার কতটা সুরক্ষিত, তা নিয়ে প্রশ্ন রয়েছে। আর তাই বাজারে ফের সিডি বা ডিভিডি ফিরতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০২৫ ১৮:২১
Representative Picture

তথ্য সুরক্ষার জন্য ফের বাজারে ফিরবে হারিয়ে যাওয়া সিডি বা ডিভিডি? —প্রতীকী ছবি।

সিনেমা, গান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ তথ্য। বর্তমানে সবকিছুই নিশ্চিন্ত মনে ক্লাউডে জমা রাখছে আমজনতা। কিন্তু কতটা সুরক্ষিত এই স্টোরেজ ডিভাইস? এর মাধ্যমে আদৌ কি গোপনীয়তার অধিকার রক্ষা সম্ভব? এই সমস্ত প্রশ্নে ইতিমধ্যেই টেক দুনিয়ায় পড়ে গিয়েছে শোরগোল। শুধু তা-ই নয়, সংশ্লিষ্ট ইস্যুতে ফের একবার পুরনো দিনের সিডি বা ডিভিডি ফিরে আসার কথাও বলতে শোনা গিয়েছে বিশ্লেষকদের গলায়।

প্রযুক্তি বিশেষজ্ঞদের একটা বড় অংশই মনে করেই, ক্লাউডের মতো স্টোরেজ ডিভাইসে সুরক্ষিত থাকে না গোপন তথ্য। কারণ এর নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে নেই। এজন্যেই আগামী দিনে সিডি বা ডিভিডির মতো ডিভাইসগুলি খুব দ্রুত বাজারে ফিরবে বলে মনে করছেন তাঁরা। সংশ্লিষ্ট ডিভাইসগুলি থেকে গ্রাহকের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করা শুধু কঠিনই নয়, একরকম যে অসম্ভব তা বলাই বাহুল্য।

ক্লাউডে রাখা ব্যবহারকারীর সমস্ত তথ্য থাকে সার্ভারে। আর তাই সেখানে সাইবার অপরাধীদের নজর পড়ার আশঙ্কা ষোলআনা। অন্যদিকে সিডি বা ডিভিডি গ্রাহকের নিজের সম্পত্তি। সেখানে রাখা তথ্য ব্যবহারকারী ছাড়া অন্য কারোর পক্ষে মুছে ফেলা বা চুরি করা সম্ভব নয়। দ্বিতীয়ত, ক্লাউড পুরোপুরি ইন্টারনেট নির্ভর। সেখানে কোনও সমস্যা দেখা দিলে ওই ডিভাইসে রাখা তথ্য অ্যাক্সেস করতে পারবেন না গ্রাহক। অন্যদিকে অফলাইন অবস্থাতেও দিব্যি চালানো যায় সিডি বা ডিভিডি।

তৃতীয়ত, খরচের দিক থেকে ক্লাইড বেশ ব্যয়বহুল। কারণ সংশ্লিষ্ট স্টোরেজ ডিভাইসটি ব্যবহার করার ক্ষেত্রে দিতে হয় ভাড়া। সিডি বা ডিভিডির ক্ষেত্রে সে সবের কোনও বালাই নেই। তাছাড়া এই হার্ডঅয়্যারগুলিকে দীর্ঘমেয়াদি স্টোরেজ বলা যেতে পারে। যাতে ২০ থেকে ৩০ বছরের জন্য তথ্য যত্ন সহকারে রাখতে পারবেন গ্রাহক। ক্লাউডের ক্ষেত্রে কিন্তু সার্ভার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না কেউই।

তবে নতুন করে বাজারে সিডি বা ডিভিডি ফেরানোর ব্যাপারে রয়েছে একাধিক চ্যালেঞ্জ। সে ক্ষেত্রে ব্যবহারকারীদের প্রয়োজন হবে সিডি প্লেয়ার বা ডিভিডি প্লেয়ারের। নতুন করে কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করতে হবে ওই সিস্টেম। যেটা বেশ খরচ সাপেক্ষ। ফলে সেই রাস্তায় নির্মাণকারী সংস্থাগুলি হাঁটবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা থাকছেই।

Storage Device Cloud storage Tech tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy