মোবাইল ফোনের টাওয়ার নিয়ে অ্যাপ্ল, অ্যামাজ়ন, ক্যাসি, মেটা বা ইনটেলের মতো মার্কিন টেক জায়ান্টদের সঙ্গে ভারতীয় টেলিকল সংস্থাগুলির বাড়ছে সংঘাত। কে নেই তাতে! ভোডাফোন, আইডিয়া, জিয়ো থেকে এয়ারটেল। এই একটি ব্যাপারে যাবতীয় প্রতিযোগিতা ভুলে সকলকেই একজোট হতে দেখা গিয়েছে। আর তাই শেষ পর্যন্ত এতে সরকারি হস্তক্ষেপের প্রয়োজন হবে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
জিয়ো, ভোডাফোন, আইডিয়া বা এয়ারটেলের মতো দেশীয় টেলিকম সংস্থাগুলি ভারতে ৬ গিগাহার্ৎজ় নেটওয়ার্ক ব্যান্ড ব্যবহার করতে ইচ্ছুক। এটি মূলত ইন্টারনেট পরিষেবার জন্য তৈরি করা হয়েছে। মার্কিন টেক জায়ান্টগুলি চাইছে সংশ্লিষ্ট স্প্রেকটামটি কেবলমাত্র ওয়াইফাইয়ের জন্যেই খোলা রাখুক সরকার। যদিও এ ব্যাপারে চূড়ান্ত আপত্তি রয়েছে দেশীয় টেলিকম সংস্থাগুলির।
জিয়ো, ভোডাফোন, আইডিয়া বা এয়ারটেলের যুক্তি, অচিরেই ভারতের বাজারে চলে আসবে ৬জি নেটওয়ার্ক। তখন গ্রাহকদের মধ্যে বাড়বে তার চাহিদা। আর তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে এখন থেকেই ৬ গিগাহার্ৎজ়ের নেটওয়ার্ক ব্যান্ড ব্যবহার করতে চাইছে তারা। এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতে, সেটাই এখন দেখার।