Advertisement
E-Paper

দুর্দান্ত র‌্যাম-প্রসেসর অথচ স্মার্টফোন চলছে গরুর গাড়ির গতিতে! কোন দিকে নজর দিলে চকিতে মিটে যাবে সমস্যা?

স্মার্টফোনের গতি বা হ্যাং করার সমস্যা শুধুমাত্র র‌্যাম এবং প্রসেসারের উপরে নির্ভর করে না। মুঠোবন্দি ডিভাইস কেনার সময় স্টোরেজের দিকেও নজর দিতে বলছেন বিশ্লেষকেরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৪
Representative Picture

প্রতীকী ছবি।

বছরখানেকও হয়নি নতুন স্মার্টফোন কিনেছেন। বাইরে থেকে দেখতেও দিব্যি নতুনের মতো। বোঝাই যাচ্ছে ফোনের অযত্ন করেন না। কিন্তু কিছু দিন ধরে মুঠোবন্দি ডিভাইসটিতে ধরা পড়েছে অদ্ভুত এক রোগ। একটু ঘাঁটাঘাঁটি করলেই হ্যাং করছে ফোন। চট করে খুলছে না কোনও অ্যাপ। কিন্তু কেন? এই সমস্যা এড়াতে ফোন কেনার সময়ে কোন দিকে নজর দেওয়া উচিত? আনন্দবাজার ডট কম-এর এই প্রতিবেদনে রইল তার হদিস।

স্মার্টফোন কতটা ভাল চলবে, তা মূলত নির্ভর করে প্রসেসর এবং র‌্যামের উপর। কিন্তু, এগুলি দুর্দান্ত হলেও হ্যাং করতে পারে ফোন। সেটার মূল কারণ হল স্টোরেজের স্বল্পতা। আর তাই মুঠোবন্দি ডিভাইস কেনার সময় রমের উপরেও রাখতে হবে কড়া নজর। রম যত বেশি হবে ততই স্মার্টফোনের হ্যাং করার সম্ভাবনা কমবে বলে স্পষ্ট করেছেন বিশ্লেষকেরা।

রম অর্থাৎ রিড অনলি মেমরি। সহজ কথায় একে ফোনের গুদামঘর বলা যেতে পারে। ছবি, ভিডিয়ো, গেম্‌স থেকে শুরু করে রিল্‌স— মুঠোবন্দি ডিভাইসের সব কিছু জমা হয় সেখানে। উদাহরণ হিসাবে, রম যদি ৬৪ গিগাবাইটের (জিবি) হয়, তা হলে সংশ্লিষ্ট স্মার্টফোনটিতে কম তথ্য রাখতে পারবেন গ্রাহক। সে ক্ষেত্রে দু’-একটা ফোরকেবি ভিডিয়ো তুললেই ভর্তি হয়ে যাবে ফোনের স্টোরেজ।

বিশ্লেষকদের দাবি, রম পূর্ণ হয়ে গেলে নিজের থেকেই তা কমিয়ে দেয় সফ্‌টঅয়্যারের গতি, যা পরবর্তী কালে হ্যাং করার মতো উপসর্গকে ডেকে আনে। এই সমস্যা দূর করতে হলে বেশি স্টোরেজওয়ালা ফোন বেছে নিতে হবে ব্যবহারকারীকে। পাশাপাশি, মুঠোবন্দি ডিভাইস কেনার সময় রমের গতির দিকেও নজর দিতে হবে তাঁদের।

এত দিন স্মার্টফোন নির্মাণকারী সংস্থাগুলি মূলত ব্যবহার করত ইএমএমসি স্টোরেজ। কিন্তু ফোনের গতি বাড়াতে ইউএফসি রম নিয়ে এসেছে তারা। এরও আবার বিভিন্ন শ্রেণিবিভাগ রয়েছে। দামি স্মার্টফোনে ইউএফসি-৩.১ রম দেখতে পাওয়া যায়। আর প্রিমিয়াম ফোনগুলিতে থাকে ইউএফএস-৪ বা ইউএফএস-৪.১ স্টোরেজ। অর্থাৎ সংখ্যা যত বাড়বে, তত গতিসম্পন্ন রম পাবেন গ্রাহক।

Smartphone Price Android Phone iphone
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy