টেক দুনিয়ায় হইচই। কিছু দিনের মধ্যেই স্মার্টফোন সংস্থাগুলি বাজারে আনছে একগুচ্ছ আল্ট্রা ফ্ল্যাগশিপ মডেল। এর মধ্যে অন্তত তিনটি মুঠোবন্দি ডিভাইসে থাকবে অত্যাধুনিক ‘কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এ জ়েন আই’ প্রসেসার। উদাহরণ হিসাবে প্রথমেই রিয়েলমি জিটি ৮-এর কথা বলা যেতে পারে। অনলাইন গেমের প্রতি আকর্ষণ থাকলে এই ফোনটি আদর্শ হতে চলেছে, বলছেন বিশ্লেষকেরা।
সূত্রের খবর, রিয়েলমি জিটি ৮-এ থাকবে সাত হাজার এমএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং। এ ছাড়া ১৪৪ হার্ৎজ়ের ৬.৭৯ ইঞ্চি এইচটিপিও কিউএইচডি প্লাস অ্যামোলেট ডিসপ্লে পাবেন গ্রাহক। ফোনটার ব্যাক ক্যামেরার সংখ্যা তিন বলে জানা গিয়েছে। এতে জুমের জন্য রয়েছে একটি টেলিফোটো লেন্স, যা অবশ্যই ছবিশিকারিদের খুশি করবে বলে আশাবাদী নির্মাণকারী সংস্থা।
স্মার্টফোনে সকলেই যে গেম খেলতে ভালবাসেন, এমনটা নয়। কোনও কোনও গ্রাহক আবার ছবি তোলাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তাঁদের জন্য বাজার কাঁপাতে এক্স৩০০ সিরিজ়ের মুঠোবন্দি ডিভাইসগুলিকে বাজারে আনছে ভিভো। চিনা সংস্থাটির এই ফোনগুলিতে থাকছে ‘মিডিয়াটেক ডন সিটি ৯৫০০’ প্রসেসার। ড্রাগনভূমিতে ইতিমধ্যেই যা ব্যবহার হচ্ছে। এ বার এক্স৩০০ সিরিজ়ের মাধ্যমে ভারতের বাজারে ‘মেগা এন্ট্রি’ নেবে ওই প্রসেসার।
পোট্রেট ছবি তোলার ক্ষেত্রে ভিভোর ফোনের যথেষ্ট সুখ্যাতি রয়েছে। চিনা সংস্থাটি জানিয়েছে এক্স৩০০ সিরিজ়ের মুঠোবন্দি ডিভাইসে থাকবে ২০০ মেগাপিক্সল ক্যামেরা। এর সাহায্যে দুর্দান্ত ভিডিয়োগ্রাফি করতে পারবেন ব্যবহারকারী। এর সঙ্গে ডিসেম্বর থেকে আইকুর-১৫ স্মার্টফোন কিনতে পারবেন গ্রাহকেরা। এই ডিভাইসটিতে আবার থাকবে ‘কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ এলিট জ়েন-৫’ প্রসেসার এবং টেলিফোটো জ়ুম লেন্স।
আইকুর-১৫ স্মার্টফোনের গ্রাহক পাবেন সাত হাজার এমএইচ ব্যাটারি এবং অপারেটিং সিস্টেম (ওএস) ৬-র সুবিধা। এর দাম ৬০ থেকে ৭০ হাজারের মধ্যে ঘোরাফেরা করতে পারে। এ ছাড়া বাজারে আসছে ওয়ানপ্লাস-১৫ মডেলের মুঠোবন্দি ডিভাইসও। ফিচারের দিক থেকে আইকু-১৫র সঙ্গে এর বেশ মিল রয়েছে। দু’টি ফোনেই একই প্রসেসার ব্যবহার করেছে নির্মাণকারী সংস্থা।
বাড়তি সুবিধা হিসাবে ওয়ানপ্লাস-১৫-এ থাকছে ৭,৩০০ এমএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং। বাজারে আসতে চলা নতুন ফোনের মধ্যে অবশ্যই বলতে হবে ওপোর ফাইন্ড এক্স নাইন এবং লাভার অগ্নি সিরিজ়ের কথা। প্রথমটিতে হ্যামেল ব্লাডের টিউনিং ক্যামেরা পাবেন ব্যবহারকারী। দ্বিতীয়টিতে ব্যাটারি ব্যাকআপ সাত হাজার এমএইচ বলে জানা গিয়েছে।