যত সময় গড়াচ্ছে, ততই বাজারে আসছে আরও উন্নত স্মার্টফোন। সেই সঙ্গে শক্তিশালী হচ্ছে ব্যাটারিও। ফলে অনেক ছোটখাটো সমস্যা নিজের থেকেই মিটিয়ে ফেলতে পারছে মুঠোবন্দি ডিভাইস। কিছু দিন আগে পর্যন্ত সারা রাত চার্জ দিলে ব্যাটারির ক্ষতি হয় বলে একটা প্রচলিত ধারণা ছিল। সেই ঝামেলা কিন্তু কাটিয়ে ফেলেছে আজকের দিনের স্মার্টফোন। তার পরেও সংশ্লিষ্ট ডিভাইসের ব্যাটারিকে চাঙ্গা রাখতে ব্যবহারকারীদের কয়েকটা বিষয় মাথায় রাখার পরামর্শ দিয়েছেন গ্যাজেট বিশ্লেষকেরা।
দীর্ঘ সময় ধরে স্মার্টফোন ব্যবহার করতে হলে তাতে সংশ্লিষ্ট সংস্থার ব্যাটারি থাকা আবশ্যক। কিছু ব্যবহারকারীর মধ্যে আবার চার্জে থাকা অবস্থায় ফোনে ভিডিয়ো গেম খেলার বদভ্যাস রয়েছে। অনেকে আবার চার্জিংয়ের পাশাপাশি ভিডিয়ো এডিটিং বা ভিডিয়ো রেকর্ডিংয়ের কাজ করেন থাকেন। বিশেষজ্ঞদের দাবি, এতে মুঠোবন্দি ডিভাইসের ক্ষতি হয় সবচেয়ে বেশি। ব্যাটারির পাশাপাশি এতে খারাপ হতে পারে প্রসেসার ও ক্যামেরা থেকে শুরু করে অন্য সমস্ত হার্ডঅয়্যার।
ভিডিয়ো গেম খেলা, ভিডিয়ো এডিটিং বা ভিডিয়ো রেকর্ডিংয়ের মতো কাজ করলে ফোনের উপর চাপ পড়ে সবচেয়ে বেশি। এতে ধীরে ধীরে গরম হতে থাকে ওই ডিভাইস। সেই অবস্থায় ব্যাটারিতে চার্জ দিলে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ফোনের ভিতরের তাপমাত্রা। একে স্মার্টফোনের সবচেয়ে বড় শত্রু বললে অত্যুক্তি হবে না।
গরম হওয়ার কারণে মুঠোবন্দি ডিভাইসের হার্ডঅয়্যার যত বেশি খারাপ হয়, ততই নীচের দিকে নামতে থাকে এর পারফরম্যান্স। বাইপাস চার্জিং থাকলেও এই সমস্যা এড়ানো অসম্ভব। আর তাই চার্জ দেওয়া অবস্থায় ফোন ঘাঁটাঘাঁটি না করাই ভাল। ওই সময় খুব প্রয়োজনে টেক্সট বা অল্প কথা বলা যেতে পারে। তবে চার্জিংয়ের সময়টা ফোনকে ঠান্ডা রাখা সবচেয়ে জরুরি, বলছেন বিশ্লেষকেরা।