ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
এক জনের পায়ে স্পোর্টস স্নিকার্স। আর এক জন দৌড়চ্ছে খালি পায়ে। দুই রোবটই যেন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। চিনের গোবি মরুভূমিতে এই দৃশ্য ধরা পড়ল। সমাজমাধ্যমে ছড়িয়েও পড়েছে সেই ভিডিয়ো (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘রোবট এরা’ নামের একটি চ্যানেল থেকে ইউটিউবে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মানুষের মতো দেখতে দু’টি রোবট গোবি মরুভূমির মধ্যে দিয়ে কেবল ছুটে চলেছে। দৌড়নোর সুবিধা হতে পারে বলে একটি রোবটের পায়ে পরানো হয়েছে স্পোর্টস স্নিকার্স। অন্য রোবটটি খালি পায়ে ছুটে চলেছে।
শুধু বালির উপর দিয়েই নয়, সমতলের পাশাপাশি নানা রকম চড়াই-উতরাই অতিক্রম করে ছুটে চলেছে সেই রোবট দু’টি। আসলে ‘টেস্ট রান’ করে রোবট দু’টির পরীক্ষা করা হচ্ছিল।
‘রোবট এরা’ নামে চিনের একটি হিউম্যানয়েড রোবট প্রস্তুতকারী সংস্থা ‘স্টার১’ নামে একটি রোবট তৈরি করেছে। তাদের দাবি, এই রোবটটি বিশ্বের দ্রুততম। দাবি করা হচ্ছে, টেসলার ‘অপটিমাস’ হোক অথবা বস্টন ডায়নামিক্সের ‘অ্যাটলাস’— সব রোবটকেই গতির খেলায় হারিয়ে দিতে পারে ‘স্টার১’।
চিনের সংস্থার তরফে জানানো হয়েছে, ‘স্টার১’ রোবটটি অবিকল মানুষের আচার-আচরণ নকল করতে পারে। এই রোবটটির উচ্চতা ৫.৬ ফুট। রোবটটির ওজন ৬৫ কেজির কাছাকাছি। প্রতি ঘণ্টায় প্রায় ১৩ কিলোমিটার দৌড়তে পারে ‘স্টার১’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy