Advertisement
E-Paper

দুরন্ত প্রসেসার, মারকাটারি রিফ্রেশ রেট! তিন চিপওয়ালা ফ্ল্যাগশিপ ফোনে বাজার কাঁপাচ্ছে চিনা সংস্থা

ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস-১৫তে রয়েছে তিনটে চিপ। এর জেরে কী কী বাড়তি সুবিধা পাবেন ব্যবহারকারী?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১৮:৩৯
Representative Picture

— প্রতীকী ছবি।

শীতের শুরুতে নতুন ফ্ল্যাগশিপ ফোন এনে বাজার কাঁপাচ্ছে ওয়ানপ্লাস। কী নেই তাতে? তিনটে চিপ, দুর্দান্ত প্রসেসার এবং গেমিংয়ের জন্য অ্যাড্রয়েডের দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি। এ ছাড়া ফাস্ট চার্জিং এবং লম্বা সময়ের ব্যাটারি পাবেন গ্রাহক। ফলে বছর শেষে ফ্ল্যাগশিপ ফোটটির জন্য মুনাফার অঙ্ক বাড়বে বলেই আশাবাদী চিনা বৈদ্যুতিন সরঞ্জাম নির্মাণকারী ওই সংস্থা।

চলতি বছরের ১৩ নভেম্বর বাজারে আসে ওয়ানপ্লাস-১৫ নামের ফ্ল্যাগশিপ ফোন। সংশ্লিষ্ট মুঠোবন্দি ডিভাইসটির প্রথম চিপটি প্রকৃতপক্ষে এর প্রসেসার। সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ৮ এলিট জেন ৫ ব্যবহার করেছে নির্মাণকারী চিনা সংস্থা। একে বর্তমান সময়ের সবচেয়ে সেরা প্রসেসার বললে অত্যুক্তি হবে না। ফ্ল্যাগশিপ ফোনে ওয়ানপ্লাস যে এই ধরনের চমক দেবে, তা আশা করেছিলেন গ্যাজ়েট বিশ্লেষকদের একাংশ।

ওয়ানপ্লাস-১৫র দ্বিতীয় চিপটি হল টাচ চিপ। এতে রয়েছে ১৬৫ হার্ৎজ়ের রিফ্রেশ রেট, যা এখনও পর্যন্ত কোনও অ্যান্ড্রয়েড ফোনে নেই। দ্বিতীয় চিপটির জন্য সংশ্লিষ্ট মুঠোবন্দি ডিভাইসটিতে নেটিভ ১৬৫ এফপিএস সাপোর্ট করবে। ফলে গেমিংয়ের সময়ে অন্য স্বাদ পাবেন ব্যবহারকারী। এ ছাড়া ওয়াই ফাইয়ের জন্য তৃতীয় চিপটি দিয়েছে ওয়ান প্লাস।

বিশেষজ্ঞদের একাংশের দাবি, ভাল গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য স্মার্টফোনে তিনটি চিপ থাকা ভাল। সেই সুবিধা ছাড়াও ওয়ানপ্লাস-১৫তে রয়েছে ৭,৫০০ এমএইচের ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং। মুঠোবন্দি ডিভাইসটিতে সব ধরনের আইপি রেটিং সাপোর্ট করবে বলে জানা গিয়েছে।

OnePlus-15 Price Tech tips Android Phone
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy