নিরিবিলি, শান্ত জায়গা খুঁজছেন হন্যে হয়ে? বাড়ি বসে কাজ, অথচ মহানগরের ভিড় ভাল লাগছে না। এ দিকে নির্জন পাহাড়ি এলাকা পছন্দ হলেও সেখানে হয়তো ইন্টারনেট সহজলভ্য নয়। সে ক্ষেত্রে এমন কিছু ছোট শহর খুঁজে পেতে হবে, যেখানে বসে প্রকৃতির শোভা উপভোগ করতে করতে শান্তিতে কাজ করা যায়। রইল ভারতের তিনটি ছোট শহরের সন্ধান।
বীড়: প্যারাগ্লাইডিং করার জন্য পরিচিত ছোট্ট শহর। চারদিকে সবুজ পাহাড়ে ঘেরা। ইকোট্যুরিজ়মের জন্যও ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে হিমাচল প্রদেশের বীড়ের। তবে ব্যাকপ্যাকারদের জন্য ছোট ছোট বাড়ি ভাড়া দেওয়া থেকে শুরু করে সস্তার হোমস্টে, সব সহজলভ্য ছোট্ট পাহাড়ি শহরে। যাঁরা বাড়ি বসে কাজ করেন, তাঁদের অনেকেই দিন কয়েকের জন্য নিজের ঠিকানা বদলে বীড়ে চলে যান। অতিমারির সময় থেকে এই প্রবণতা বেড়েছে। এখন সেখানে ক্যাফের সংখ্যাও বেড়েছে সব রকম পর্যটকের কথা মাথায় রেখে। সবচেয়ে বড় সুবিধা, গোটা শহরটিতেই ওয়াইফাইয়ের কানেকশন মেলে। কেবল ওয়ার্ক ফ্রম হোম থুড়ি, প্যারাগ্লাইডিং শেখার জন্যেও বীড়ের বাসিন্দা হয়ে যান অনেকে। থাকা-খাওয়ার অনেক রকমের সুবিধা রয়েছে সেখানে।
বীড়, হিমাচল প্রদেশ। ছবি: সংগৃহীত।
গোকর্ণ: গোয়ার ভিড় থেকে বাঁচতে অনেকেই কর্নাটকের গোকর্ণে ছুটি কাটাতে চান। তার পরেও জনপ্রিয়তার নিরিখে পিছিয়ে রয়েছে বলেই এখনও শান্তি রয়েছে সে শহরে। কর্নাটকের এই সমুদ্রসৈকত বেশ উপভোগের। আর তাই ছুটি কাটানো, শান্তি খুঁজতে যাওয়া এবং ওয়ার্ক ফ্রম হোম— বিবিধ উদ্দেশ্য নিয়ে এই জায়গায় পৌঁছে যান তাঁরা। সমুদ্রসৈকতে এমন অনেক ক্যাফে আছে, যেখানে গিয়ে কথা বললেও মালিকেরা সুন্দর এবং সাশ্রয়ী থাকার বন্দোবস্ত করে দিতে পারেন। আগে থেকে বুক না করে ক্যাফের ভরসাতেও চলে যেতে পারেন আপনি। অনেকের মতে, ওয়ার্ক ফ্রম হোমের জন্য নাকি গোকর্ণ আজ সেরা। অধিকাংশ ক্যাফেই বিনামূল্যে ওয়াইফাই ব্যবহার করতে দেয়। সমুদ্রের ঢেউয়ের আওয়াজে ঘুম ভাঙবে, তার পর সারা দিন সৈকতে বসেই আরামে কাজ করতে পারবেন।
গোকর্ণ, কর্নাটক। ছবি: সংগৃহীত।
ফোর্ট কোচি: কেরলের আকর্ষণীয় শহর। সমুদ্রের ধারে অবস্থিত শহরটিতে রয়েছে বিখ্যাত সেন্ট ফ্রান্সিস চার্চ (যেখানে ভাস্কো ডা গামাকে প্রথম সমাধিস্থ করা হয়), উৎকৃষ্ট মশলাপাতির বাজার থেকে শুরু করে একাধিক দুর্গ ও সমুদ্রসৈকত। অর্থাৎ ইতিহাস থেকে প্রাকৃতিক সৌন্দর্য, সব মিলবে একটি জায়গায়। তার উপরে গোটা শহরটি পায়ে হেঁটে ঘুরে বেড়াতে ভাল লাগবে। এমন রঙিন এবং প্রাণবন্ত শহর ভারতে কমই রয়েছে। ক্যাফে এবং সস্তার হোমস্টের সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে। তার মূল কারণ, সেই শহরে গিয়ে ওয়ার্ক ফ্রম হোম করার মতো তরুণ-তরুণীর সংখ্যা বেড়েছে। আপনিও দক্ষিণ ভারতের এই শহরকে তালিকায় রাখতে পারেন।
ফোর্ট কোচি, কেরল। ছবি: সংগৃহীত।