বিদেশ ভ্রমণে যেতে চান অথচ আগে থেকে ভিসা করানোর সময় নেই? ‘নো টেনশন’! ভারতীয় ভিসাতে এখন ৬৬ টি দেশে ভ্রমণ করা যায় আগে থেকে ভিসা না করিয়েই। এই দেশগুলিতে ভারতীয়দের জন্য রয়েছে সে দেশে পৌঁছে ভিসা বানানো বা ‘ভিসা অন অ্যারাইভাল’-এর বন্দোবস্ত।
ঘুরতে পারেন কোন কোন দেশ?
১। মলদ্বীপ