বেড়াতে যেতে ভালবাসেন? তবে বেড়াতে যেতে মন চাইলেও ছুটির যে বড্ড অভাব! বিমানে যাতায়াত করলে বেশ খানিকটা সময় বাঁচে। কিন্তু টিকিটে দাম দেখে চোখ উঠে যায় কপালে।
বেড়াতে যাওয়ার জন্য সকলেরই একটা নির্দিষ্ট বা়জেট বরাদ্দ থাকে। সেই বাজেটের বেশির ভাগটাই যদি বিমানের টিকিট কিনতে চলে যায় তা হলে তো মুশকিল! বুদ্ধি খরচ করে টিকিট কাটলে আপনি কিন্তু সস্তায় বিমানের টিকিট কাটতে পারেন। ভাবছেন কী উপায়ে এমনটা সম্ভব?
১) টিকিট কখন কাটছেন সেটাই আসল বিষয়: সস্তায় টিকিট কাটতে হলে আপনাকে আগে থেকে টিকিট কেটে রাখতে হবে। যাত্রার দিন যত এগিয়ে আসবে টিকিটের দাম কিন্তু ততই বাড়তে থাকবে। তাই বেড়াতে যাওয়ার পরিকল্পনা আগে থেকেই সেরে রাখুন। চেষ্টা করুন যাত্রার পাঁচ থেকে ছ’সপ্তাহ আগেই বিমানের টিকিট কেটে রাখার।
২) টিকিট কাটার সময় ছুটির দিনগুলি এড়িয়ে চলুন: চাহিদা বেশি থাকায় যে কোনও ছুটির দিনে বিমানের টিকিটের দাম স্বাভাবিক কারণেই বেশি থাকে। তাই চেষ্টা করুন বেড়াতে যাওয়ার সময় ওই দিনগুলি এড়িয়ে চলার। একই ভাবে সপ্তাহের শেষেও বিমানের টিকিটের দাম বেশি থাকে। ঘুরতে যাওয়ার জন্য সপ্তাহের মাঝের দিনগুলি বেছে নিন।