আঙুলের মতো ছোট থেকে শুরু করে মাঝারি, বড় বিভিন্ন ধরনের টব পাওয়া যায়। ৪ইঞ্চির টবও যেমন মেলে তেমনই ৩৬ ইঞ্চিরও টব হয়। কিন্তু কোন গাছের জন্য কোন মাপের টব দরকার বুঝবেন কী করে? মাটি না সেরামিক না প্লাস্টিকের ড্রাম কোনটি ভাল গাছের জন্য?
গাছের বেড়ে ওঠার জন্য নির্দিষ্ট পরিমাণ সূর্যালোক, জল যেমন প্রয়োজন, তেমনই জরুরি উপযুক্ত টবও। শিকড় ছড়ানোর জন্য গাছ ঠিকমতো মাটি এবং স্থান না পেলে তা বেড়ে উঠবে কেমন করে?
কোন গাছের জন্য কোন টব?
উদ্যানপালকেরা বলছেন, সাধারণত ৪ ইঞ্চির গাছের জন্য ৪ ইঞ্চি ব্যাসের টব বেছে নিতে বলা হয়। টবের দৈর্ঘ্য এবং প্রস্থ দুই-ই হবে ৪ ইঞ্চি। তবে তা নির্ভর করে গাছের উপর। যেমন ক্যাকটাসের ক্ষেত্রে টবের চওড়া ৪ইঞ্চি হলেও উচ্চতা ১-২ ইঞ্চি যথেষ্ট। আবার কোনও কোনও ক্ষেত্রে গাছের উচ্চতার চেয়ে টবের দৈর্ঘ্য এবং প্রস্থ ১-২ ইঞ্চি বেশি হলেই ভাল হয়।
জল নিষ্কাশন: যে টবই ব্যবহার হোক না কেন জল নিষ্কাশনের ব্যবস্থার উপর গাছের বেড়ে ওঠা নির্ভর করে। বেশিরভাগ গাছেরই গোড়ায় জল জমলে শিক়ড় পচে যেতে পারে। তাই টবের নীচে ছোট ছিদ্র থাকা আবশ্যক। মাটির টবে সাধারণত তা থাকেই। তবে প্লাস্টিকের পাত্র ব্যবহার করলে, তার নীচে ছিদ্র করে নিতে হবে। টবে মাটি দেওয়ার আগে কিছুটা বালি, পাথর ছড়িয়ে দিলেও জল বেরিয়ে যেতে সুবিধা হবে।
পো়ড়ামাটি, সেরামিক, প্লাস্টিক, কাঠের টবে গাছ রাখা হয়। তবে প্রথমবার বাগান করার সময় পোড়ামাটির টবই বেছে নেওয়া ভাল।